
মোস্তাফিজুর রহমান আইপিএলের দল থেকে বাদ পড়ার পর টানাপোড়েন শুরু হয়েছে। এর জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে জল ঘোলা হয়েছে বেশ। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এমন সিদ্ধান্তে ঝুঁকির মুখে বাংলাদেশ ক্রিকেট। যেটা নিয়ে চিন্তিত নাজমুল হোসেন শান্ত।
আইসিসির দেওয়া এক দিনের আলটিমেটামের পরও টি-টোয়েন্টি খেলতে ভারত যেতে অস্বীকৃতি জানিয়েছে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আগেই জানিয়েছিল, বাংলাদেশ সিদ্ধান্ত থেকে সরে না এলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দেয়নি আইসিসি।
বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বাংলাদেশকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার ঘোষণা দেবে আইসিসি। একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করা হয়েছে। শান্তর নেতৃত্বে সদ্য শেষ হওয়া বিপিএলের শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। চ্যাম্পিয়নের মুকুট পরেও গত কয়েক দিনের নানা আলোচনায় মন খারাপ এই বাঁহাতি ব্যাটারের।
বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারানোর পর শান্ত বলেন, ‘চিন্তা তো একটু হয়ই। অবশ্যই চিন্তা হয়। ভবিষ্যৎ নিয়ে তো আমরা কেউই জানি না। চিন্তা একটু হচ্ছে, অস্বীকার করার কিছু নেই। একজন খেলোয়াড় হিসেবে চিন্তা হচ্ছে।’
বাংলাদেশ শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে বিকল্প কোনো টুর্নামেন্ট চান শান্ত, ‘ঢাকা লিগ বা ঘরোয়া ক্রিকেট নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আমার অনুরোধ থাকবে ঢাকা লিগটা যেন আগের আসরগুলোর চেয়ে এবার আরও সুন্দরভাবে হয়। আর যদি কোনো কারণে বিশ্বকাপে না যাওয়া হয়, তবে বোর্ডের কাছে অনুরোধ থাকবে যেন আমাদের জন্য আরও বেটার কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয়, যাতে প্লেয়াররা খেলার সুযোগ পায়।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ২২ জানুয়ারি ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সে প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমাদের (ক্রিকেটারদের) ডাকা হয়েছিল, কথা হয়েছে। ভালো আলোচনা হয়েছে। ডাকার কারণে খেলোয়াড়েরা খুশি। এর বেশি কিছু বলা এখন কঠিন।’

অবশেষে এসেই গেল আনুষ্ঠানিক ঘোষণা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি।
১ ঘণ্টা আগে
নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে জানিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় খেলার আবেদন জানালেও তা মানেনি আইসিসি। উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলানোর পরিকল্পনা করছে তারা।
৩ ঘণ্টা আগে
এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি। তবে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। বিকল্প হিসেবে খেলবে স্কটল্যান্ড। এমন সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে আইসিসি। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।
৩ ঘণ্টা আগে
বিষয়টা অনুমিতই ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটাও জানিয়েছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা–এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ।
৪ ঘণ্টা আগে