
ঘরের মাঠে সিরিজ হারার শঙ্কায় ছিল পাকিস্তান। শেষ পর্যন্ত অবশ্য সব শঙ্কা উড়িয়ে সিরিজে সমতায় ফিরছে স্বাগতিকেরা। সমতায় ফেরার ম্যাচে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে ৯ রানের জয় পেয়েছে পাকিস্তান। এতে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয়।
দলকে সমতায় ফেরানোর দিনে ৬৯ রানের ইনিংস খেলেছেন বাবর। পাকিস্তান অধিনায়ক ৪৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়। ইনিংসটি খেলার পথে গতকাল একটা রেকর্ড এবং দুটি মাইলফলক ছুঁয়েছেন তিনি। রেকর্ডটি হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ চার মারার।
১১৪ ম্যাচে ৪০৯ চারে এখন শীর্ষে বাবর। এই রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন পল স্টার্লিংকে। এত দিন ১৩৭ ম্যাচে ৪০৭ চার নিয়ে শীর্ষে ছিলেন আয়ারল্যান্ডের ওপেনার। আর মাইলফলক দুটি হচ্ছে— আন্তর্জাতিক ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ নেতৃত্ব দেওয়া এবং অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয় পাওয়ার।
দুটি মাইলফলকই অবশ্য নিজের করে নেওয়াটা এখন সময়ের ব্যাপার বাবরের। নিউজিল্যান্ডের বিপক্ষে টস করতে নেমেই অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ নেতৃত্ব দেওয়ার রেকর্ডে ভাগ বসিয়েছেন। এত দিন রেকর্ডটা ছিল অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চের। দুজনই এখন সমান ৭৬টি ম্যাচ দিয়ে যৌথভাবে শীর্ষে।
আর অধিনায়ক হিসেবে আইসিসির পূর্ণ সদস্যে দলের ম্যাচ জয়ের রেকর্ডটা নিজের দখলেই ছিল বাবরের। এবার সব মিলিয়ে যৌথভাবে সর্বোচ্চ হয়েছেন তিনি। তাঁর সঙ্গে ৪৪ জয় নিয়ে আছেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা।
বাবরের মতো রেকর্ড গড়েছেন শাহিন শাহ আফ্রিদিও। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ওভারে ৫০ উইকেট নেওয়া প্রথম বোলার তিনি। তাঁর মাইলফলকের উইকেটের শিকার কিউই ব্যাটার টম ব্ল্যান্ডেল। ৪৩ উইকেট নিয়ে তাঁর পরেই আছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার।

ঘরের মাঠে সিরিজ হারার শঙ্কায় ছিল পাকিস্তান। শেষ পর্যন্ত অবশ্য সব শঙ্কা উড়িয়ে সিরিজে সমতায় ফিরছে স্বাগতিকেরা। সমতায় ফেরার ম্যাচে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে ৯ রানের জয় পেয়েছে পাকিস্তান। এতে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয়।
দলকে সমতায় ফেরানোর দিনে ৬৯ রানের ইনিংস খেলেছেন বাবর। পাকিস্তান অধিনায়ক ৪৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়। ইনিংসটি খেলার পথে গতকাল একটা রেকর্ড এবং দুটি মাইলফলক ছুঁয়েছেন তিনি। রেকর্ডটি হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ চার মারার।
১১৪ ম্যাচে ৪০৯ চারে এখন শীর্ষে বাবর। এই রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন পল স্টার্লিংকে। এত দিন ১৩৭ ম্যাচে ৪০৭ চার নিয়ে শীর্ষে ছিলেন আয়ারল্যান্ডের ওপেনার। আর মাইলফলক দুটি হচ্ছে— আন্তর্জাতিক ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ নেতৃত্ব দেওয়া এবং অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয় পাওয়ার।
দুটি মাইলফলকই অবশ্য নিজের করে নেওয়াটা এখন সময়ের ব্যাপার বাবরের। নিউজিল্যান্ডের বিপক্ষে টস করতে নেমেই অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ নেতৃত্ব দেওয়ার রেকর্ডে ভাগ বসিয়েছেন। এত দিন রেকর্ডটা ছিল অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চের। দুজনই এখন সমান ৭৬টি ম্যাচ দিয়ে যৌথভাবে শীর্ষে।
আর অধিনায়ক হিসেবে আইসিসির পূর্ণ সদস্যে দলের ম্যাচ জয়ের রেকর্ডটা নিজের দখলেই ছিল বাবরের। এবার সব মিলিয়ে যৌথভাবে সর্বোচ্চ হয়েছেন তিনি। তাঁর সঙ্গে ৪৪ জয় নিয়ে আছেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা।
বাবরের মতো রেকর্ড গড়েছেন শাহিন শাহ আফ্রিদিও। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ওভারে ৫০ উইকেট নেওয়া প্রথম বোলার তিনি। তাঁর মাইলফলকের উইকেটের শিকার কিউই ব্যাটার টম ব্ল্যান্ডেল। ৪৩ উইকেট নিয়ে তাঁর পরেই আছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২৮ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে