
টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, আইসিসি ইভেন্টে এবার প্রথম খেলছে উগান্ডা। নবাগত উগান্ডাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল আফগানিস্তান। গায়ানায় ‘সি’ গ্রুপের ম্যাচে ১২৫ রানের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফগানরা।
উগান্ডার সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট হওয়া চোখ রাঙাচ্ছিল। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে সর্বনিম্ন ৩৯ রানে অলআউট হয়েছে নেদারল্যান্ডস। ২০১৪ বিশ্বকাপে ডাচদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। তবে উগান্ডা কোনো রকমে বিব্রতকর রেকর্ড এড়িয়েছে। আফ্রিকার দলটিকে আফগানিস্তান অলআউট করেছে ৫৮ রানে।
১৮৪ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে শুরু করেন উগান্ডার ওপেনার রোনাক প্যাটেল। দ্বিতীয় বলে ফজলহক ফারুকিকে ড্রাইভ করতে গেলে ইনসাইড এজে বোল্ড হয়ে যান প্যাটেল। ২ বলে ১ চারে ৪ রান করেন প্যাটেল। তৃতীয় বলে রজার মুকাসাকে এলবিডব্লু করেন ফারুকি। দলীয় ৪ রানে ২ উইকেট হারানোর পর উগান্ডা তৃতীয় উইকেট হারায় পরের ওভারেই। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে উগান্ডার আরেক ওপেনার সায়মন সেজাসিকে ফেরান মুজিব উর রহমান। সেজাসি করেন ৪ রান।
সেজাসি ফিরলে উগান্ডার স্কোর হয়ে যায় ১.৪ ওভারে ৩ উইকেটে ৮ রান। দ্রুত ৩ উইকেট হারানোর পর দলটি ঢুকে যায় খোলসের মধ্যে। খোলসে ঢুকলেও তাদের উইকেট তুলে নিতে সময় লাগেনি আফগানিস্তানের। পঞ্চম ওভারে ২ উইকেট নেন নাভিন উল হক। ৪.৪ ওভারে ৫ উইকেটে ১৮ রান হয়ে যায় উগান্ডার। এমন পরিস্থিতিতে তাদের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড চোখ রাঙাচ্ছিল।
১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে অবশ্য উগান্ডাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়নি। ষষ্ঠ উইকেটে রিয়াজাত আলি শাহ ও রবিনসন ওবুয়া গড়েন ৪৫ বলে ২৯ রানের জুটি। ১৩তম ওভারের প্রথম বলে রিয়াজাতকে বোল্ড করে জুটি ভাঙেন ফারুকি। পরের বলেই ফারুকির শিকার হয়েছেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। এবার ক্যাচ ধরেন আফগানিস্তানের উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ। একই ম্যাচে দুবার হ্যাটট্রিক করার সম্ভাবনা এলেও তা হয়নি ফারুকির। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন আফগান বাহাতি পেসার। সেই ওভারের শেষ বলে ওবুয়াকে ফিরিয়ে পঞ্চম উইকেট নেন ফারুকি। আফগান বাঁহাতি পেসার ৪ ওভারে ৯ রানে ৫ উইকেট নিয়ে নিজের বোলিং কোটা পূর্ণ করেছেন।
ফারুকির পর আনুষ্ঠানিকতা সারেন রশিদ খান। ১৬তম ওভারের শেষ দুই বলে জোড়া ধাক্কা দিয়ে উগান্ডার কফিনে শেষ পেরেক ঠুকে দেন রশিদ। উগান্ডার ৫৮ রানের সর্বোচ্চ ১৪ রান করেন ওবুয়া। ২৫ বলের ইনিংসে ১টি ছক্কা মারেন তিনি।
টস জিতে ফিল্ডিং নেন উগান্ডার অধিনায়ক মাসাবা। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আফগানিস্তানের উদ্বোধনী জুটিতে হয়েছে ১৫৪ রান। ইবরাহিম জাদরান ও গুরবাজ—দুই আফগান ওপেনারের জুটির স্থায়িত্ব ছিল ৮৮ বল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে আফগানরা। ইবরাহিম ও গুরবাজ করেন ৭৬ ও ৭০ রান। ইবরাহিমের ৪৫ বলের ইনিংসে ছিল ৪টি করে চার ও ছক্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, আইসিসি ইভেন্টে এবার প্রথম খেলছে উগান্ডা। নবাগত উগান্ডাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল আফগানিস্তান। গায়ানায় ‘সি’ গ্রুপের ম্যাচে ১২৫ রানের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফগানরা।
উগান্ডার সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট হওয়া চোখ রাঙাচ্ছিল। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে সর্বনিম্ন ৩৯ রানে অলআউট হয়েছে নেদারল্যান্ডস। ২০১৪ বিশ্বকাপে ডাচদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। তবে উগান্ডা কোনো রকমে বিব্রতকর রেকর্ড এড়িয়েছে। আফ্রিকার দলটিকে আফগানিস্তান অলআউট করেছে ৫৮ রানে।
১৮৪ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে শুরু করেন উগান্ডার ওপেনার রোনাক প্যাটেল। দ্বিতীয় বলে ফজলহক ফারুকিকে ড্রাইভ করতে গেলে ইনসাইড এজে বোল্ড হয়ে যান প্যাটেল। ২ বলে ১ চারে ৪ রান করেন প্যাটেল। তৃতীয় বলে রজার মুকাসাকে এলবিডব্লু করেন ফারুকি। দলীয় ৪ রানে ২ উইকেট হারানোর পর উগান্ডা তৃতীয় উইকেট হারায় পরের ওভারেই। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে উগান্ডার আরেক ওপেনার সায়মন সেজাসিকে ফেরান মুজিব উর রহমান। সেজাসি করেন ৪ রান।
সেজাসি ফিরলে উগান্ডার স্কোর হয়ে যায় ১.৪ ওভারে ৩ উইকেটে ৮ রান। দ্রুত ৩ উইকেট হারানোর পর দলটি ঢুকে যায় খোলসের মধ্যে। খোলসে ঢুকলেও তাদের উইকেট তুলে নিতে সময় লাগেনি আফগানিস্তানের। পঞ্চম ওভারে ২ উইকেট নেন নাভিন উল হক। ৪.৪ ওভারে ৫ উইকেটে ১৮ রান হয়ে যায় উগান্ডার। এমন পরিস্থিতিতে তাদের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড চোখ রাঙাচ্ছিল।
১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে অবশ্য উগান্ডাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়নি। ষষ্ঠ উইকেটে রিয়াজাত আলি শাহ ও রবিনসন ওবুয়া গড়েন ৪৫ বলে ২৯ রানের জুটি। ১৩তম ওভারের প্রথম বলে রিয়াজাতকে বোল্ড করে জুটি ভাঙেন ফারুকি। পরের বলেই ফারুকির শিকার হয়েছেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। এবার ক্যাচ ধরেন আফগানিস্তানের উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ। একই ম্যাচে দুবার হ্যাটট্রিক করার সম্ভাবনা এলেও তা হয়নি ফারুকির। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন আফগান বাহাতি পেসার। সেই ওভারের শেষ বলে ওবুয়াকে ফিরিয়ে পঞ্চম উইকেট নেন ফারুকি। আফগান বাঁহাতি পেসার ৪ ওভারে ৯ রানে ৫ উইকেট নিয়ে নিজের বোলিং কোটা পূর্ণ করেছেন।
ফারুকির পর আনুষ্ঠানিকতা সারেন রশিদ খান। ১৬তম ওভারের শেষ দুই বলে জোড়া ধাক্কা দিয়ে উগান্ডার কফিনে শেষ পেরেক ঠুকে দেন রশিদ। উগান্ডার ৫৮ রানের সর্বোচ্চ ১৪ রান করেন ওবুয়া। ২৫ বলের ইনিংসে ১টি ছক্কা মারেন তিনি।
টস জিতে ফিল্ডিং নেন উগান্ডার অধিনায়ক মাসাবা। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আফগানিস্তানের উদ্বোধনী জুটিতে হয়েছে ১৫৪ রান। ইবরাহিম জাদরান ও গুরবাজ—দুই আফগান ওপেনারের জুটির স্থায়িত্ব ছিল ৮৮ বল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে আফগানরা। ইবরাহিম ও গুরবাজ করেন ৭৬ ও ৭০ রান। ইবরাহিমের ৪৫ বলের ইনিংসে ছিল ৪টি করে চার ও ছক্কা।

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
২ ঘণ্টা আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৩ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১৪ ঘণ্টা আগে