
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচের ৬টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে এক পা দিয়ে রাখলেও এই মুহূর্তে প্রোটিয়াদের বাদ পড়াটা অসম্ভব নয়। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে প্রোটিয়ারা পেল দুঃসংবাদ।
আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার পেয়েছেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটার আইসিসির আচরণবিধির প্রথম ধারা ভাঙার কারণেই এমন শাস্তি পেয়েছেন। পাশাপাশি এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে, যা গত ২৪ মাসে তাঁর প্রথম অপরাধ। আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুসারে, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসির এলিট প্যানেল ম্যাচ জেফ ক্রো এমন শাস্তি দিয়েছেন মিলারকে। দোষ স্বীকার করে নেওয়ায় মিলারের জন্য শুনানির প্রয়োজন হয়নি।
সেন্ট লুসিয়ায় পরশু সুপার এইটের ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ১৯তম ওভারের দ্বিতীয় বলে স্যাম কারানের ফুল টস ডিপ স্কয়ার লেগে পাঠিয়ে দুই রান নেন মিলার। উচ্চতার কারণে মিলার সেটা নো বলের আশা করেন। এমনকি রিভিউ নেওয়ার সংকেত দিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন প্রোটিয়া ব্যাটার। মিলারের বিরুদ্ধে তাই অভিযোগ এনেছেন মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও ক্রিস ব্রাউন, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার ক্রিস গাফানি। এবারের বিশ্বকাপে মিলার ৬ ম্যাচে করেছেন ১৪৪ রান। গড় ৩৬ ও স্ট্রাইকরেট ১০৭.৪৬।
গ্রুপ ‘টু’তে সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তাতে ৪ পয়েন্টের পাশাপাশি নেট রানরেট + ০.৬২৫ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫৫ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে গ্রুপে এখন দুইয়ে ওয়েস্ট ইন্ডিজ। ২ পয়েন্টের সঙ্গে উইন্ডিজের নেট রানরেট + ১.৮১৪। তিনে থাকা ইংল্যান্ডেরও পয়েন্ট ২। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের নেট রানরেট + ০.৪১২।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচের ৬টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে এক পা দিয়ে রাখলেও এই মুহূর্তে প্রোটিয়াদের বাদ পড়াটা অসম্ভব নয়। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে প্রোটিয়ারা পেল দুঃসংবাদ।
আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার পেয়েছেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটার আইসিসির আচরণবিধির প্রথম ধারা ভাঙার কারণেই এমন শাস্তি পেয়েছেন। পাশাপাশি এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে, যা গত ২৪ মাসে তাঁর প্রথম অপরাধ। আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুসারে, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসির এলিট প্যানেল ম্যাচ জেফ ক্রো এমন শাস্তি দিয়েছেন মিলারকে। দোষ স্বীকার করে নেওয়ায় মিলারের জন্য শুনানির প্রয়োজন হয়নি।
সেন্ট লুসিয়ায় পরশু সুপার এইটের ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ১৯তম ওভারের দ্বিতীয় বলে স্যাম কারানের ফুল টস ডিপ স্কয়ার লেগে পাঠিয়ে দুই রান নেন মিলার। উচ্চতার কারণে মিলার সেটা নো বলের আশা করেন। এমনকি রিভিউ নেওয়ার সংকেত দিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন প্রোটিয়া ব্যাটার। মিলারের বিরুদ্ধে তাই অভিযোগ এনেছেন মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও ক্রিস ব্রাউন, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার ক্রিস গাফানি। এবারের বিশ্বকাপে মিলার ৬ ম্যাচে করেছেন ১৪৪ রান। গড় ৩৬ ও স্ট্রাইকরেট ১০৭.৪৬।
গ্রুপ ‘টু’তে সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তাতে ৪ পয়েন্টের পাশাপাশি নেট রানরেট + ০.৬২৫ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫৫ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে গ্রুপে এখন দুইয়ে ওয়েস্ট ইন্ডিজ। ২ পয়েন্টের সঙ্গে উইন্ডিজের নেট রানরেট + ১.৮১৪। তিনে থাকা ইংল্যান্ডেরও পয়েন্ট ২। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের নেট রানরেট + ০.৪১২।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে