
শেষ ভাগে এসে বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পারিশ্রমিক নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলে চিরতরে পাকিস্তান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার।
ফকনারের অভিযোগের ভিত্তিতে তাঁর দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা দাবি করেছে একবার ফকনারকে টাকা দেওয়া হলেও তিনি আবার টাকার দাবি করেছেন।
৩১ বছর বয়সী ফকনার কোয়েটার হয়ে সর্বশেষ তিন ম্যাচ খেলেননি। ধারণা করা হচ্ছে, এই সময়ে পারিশ্রমিকের বিষয়টি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল এবং পিসিবির সঙ্গে তাঁর আলোচনা চলছিল।
গতকাল পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, পিসিবি কর্মকর্তার সঙ্গে আলোচনার পর ফকনার হোটেলের লবির বারান্দা থেকে তাঁর ব্যাট ও হেলমেট একটি ঝাড়বাতির ওপর ছুড়ে মারেন। এরপর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন।
পিসিবি তাদের বিবৃতিতে লিখেছে, ‘পিএসএলের সাত মৌসুমে কোনো খেলোয়াড় পিসিবির বিরুদ্ধে চুক্তি অনুযায়ী টাকা না দেওয়ার অভিযোগ আনেননি। ফকনারের ব্যাংক অ্যাকাউন্টে একবার টাকা পাঠিয়ে দেওয়া হলেও তিনি আবারও সমপরিমাণ অর্থ পাঠানোর দাবি করেন। তাঁর অযৌক্তিক দাবি মেনে না নেওয়ায় শুক্রবার (গতকাল) মুলতান সুলতানসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে অপারগতা প্রকাশ করেন তিনি।’
আজকের ঘটনা নিয়ে পিসিবি বক্তব্য, ‘ফকনার হোটেল ছাড়ার আগে হোটেলের সম্পদের ক্ষতি (ঝাড়বাতি ভাঙা) করেন। এ জন্য হোটেল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণও দিতে হয়েছে। ফকনারের এমন আচরণের পর পিসিবি ও সব ফ্র্যাঞ্চাইজি সিদ্ধান্ত নিয়েছে যে, ভবিষ্যতে তাঁকে আর পিএসএল খেলার সুযোগ দেওয়া হবে না।’
এবারের পিএসএলে কোয়েটার হয়ে ছয় ম্যাচ খেলেছেন ফকনার। ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ৪৯ রান করেছেন অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ জেতা এই অলরাউন্ডার।

শেষ ভাগে এসে বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পারিশ্রমিক নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলে চিরতরে পাকিস্তান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার।
ফকনারের অভিযোগের ভিত্তিতে তাঁর দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা দাবি করেছে একবার ফকনারকে টাকা দেওয়া হলেও তিনি আবার টাকার দাবি করেছেন।
৩১ বছর বয়সী ফকনার কোয়েটার হয়ে সর্বশেষ তিন ম্যাচ খেলেননি। ধারণা করা হচ্ছে, এই সময়ে পারিশ্রমিকের বিষয়টি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল এবং পিসিবির সঙ্গে তাঁর আলোচনা চলছিল।
গতকাল পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, পিসিবি কর্মকর্তার সঙ্গে আলোচনার পর ফকনার হোটেলের লবির বারান্দা থেকে তাঁর ব্যাট ও হেলমেট একটি ঝাড়বাতির ওপর ছুড়ে মারেন। এরপর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন।
পিসিবি তাদের বিবৃতিতে লিখেছে, ‘পিএসএলের সাত মৌসুমে কোনো খেলোয়াড় পিসিবির বিরুদ্ধে চুক্তি অনুযায়ী টাকা না দেওয়ার অভিযোগ আনেননি। ফকনারের ব্যাংক অ্যাকাউন্টে একবার টাকা পাঠিয়ে দেওয়া হলেও তিনি আবারও সমপরিমাণ অর্থ পাঠানোর দাবি করেন। তাঁর অযৌক্তিক দাবি মেনে না নেওয়ায় শুক্রবার (গতকাল) মুলতান সুলতানসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে অপারগতা প্রকাশ করেন তিনি।’
আজকের ঘটনা নিয়ে পিসিবি বক্তব্য, ‘ফকনার হোটেল ছাড়ার আগে হোটেলের সম্পদের ক্ষতি (ঝাড়বাতি ভাঙা) করেন। এ জন্য হোটেল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণও দিতে হয়েছে। ফকনারের এমন আচরণের পর পিসিবি ও সব ফ্র্যাঞ্চাইজি সিদ্ধান্ত নিয়েছে যে, ভবিষ্যতে তাঁকে আর পিএসএল খেলার সুযোগ দেওয়া হবে না।’
এবারের পিএসএলে কোয়েটার হয়ে ছয় ম্যাচ খেলেছেন ফকনার। ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ৪৯ রান করেছেন অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ জেতা এই অলরাউন্ডার।

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
১ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
১ ঘণ্টা আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
৩ ঘণ্টা আগে