
ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের পারফরম্যান্সে ভিন্নতা দেখা যাচ্ছে এ বছরে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় তো রয়েছেই, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে পাকিস্তান এ বছর হেরেছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের কাছে।
ভারতের বোলিং কোচের দায়িত্ব মরনে মরকেল পেয়েছেন এ বছরের ১৪ আগস্ট। তখন বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরুও হয়নি। পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ চলে গেছে ভারতে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই শুরু হয়েছে মরকেলের ভারতের হয়ে কোচিংয়ের দায়িত্ব। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। স্বাগতিকদের দারুণ পারফরম্যান্সে ডাগ আউটে দেখা গেছে মরকেলের হাস্যোজ্জ্বল চেহারা।
ভারতের আগে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন মরকেল। ২০২৩ সালের নভেম্বর মাসে সেই দায়িত্ব ছাড়েন তিনি। মরকেল থাকা অবস্থায় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের টিকিটও কাটতে পারেনি। বাসিত আলীর মতে শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহের মতো পেসাররা পাত্তা দিতেন না মরকেলকে। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, পাকিস্তানি বোলাররা ক্রিকেটের থেকে বড় মনে করত। তারা মনে করত মরকেল আমাদের সামনে কিছুই না।’
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা পাকিস্তান ক্রিকেটের মূল সমস্যা খুঁজতে অভিনব এক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে গতকাল কানেকশন ক্যাম্প (সংযোগ ক্যাম্প) আয়োজন করা হয়েছে। পাকিস্তানের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের পর্যালোচনা করাটাই মূলত এই ক্যাম্পের উদ্দেশ্য। কানেকশন ক্যাম্পে সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক বাবর আজম, লাল বলের অধিনায়ক শান মাসুদসহ কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা ছিলেন। সাদা বলের কোচ গ্যারি কারস্টেন
গতকাল সংবাদ সম্মেলনে বলেছিলেন,‘কানেকশন ক্যাম্পের সঙ্গে যোগ দিতে পেরে ভালো লেগেছে। আমার মতে, তিন সংস্করণেই পাকিস্তান ক্রিকেটে সর্বোচ্চ সাফল্যের ব্যাপারে আমরা সবাই একমত। আজ আমরা যেসব জিনিস করেছি, দলের সেরা পেতে সাহায্য করবে। তারা যে কতটা পেশাদার, সেটা দেখানোও গুরুত্বপূর্ণ। দেশের জন্য নিজেদের দারুণভাবে উপস্থাপন করা ও পাকিস্তান ক্রিকেটের গর্ব ফিরিয়ে আনাও অনেক জরুরি।’

ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের পারফরম্যান্সে ভিন্নতা দেখা যাচ্ছে এ বছরে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় তো রয়েছেই, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে পাকিস্তান এ বছর হেরেছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের কাছে।
ভারতের বোলিং কোচের দায়িত্ব মরনে মরকেল পেয়েছেন এ বছরের ১৪ আগস্ট। তখন বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরুও হয়নি। পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ চলে গেছে ভারতে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই শুরু হয়েছে মরকেলের ভারতের হয়ে কোচিংয়ের দায়িত্ব। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। স্বাগতিকদের দারুণ পারফরম্যান্সে ডাগ আউটে দেখা গেছে মরকেলের হাস্যোজ্জ্বল চেহারা।
ভারতের আগে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন মরকেল। ২০২৩ সালের নভেম্বর মাসে সেই দায়িত্ব ছাড়েন তিনি। মরকেল থাকা অবস্থায় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের টিকিটও কাটতে পারেনি। বাসিত আলীর মতে শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহের মতো পেসাররা পাত্তা দিতেন না মরকেলকে। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, পাকিস্তানি বোলাররা ক্রিকেটের থেকে বড় মনে করত। তারা মনে করত মরকেল আমাদের সামনে কিছুই না।’
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা পাকিস্তান ক্রিকেটের মূল সমস্যা খুঁজতে অভিনব এক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে গতকাল কানেকশন ক্যাম্প (সংযোগ ক্যাম্প) আয়োজন করা হয়েছে। পাকিস্তানের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের পর্যালোচনা করাটাই মূলত এই ক্যাম্পের উদ্দেশ্য। কানেকশন ক্যাম্পে সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক বাবর আজম, লাল বলের অধিনায়ক শান মাসুদসহ কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা ছিলেন। সাদা বলের কোচ গ্যারি কারস্টেন
গতকাল সংবাদ সম্মেলনে বলেছিলেন,‘কানেকশন ক্যাম্পের সঙ্গে যোগ দিতে পেরে ভালো লেগেছে। আমার মতে, তিন সংস্করণেই পাকিস্তান ক্রিকেটে সর্বোচ্চ সাফল্যের ব্যাপারে আমরা সবাই একমত। আজ আমরা যেসব জিনিস করেছি, দলের সেরা পেতে সাহায্য করবে। তারা যে কতটা পেশাদার, সেটা দেখানোও গুরুত্বপূর্ণ। দেশের জন্য নিজেদের দারুণভাবে উপস্থাপন করা ও পাকিস্তান ক্রিকেটের গর্ব ফিরিয়ে আনাও অনেক জরুরি।’

চাপের মুহূর্তে কীভাবে মাথা ঠাণ্ডা রাখতে হয়, সেটাই যেন সবাইকে দেখিয়ে দিচ্ছেন রিপন মন্ডল। রাইজিং স্টার্স এশিয়া কাপ থেকে শুরু করে বিপিএল, সব জায়গাতেই রিপন দেখাচ্ছেন তাঁর ঝলক। ডেথ ওভার হোক বা সুপার ওভার, নিখুঁত বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরছেন বাংলাদেশের এই তরুণ পেসার।
৬ মিনিট আগে
সিলেট স্টেডিয়ামে গত রাতে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হাতের নাগালে থাকা ম্যাচ হেরে যায় রংপুর রাইডার্স। সুপার ওভারে সেই ম্যাচ হারের রেশ কাটতে না কাটতেই আজ মাঠে নামতে হবে রংপুরকে। সিলেটে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে সিলেট টাইটান্স-রংপুর রাইডার্স ম্যাচ।
১ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ পাননি মোস্তাফিজুর রহমান। ছন্দে থাকা মোস্তাফিজ বিপিএল খেলতে চলে এসেছেন দেশে। দুবাই ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ নবির মতে মোস্তাফিজ খেললে ম্যাচের ফল ভিন্ন হলেও হতে পারত।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নাজমুল হোসেন শান্ত নেই গত ৮ মাস ধরে। কিন্তু নিজেকে প্রমাণ করতে শান্ত যে ২০২৬ বিপিএলকেই বেছে নিয়েছেন। পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ হিসেবে কাজ করছেন তিনি। রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচ হান্নান সরকারের মতে শান্তকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক
২ ঘণ্টা আগে