
নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ অনেক আগেই দল ঘোষণা করেছে। গতকাল স্বাগতিক নিউজিল্যান্ড তাদের স্কোয়াড ঘোষণা করছে। তবে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
কেন উইলিয়ামসন, টিম সাউদি, ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়াই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা। এ ছাড়া চোটের কারণে নেই ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জিমি নিশামের মতো তারকারাও। অন্যদিকে নিজেকে এই সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্টও। ১৩ সদস্যের দলে বিশ্বকাপের মাত্র সাতজন খেলোয়াড় বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়েছেন।
সিনিয়ররা না থাকায় তিন নতুন মুখকে সুযোগ দিয়েছে নিউজিল্যান্ড। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার জশ ক্লার্কসন, ২২ বছর বয়সী পেসার উইল ও’রুর্কে ও ২১ বছর বয়সী আদি অশোক। এঁদের মধ্যে ইতিমধ্যে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে অশোকের। অবশ্য এই লেগ স্পিনারকে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য নেওয়া হয়েছে।
অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ১৭ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচটি হবে নেলসনে ২০ ডিসেম্বর। আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৩ ডিসেম্বর নেপিয়ারে।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল—
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, আদি অশোক (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ), জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (প্রথম ম্যাচ), উইল ইয়াং।

নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ অনেক আগেই দল ঘোষণা করেছে। গতকাল স্বাগতিক নিউজিল্যান্ড তাদের স্কোয়াড ঘোষণা করছে। তবে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
কেন উইলিয়ামসন, টিম সাউদি, ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়াই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা। এ ছাড়া চোটের কারণে নেই ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জিমি নিশামের মতো তারকারাও। অন্যদিকে নিজেকে এই সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্টও। ১৩ সদস্যের দলে বিশ্বকাপের মাত্র সাতজন খেলোয়াড় বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়েছেন।
সিনিয়ররা না থাকায় তিন নতুন মুখকে সুযোগ দিয়েছে নিউজিল্যান্ড। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার জশ ক্লার্কসন, ২২ বছর বয়সী পেসার উইল ও’রুর্কে ও ২১ বছর বয়সী আদি অশোক। এঁদের মধ্যে ইতিমধ্যে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে অশোকের। অবশ্য এই লেগ স্পিনারকে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য নেওয়া হয়েছে।
অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ১৭ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচটি হবে নেলসনে ২০ ডিসেম্বর। আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৩ ডিসেম্বর নেপিয়ারে।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল—
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, আদি অশোক (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ), জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (প্রথম ম্যাচ), উইল ইয়াং।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে