নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজেকে প্রমাণ করার কত সুযোগই তো হেলাফেলায় হাতছাড়া করলেন সৌম্য সরকার। কিন্তু তাঁর সামর্থ্য সম্পর্কে এখনো ইতিবাচক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আবারও সুযোগ পেয়েছেন। সিরিজের আগে ফর্মে ফিরতে পাওয়া আরেকটি দারুণ সুযোগও হাতছাড়া করলেন এই ব্যাটিং অলরাউন্ডার।
আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এশিয়ান গেমস স্কোয়াড ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে শুরু হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচেই ‘গোল্ডেন ডাক’ মারলেন সৌম্য।
এশিয়ান গেমস স্কোয়াডের কাছে সৌম্যর দল বাংলাদেশ টাইগার্সও হেরে গেছে ২০ রানে। গোল্ডেন ডাক মারলেও বল হাতে দুই উইকেট নিয়েছেন তিনি। আগে ব্যাটিং করে এশিয়ান গেমস স্কোয়াড ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৭ রান। জবাবে ৮ উইকেটে ১৪৭ রানে থেমে যায় বাংলাদেশ টাইগার্স।
এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে ২৩ বলে ৩২ রান করেন ওপেনার জাকির হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ১২ বলে অপরাজিত ৩৩ রান করেন ৯ নম্বরে নামা রিশাদ হোসেন। ২৩ বলে অপরাজিত ২৯ রান আসে ইয়াসির আলি রাব্বির ব্যাট থেকে। ২১ বলে ২২ রান করেন শাহাদাত হোসেন দিপু। বাংলাদেশ টাইগার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার এনামুল হক। ২৬ রানে দুই উইকেট নেন সৌম্য।
জবাব দিতে নেমে ওপেনার সৌম্য ফেরেন গোল্ডেন ডাক মেরে। ব্যর্থ হন আরেক ওপেনার রনি তালুকদারও। ফেরেন ১০ রান করে। ৩ নম্বরে নেমে মুমিনুল হক করতে পেরেছেন ৮ রান। তবে ৪ ও ৫ নম্বরে ব্যাটিংয়ে নেমে রানের দেখা পান ইরফান শুক্কুর ও নুরুল হাসান সোহান। শুক্কুরের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৩৫ রান। সোহান খেলেছেন ৩৮ বলে ৪৮ রানের ইনিংস। এরপর আর কেউ দাঁড়াতে পারেনি। এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন পেসার রিপন মণ্ডল। আগামীকাল একই মাঠে হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

নিজেকে প্রমাণ করার কত সুযোগই তো হেলাফেলায় হাতছাড়া করলেন সৌম্য সরকার। কিন্তু তাঁর সামর্থ্য সম্পর্কে এখনো ইতিবাচক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আবারও সুযোগ পেয়েছেন। সিরিজের আগে ফর্মে ফিরতে পাওয়া আরেকটি দারুণ সুযোগও হাতছাড়া করলেন এই ব্যাটিং অলরাউন্ডার।
আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এশিয়ান গেমস স্কোয়াড ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে শুরু হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচেই ‘গোল্ডেন ডাক’ মারলেন সৌম্য।
এশিয়ান গেমস স্কোয়াডের কাছে সৌম্যর দল বাংলাদেশ টাইগার্সও হেরে গেছে ২০ রানে। গোল্ডেন ডাক মারলেও বল হাতে দুই উইকেট নিয়েছেন তিনি। আগে ব্যাটিং করে এশিয়ান গেমস স্কোয়াড ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৭ রান। জবাবে ৮ উইকেটে ১৪৭ রানে থেমে যায় বাংলাদেশ টাইগার্স।
এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে ২৩ বলে ৩২ রান করেন ওপেনার জাকির হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ১২ বলে অপরাজিত ৩৩ রান করেন ৯ নম্বরে নামা রিশাদ হোসেন। ২৩ বলে অপরাজিত ২৯ রান আসে ইয়াসির আলি রাব্বির ব্যাট থেকে। ২১ বলে ২২ রান করেন শাহাদাত হোসেন দিপু। বাংলাদেশ টাইগার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার এনামুল হক। ২৬ রানে দুই উইকেট নেন সৌম্য।
জবাব দিতে নেমে ওপেনার সৌম্য ফেরেন গোল্ডেন ডাক মেরে। ব্যর্থ হন আরেক ওপেনার রনি তালুকদারও। ফেরেন ১০ রান করে। ৩ নম্বরে নেমে মুমিনুল হক করতে পেরেছেন ৮ রান। তবে ৪ ও ৫ নম্বরে ব্যাটিংয়ে নেমে রানের দেখা পান ইরফান শুক্কুর ও নুরুল হাসান সোহান। শুক্কুরের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৩৫ রান। সোহান খেলেছেন ৩৮ বলে ৪৮ রানের ইনিংস। এরপর আর কেউ দাঁড়াতে পারেনি। এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন পেসার রিপন মণ্ডল। আগামীকাল একই মাঠে হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৫ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৬ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৭ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৭ ঘণ্টা আগে