
সর্বশেষ বছরে দুর্দান্ত ছন্দে ছিলেন লিটন দাস। তিন সংস্করণ মিলিয়ে ৪২ ম্যাচে ১ হাজার ৯২১ রান করে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগের নজর কেড়েছিলেন তিনি। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে নামের সুবিচার করতে পারেননি বাংলাদেশি ওপেনার।
ফ্র্যাঞ্চাইজি লিগের মতো জাতীয় দলের ফর্মও ভালো ছিল না লিটনের। উইকেটরক্ষক ব্যাটারের ছন্দহীনতা নিয়ে অন্যরা চিন্তিত হলেও চন্ডিকা হাথুরুসিংহে নন। বরং উল্টোটাই জানালেন তিনি। লিটনের রান তাঁর ইমপ্যাক্টফুল মনে হয়েছে।
এশিয়া কাপ উপলক্ষে আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন হাথুরুসিংহে। তিনি বলেছেন, ‘আমি তা ভাবছি না। এই মুহূর্তে তার ফর্ম নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। কারণ, কানাডা ও শ্রীলঙ্কায় বেশ কিছু প্রতিযোগিতামূলক ম্যাচ সে খেলেছে। সেগুলো ছিল টি-টোয়েন্টি। এখন সে কঠোর অনুশীলন করছে। সম্প্রতি সে যে টুর্নামেন্টে খেলেছে, সেই পিচ অত ভালো ছিল না। বিশেষ করে কানাডার পিচ হাই স্কোরিং ছিল না। কিছু ক্ষেত্রে শ্রীলঙ্কাতেও তা ছিল। সে যা রান করেছে, সেটা ইমপ্যাক্ট রান। এশিয়া কাপ ও বিশ্বকাপে তার থেকে বড় ইনিংস দেখতে চাই। আশা করি, সে তা পারবে।’
অনেক সময় শুরুটা ভালো করার পর ইনিংস বড় করতে পারেন না লিটন। তাঁর এই সমস্যা নিয়ে হাথুরুসিংহে জানিয়েছেন ভবিষ্যতে সে ভালো করবে এবং উইকেটরক্ষক ব্যাটারের প্রতি আশাও রাখছেন তিনি। বাংলাদেশি কোচ বলেছেন, ‘সে জানে সে আরও ভালো করতে পারে। আমরাও মনে করি, সে যা দেখায় তার চেয়ে আরও ভালো পারফর্ম করার সামর্থ্য তার আছে। দুই বছর আগের সেই ফর্মটা সে আমাদের দেখাবে। সে যখন আমাদের সর্বোচ্চ রান স্কোরার ছিল। তার কাছ থেকে তেমন পারফরম্যান্স আশা করছি।’
সর্বশেষ গ্লোবাল টি-টোয়েন্টি ও লঙ্কা প্রিমিয়ার লিগ মিলিয়ে ১১ ম্যাচ খেলেছেন লিটন। এর মধ্যে ১০ ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১৮৬ রান করেছেন। ১০২.৭৬ ///স্ট্রাইকরেটও সংক্ষিপ্ত সংস্করণের সঙ্গ মানানসই নয়। ফিফটি করেছিলেন মাত্র একটি।

সর্বশেষ বছরে দুর্দান্ত ছন্দে ছিলেন লিটন দাস। তিন সংস্করণ মিলিয়ে ৪২ ম্যাচে ১ হাজার ৯২১ রান করে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগের নজর কেড়েছিলেন তিনি। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে নামের সুবিচার করতে পারেননি বাংলাদেশি ওপেনার।
ফ্র্যাঞ্চাইজি লিগের মতো জাতীয় দলের ফর্মও ভালো ছিল না লিটনের। উইকেটরক্ষক ব্যাটারের ছন্দহীনতা নিয়ে অন্যরা চিন্তিত হলেও চন্ডিকা হাথুরুসিংহে নন। বরং উল্টোটাই জানালেন তিনি। লিটনের রান তাঁর ইমপ্যাক্টফুল মনে হয়েছে।
এশিয়া কাপ উপলক্ষে আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন হাথুরুসিংহে। তিনি বলেছেন, ‘আমি তা ভাবছি না। এই মুহূর্তে তার ফর্ম নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। কারণ, কানাডা ও শ্রীলঙ্কায় বেশ কিছু প্রতিযোগিতামূলক ম্যাচ সে খেলেছে। সেগুলো ছিল টি-টোয়েন্টি। এখন সে কঠোর অনুশীলন করছে। সম্প্রতি সে যে টুর্নামেন্টে খেলেছে, সেই পিচ অত ভালো ছিল না। বিশেষ করে কানাডার পিচ হাই স্কোরিং ছিল না। কিছু ক্ষেত্রে শ্রীলঙ্কাতেও তা ছিল। সে যা রান করেছে, সেটা ইমপ্যাক্ট রান। এশিয়া কাপ ও বিশ্বকাপে তার থেকে বড় ইনিংস দেখতে চাই। আশা করি, সে তা পারবে।’
অনেক সময় শুরুটা ভালো করার পর ইনিংস বড় করতে পারেন না লিটন। তাঁর এই সমস্যা নিয়ে হাথুরুসিংহে জানিয়েছেন ভবিষ্যতে সে ভালো করবে এবং উইকেটরক্ষক ব্যাটারের প্রতি আশাও রাখছেন তিনি। বাংলাদেশি কোচ বলেছেন, ‘সে জানে সে আরও ভালো করতে পারে। আমরাও মনে করি, সে যা দেখায় তার চেয়ে আরও ভালো পারফর্ম করার সামর্থ্য তার আছে। দুই বছর আগের সেই ফর্মটা সে আমাদের দেখাবে। সে যখন আমাদের সর্বোচ্চ রান স্কোরার ছিল। তার কাছ থেকে তেমন পারফরম্যান্স আশা করছি।’
সর্বশেষ গ্লোবাল টি-টোয়েন্টি ও লঙ্কা প্রিমিয়ার লিগ মিলিয়ে ১১ ম্যাচ খেলেছেন লিটন। এর মধ্যে ১০ ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১৮৬ রান করেছেন। ১০২.৭৬ ///স্ট্রাইকরেটও সংক্ষিপ্ত সংস্করণের সঙ্গ মানানসই নয়। ফিফটি করেছিলেন মাত্র একটি।

হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
১৮ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ৩ সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের দু
৩২ মিনিট আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
২ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
২ ঘণ্টা আগে