Ajker Patrika

বাংলাদেশের এবারের পরীক্ষা আরও কঠিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের এবারের পরীক্ষা আরও কঠিন

জিতলে বিতর্কিত সেই উদযাপন দেখা যাবে টেস্ট সিরিজেও! টি-টোয়েন্টি সিরিজ জিতে শ্রীলঙ্কা করেছিল ‘টাইমড আউট’ উদ্যাপন। ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশও অভিনব কায়দায় ‘টাইমড আউট’ উদ্যাপন করে পাল্টা প্রতিশোধ নিয়েছিল। উদ্যাপনের স্কোরলাইন ‘১-১’ হয়ে আছে এ মুহূর্তে। 

গতকাল শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক ধনঞ্জায়া ডি সিলভার কথায় অন্তত ইঙ্গিত থাকল, টেস্ট সিরিজ জিতলে টাইমড আউটের নতুন কোনো উদ্যাপন নিয়ে তাঁরা হাজির হবেন। লঙ্কান অধিনায়ক বললেন, ‘টাইমড আউট উদযাপন...যদি জিতি, আমরা জেতার পর দেখব।’ 

সাদা বলের সিরিজে যে দ্বৈরথের দেখা মিলেছে, টেস্টে সেটা কতটা দেখা যাবে, তা নিয়ে মৃদু সংশয় দেখা দিচ্ছে। টেস্ট সিরিজটা হবে অভিজ্ঞ শ্রীলঙ্কা বনাম তারুণ্যনির্ভর বাংলাদেশের। সর্বশেষ সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে কেন উইলিয়ামসন-টিম সাউদিদের বিপক্ষে যে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ, সেটি লঙ্কানদের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর দলের প্রেরণাও। আবার উপমহাদেশের কন্ডিশন প্রায় কাছাকাছি হওয়ায় ম্যাথুস-চান্দিমালদের জন্য বাংলাদেশের উইকেট খুব বেশি চ্যালেঞ্জ হওয়ার কথা নয়, যতটা কিউইদের ক্ষেত্রে ছিল। 

এ কারণে নিউজিল্যান্ডের চেয়ে শ্রীলঙ্কা সিরিজ অনেক কঠিন মনে করছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সিলেটের মেঘলা আবহাওয়া, সবুজ উইকেটও হাথুরুর কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে। গতকাল সিলেটে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘উইকেট একটু ভিন্ন লাগছে। আগেরবার এত ঘাস ছিল না, এবার ঘাস একটু বেশি। আবহাওয়াও একটা চ্যালেঞ্জ। সেগুলো বিবেচনায় আমাদের শক্তি ও প্রতিপক্ষের ওপর কম্বিনেশন নির্ভর করে। এটি নিউজিল্যান্ড সিরিজের চেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। শ্রীলঙ্কাকে হারাতে হলে আমাদের সেরাটা খেলতে হবে।’ 

দেশের মাঠে লঙ্কানদের বিপক্ষে এখনো টেস্ট জেতা হয়নি বাংলাদেশের। ২৪ টেস্ট খেলে মাত্র একটি জয়, ঐতিহাসিক সেই জয়টি এসেছিল ২০১৭ সালে কলম্বোর পিসারা ওভালে, নিজেদের শততম টেস্টে। শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটিং অর্ডার যেমন আছে, বাংলাদেশের ব্যাটাররাও রানে আছেন। মুমিনুল হক, লিটন দাস, শান্ত সিলেটে কিউইদের বিপক্ষে সর্বশেষ টেস্টে পেয়েছিলেন সেঞ্চুরি। সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে থাকা তাওহীদ হৃদয়েরও অভিষেক হতে পারে এ ম্যাচে। 

লঙ্কানদের বোলিং আক্রমণে যেমন আছেন লাহিরু কুমারা-কাসুন রাজিতার মতো পেসার। বাংলাদেশের আছেন শরীফুল ইসলাম, নাহিদ রানা, মুশফিক হাসানরা। নাহিদ-মুশফিকদের মধ্যে কারও অভিষেক হওয়ারও ইঙ্গিত দিয়েছেন হাথুরু। তবে লড়াইটা দুই দলের স্পিনের আক্রমণেরও। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবাত জয়াসুরিয়া ও রমেশ মেন্ডিসের ঘূর্ণি হুমকি হতে পারে স্বাগতিক ব্যাটারদের। লঙ্কানদের ঘূর্ণির বিষে ঘায়েল করতে বাংলাদেশ দলে আছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামের মতো পরীক্ষিত স্পিনাররা। তবে এবারের কঠিন লঙ্কান-চ্যালেঞ্জটা বাংলাদেশ দেখছে তরুণদের প্রমাণ করার দারুণ এক সুযোগ হিসেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত