
ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজ বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে রানের জন্য শুরু থেকে সংগ্রাম করতে থাকে ভারত। দ্রুত ২ উইকেট হারিয়েও ফেলে ভারত। শুরুর ধাক্বা সামলে তৃতীয় উইকেট জুটিতে শতরান পেরিয়ে যায় পাঁচবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। অবশেষে সেই জুটি ভেঙেছে বাংলাদেশ।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দলীয় ১৭ রানেই ভেঙে যায় ভারতের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের শেষ বলে মারুফ মৃধাকে কাট করতে যান ভারতীয় ওপেনার আর্শিন কুলকার্নি। আউটসাইড এজ হওয়া বল ডাইভ দিয়ে ক্যাচ ধরেন বাংলাদেশ উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলি। ১৭ বলে ১ চারে ৭ রান করেন কুলকার্নি। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ভারতীয় ব্যাটার মুশির খান দ্রুত আউট হয়ে গেছেন। মুশিরকেও কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন মারুফ। ভারতের স্কোর হয়ে যায় ৭.২ ওভারে ২ উইকেটে ৩১ রান।
২ উইকেট পড়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ভারতীয় অধিনায়ক উদয় সাহারান। ওপেনার আদর্শ সিংকে নিয়ে প্রতিরোধ গড়ার দায়িত্ব নেন সাহারান। বাংলাদেশের ওপর সেভাবে চড়াও হয়ে খেলতে পারছিলেন না ভারতের দুই ব্যাটার। তবে স্ট্রাইক রোটেট করে রানের চাকা সচল রাখছিলেন আদর্শ ও সাহারান। দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। তৃতীয় উইকেটে ১৪৪ বলে ১১৬ রানের জুটি গড়তে অবদান রেখেছেন তারা। সাহারানকে ফিরিয়ে জুটি ভেঙেছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৩২ তম ওভারের প্রথম বলে রিজওয়ানকে তুলে মারতে যান আদর্শ। মিড অফে সহজ ক্যাচ ধরেছেন রহনত দৌল্লাহ বর্ষণ। তাতে ভারতের স্কোর হয়েছে ৩১.১ ওভারে ৩ উইকেটে ১৪৭ রান। পাঁচ নম্বরে ব্যাটিং করছেন প্রিয়াংশু মোলিয়া। ১৮ বলে ৬ রানে ব্যাটিং করছেন তিনি। সাহারান ৮৮ বলে ৬২ রানে অপরাজিত আছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ৩৭.৩ ওভারে ৩ উইকেটে ১৬৬ রান।
ভারতকে হারিয়েই ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। এটাই বাংলাদেশ যুবাদের প্রথম বিশ্বকাপ। এরপর ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভারত জিতেছে ইংল্যান্ডকে হারিয়ে। অন্যদিকে গত বছরের ডিসেম্বরেই যুবাদের এশিয়া কাপ জেতে বাংলাদেশ।

ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজ বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে রানের জন্য শুরু থেকে সংগ্রাম করতে থাকে ভারত। দ্রুত ২ উইকেট হারিয়েও ফেলে ভারত। শুরুর ধাক্বা সামলে তৃতীয় উইকেট জুটিতে শতরান পেরিয়ে যায় পাঁচবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। অবশেষে সেই জুটি ভেঙেছে বাংলাদেশ।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দলীয় ১৭ রানেই ভেঙে যায় ভারতের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের শেষ বলে মারুফ মৃধাকে কাট করতে যান ভারতীয় ওপেনার আর্শিন কুলকার্নি। আউটসাইড এজ হওয়া বল ডাইভ দিয়ে ক্যাচ ধরেন বাংলাদেশ উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলি। ১৭ বলে ১ চারে ৭ রান করেন কুলকার্নি। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ভারতীয় ব্যাটার মুশির খান দ্রুত আউট হয়ে গেছেন। মুশিরকেও কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন মারুফ। ভারতের স্কোর হয়ে যায় ৭.২ ওভারে ২ উইকেটে ৩১ রান।
২ উইকেট পড়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ভারতীয় অধিনায়ক উদয় সাহারান। ওপেনার আদর্শ সিংকে নিয়ে প্রতিরোধ গড়ার দায়িত্ব নেন সাহারান। বাংলাদেশের ওপর সেভাবে চড়াও হয়ে খেলতে পারছিলেন না ভারতের দুই ব্যাটার। তবে স্ট্রাইক রোটেট করে রানের চাকা সচল রাখছিলেন আদর্শ ও সাহারান। দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। তৃতীয় উইকেটে ১৪৪ বলে ১১৬ রানের জুটি গড়তে অবদান রেখেছেন তারা। সাহারানকে ফিরিয়ে জুটি ভেঙেছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৩২ তম ওভারের প্রথম বলে রিজওয়ানকে তুলে মারতে যান আদর্শ। মিড অফে সহজ ক্যাচ ধরেছেন রহনত দৌল্লাহ বর্ষণ। তাতে ভারতের স্কোর হয়েছে ৩১.১ ওভারে ৩ উইকেটে ১৪৭ রান। পাঁচ নম্বরে ব্যাটিং করছেন প্রিয়াংশু মোলিয়া। ১৮ বলে ৬ রানে ব্যাটিং করছেন তিনি। সাহারান ৮৮ বলে ৬২ রানে অপরাজিত আছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ৩৭.৩ ওভারে ৩ উইকেটে ১৬৬ রান।
ভারতকে হারিয়েই ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। এটাই বাংলাদেশ যুবাদের প্রথম বিশ্বকাপ। এরপর ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভারত জিতেছে ইংল্যান্ডকে হারিয়ে। অন্যদিকে গত বছরের ডিসেম্বরেই যুবাদের এশিয়া কাপ জেতে বাংলাদেশ।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে