আজকের পত্রিকা ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে সমালোচনার শেষ নেই। প্রতি আসরেই কোনো না কোনো ঝামেলা লেগে থাকে টুর্নামেন্টে। খেলা দেখতে এসে দর্শকও নানা রকম সমস্যায় পড়েন। এবার দর্শকদের জন্য ‘বিশেষ সুবিধা’ থাকবে বলে জানিয়েছেন বিসিবির বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
১১তম বাংলাদেশ প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের (বিপিএল) গ্রাউন্ড ব্র্যান্ডিং স্বত্ব এবার পেয়েছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি। জানা গেছে, ৫ কোটি টাকায় ইমপ্রেস মাত্রা কনসর্টিয়াম এই ব্র্যান্ডিং স্বত্ব ডাচ-বাংলা ব্যাংক পিএলসির কাছে বিক্রি করেছে। এবারের বিপিএলের অফিশিয়াল নাম হবে ‘ডাচ-বাংলা ব্যাংক বিপিএল টি-টোয়েন্টি, পাওয়ার্ড বাই রকেট’। নেক্সাসপে থাকছে সহপৃষ্ঠপোষক হিসেবে। মিরপুরে আজ বিসিবির মিডিয়া কনফারেন্স রুমে পৃষ্ঠপোষকদের নাম ঘোষণা অনুষ্ঠানে ফাহিম বলেন, ‘বিপিএলকে আরও মনোরম ও দর্শকবান্ধব করতে আমরা কাজ করছি। আমরা চাই বিপিএলের মাধ্যমে দেশের মানুষ যেন ক্রিকেটের প্রতি আরও আকৃষ্ট হয়। আসরটি যেন তাদের জন্য একটি আনন্দময় উপলক্ষ হয়ে ওঠে।’
এবারের বিপিএলে মাঠের পরিবেশ উন্নত করতে বিসিবি বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন ফাহিম। বিসিবি পরিচালক বলেন, ‘মাঠে দর্শকদের বিনা মূল্যে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তাদের আর পানির জন্য অর্থ ব্যয় করতে না হয়। পাশাপাশি, খাবারের মান বিবেচনা করে সহনীয় দামে সেগুলো বিক্রি করার জন্য আমরা আলোচনা করব সংশ্লিষ্টদের সঙ্গে।’
আইপিএলসহ বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে থাকে। এখানেই বিপিএল অনেকটা পিছিয়ে। বিপিএলের অফিশিয়াল ফেসবুক পেজে প্রচারণামূলক কার্যক্রম সীমিত। কয়েক দিন আগে হওয়া ড্রাফটের কিছু স্থিরচিত্র ছাড়া সেখানে তেমন কোনো প্রচারণা চোখে পড়েনি। এ ব্যাপারে জানতে চাইলে ফাহিম বলেন, ‘প্রচার কার্যক্রম শুরু করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। খুব শিগ্গির আপনারা বিপিএলের নিয়মিত আপডেট দেখতে পাবেন। আমাদের দল এরই মধ্যে কাজ শুরু করেছে। বিপিএলের সবশেষ খবর দর্শকদের কাছে পৌঁছে দিতে নিয়মিত চেষ্টা করছি।’ এমনকি মাঠে এলইডি বোর্ড স্থাপন করা হবে বলে বিসিবি জানিয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে সমালোচনার শেষ নেই। প্রতি আসরেই কোনো না কোনো ঝামেলা লেগে থাকে টুর্নামেন্টে। খেলা দেখতে এসে দর্শকও নানা রকম সমস্যায় পড়েন। এবার দর্শকদের জন্য ‘বিশেষ সুবিধা’ থাকবে বলে জানিয়েছেন বিসিবির বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
১১তম বাংলাদেশ প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের (বিপিএল) গ্রাউন্ড ব্র্যান্ডিং স্বত্ব এবার পেয়েছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি। জানা গেছে, ৫ কোটি টাকায় ইমপ্রেস মাত্রা কনসর্টিয়াম এই ব্র্যান্ডিং স্বত্ব ডাচ-বাংলা ব্যাংক পিএলসির কাছে বিক্রি করেছে। এবারের বিপিএলের অফিশিয়াল নাম হবে ‘ডাচ-বাংলা ব্যাংক বিপিএল টি-টোয়েন্টি, পাওয়ার্ড বাই রকেট’। নেক্সাসপে থাকছে সহপৃষ্ঠপোষক হিসেবে। মিরপুরে আজ বিসিবির মিডিয়া কনফারেন্স রুমে পৃষ্ঠপোষকদের নাম ঘোষণা অনুষ্ঠানে ফাহিম বলেন, ‘বিপিএলকে আরও মনোরম ও দর্শকবান্ধব করতে আমরা কাজ করছি। আমরা চাই বিপিএলের মাধ্যমে দেশের মানুষ যেন ক্রিকেটের প্রতি আরও আকৃষ্ট হয়। আসরটি যেন তাদের জন্য একটি আনন্দময় উপলক্ষ হয়ে ওঠে।’
এবারের বিপিএলে মাঠের পরিবেশ উন্নত করতে বিসিবি বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন ফাহিম। বিসিবি পরিচালক বলেন, ‘মাঠে দর্শকদের বিনা মূল্যে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তাদের আর পানির জন্য অর্থ ব্যয় করতে না হয়। পাশাপাশি, খাবারের মান বিবেচনা করে সহনীয় দামে সেগুলো বিক্রি করার জন্য আমরা আলোচনা করব সংশ্লিষ্টদের সঙ্গে।’
আইপিএলসহ বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে থাকে। এখানেই বিপিএল অনেকটা পিছিয়ে। বিপিএলের অফিশিয়াল ফেসবুক পেজে প্রচারণামূলক কার্যক্রম সীমিত। কয়েক দিন আগে হওয়া ড্রাফটের কিছু স্থিরচিত্র ছাড়া সেখানে তেমন কোনো প্রচারণা চোখে পড়েনি। এ ব্যাপারে জানতে চাইলে ফাহিম বলেন, ‘প্রচার কার্যক্রম শুরু করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। খুব শিগ্গির আপনারা বিপিএলের নিয়মিত আপডেট দেখতে পাবেন। আমাদের দল এরই মধ্যে কাজ শুরু করেছে। বিপিএলের সবশেষ খবর দর্শকদের কাছে পৌঁছে দিতে নিয়মিত চেষ্টা করছি।’ এমনকি মাঠে এলইডি বোর্ড স্থাপন করা হবে বলে বিসিবি জানিয়েছে।

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
৩২ মিনিট আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৮ ঘণ্টা আগে