Ajker Patrika

দাপুটে জয়ে শীর্ষস্থান মজবুত করল বরিশাল

ক্রীড়া ডেস্ক    
দাপুটে জয়ে শীর্ষস্থান মজবুত করল ফরচুন বরিশাল। ছবি: সৌজন্য
দাপুটে জয়ে শীর্ষস্থান মজবুত করল ফরচুন বরিশাল। ছবি: সৌজন্য

রংপুর রাইডার্সের হারে আজ মাঠে নামার আগেই লিগ টেবিলের শীর্ষে উঠে যায় ফরচুন বরিশাল। শীর্ষে ওঠা দলটির দোর্দণ্ড প্রতাপ দিনের দ্বিতীয় ম্যাচে দেখেছে ঢাকা ক্যাপিটালস। বরিশালের বোলিং দাপটে ১৫.৩ ওভারে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে ৬.৩ ওভারে বিপিএলের ১০ম সর্বনিম্ন স্কোর তাড়া করে ৯ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে বরিশাল।

ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে বরিশাল। সমান ম্যাচে দুই নম্বরে থাকা রংপুরের পয়েন্ট ১৬। ১১ ম্যাচে ঢাকার পয়েন্ট ৬। প্লে-অফের আর কোনো আশা রাইল না শাকিব খানের দলটির।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের ১১ তম ম্যাচে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও তানভীর ইসলামের অসাধারণ বোলিংয়ে ৭৩ রানেই অলআউট হয়ে যায় ঢাকা। দলের তিন ব্যাটার—লিটন দাস (১০), থিসারা পেরেরা (১৫) ও রনসফোর্ড বিটনই (১০) শুধু দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। বরিশালের বোলারদের মধ্যে নবি ৪ ওভারে ৯ রান দিয়ে ৩ টি, তানভীর ২ ওভারে ২ রান দিয়ে ৩টি এবং ফাহিম ১৫ রান দিয়ে শিকার করেছেন ৩টি উইকেট।

৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় বরিশাল। ৯ বলে ১৫ রানে ফেরেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় উইকেটে ২৫ বলে ৫৬ রানের জুটিতে অনায়াসে সারেন তামিম ইকবাল ও ডেভিড মালান। তামিম ১৪ বলে ২১ ও মালান ১৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ১ উইকেট হারিয়ে ৮১ বল হাতে রেখেই জিতে যায় রংপুর। ২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানভীর ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত