ক্রীড়া ডেস্ক

রংপুর রাইডার্সের হারে আজ মাঠে নামার আগেই লিগ টেবিলের শীর্ষে উঠে যায় ফরচুন বরিশাল। শীর্ষে ওঠা দলটির দোর্দণ্ড প্রতাপ দিনের দ্বিতীয় ম্যাচে দেখেছে ঢাকা ক্যাপিটালস। বরিশালের বোলিং দাপটে ১৫.৩ ওভারে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে ৬.৩ ওভারে বিপিএলের ১০ম সর্বনিম্ন স্কোর তাড়া করে ৯ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে বরিশাল।
ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে বরিশাল। সমান ম্যাচে দুই নম্বরে থাকা রংপুরের পয়েন্ট ১৬। ১১ ম্যাচে ঢাকার পয়েন্ট ৬। প্লে-অফের আর কোনো আশা রাইল না শাকিব খানের দলটির।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের ১১ তম ম্যাচে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও তানভীর ইসলামের অসাধারণ বোলিংয়ে ৭৩ রানেই অলআউট হয়ে যায় ঢাকা। দলের তিন ব্যাটার—লিটন দাস (১০), থিসারা পেরেরা (১৫) ও রনসফোর্ড বিটনই (১০) শুধু দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। বরিশালের বোলারদের মধ্যে নবি ৪ ওভারে ৯ রান দিয়ে ৩ টি, তানভীর ২ ওভারে ২ রান দিয়ে ৩টি এবং ফাহিম ১৫ রান দিয়ে শিকার করেছেন ৩টি উইকেট।
৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় বরিশাল। ৯ বলে ১৫ রানে ফেরেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় উইকেটে ২৫ বলে ৫৬ রানের জুটিতে অনায়াসে সারেন তামিম ইকবাল ও ডেভিড মালান। তামিম ১৪ বলে ২১ ও মালান ১৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ১ উইকেট হারিয়ে ৮১ বল হাতে রেখেই জিতে যায় রংপুর। ২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানভীর ইসলাম।

রংপুর রাইডার্সের হারে আজ মাঠে নামার আগেই লিগ টেবিলের শীর্ষে উঠে যায় ফরচুন বরিশাল। শীর্ষে ওঠা দলটির দোর্দণ্ড প্রতাপ দিনের দ্বিতীয় ম্যাচে দেখেছে ঢাকা ক্যাপিটালস। বরিশালের বোলিং দাপটে ১৫.৩ ওভারে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে ৬.৩ ওভারে বিপিএলের ১০ম সর্বনিম্ন স্কোর তাড়া করে ৯ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে বরিশাল।
ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে বরিশাল। সমান ম্যাচে দুই নম্বরে থাকা রংপুরের পয়েন্ট ১৬। ১১ ম্যাচে ঢাকার পয়েন্ট ৬। প্লে-অফের আর কোনো আশা রাইল না শাকিব খানের দলটির।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের ১১ তম ম্যাচে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও তানভীর ইসলামের অসাধারণ বোলিংয়ে ৭৩ রানেই অলআউট হয়ে যায় ঢাকা। দলের তিন ব্যাটার—লিটন দাস (১০), থিসারা পেরেরা (১৫) ও রনসফোর্ড বিটনই (১০) শুধু দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। বরিশালের বোলারদের মধ্যে নবি ৪ ওভারে ৯ রান দিয়ে ৩ টি, তানভীর ২ ওভারে ২ রান দিয়ে ৩টি এবং ফাহিম ১৫ রান দিয়ে শিকার করেছেন ৩টি উইকেট।
৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় বরিশাল। ৯ বলে ১৫ রানে ফেরেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় উইকেটে ২৫ বলে ৫৬ রানের জুটিতে অনায়াসে সারেন তামিম ইকবাল ও ডেভিড মালান। তামিম ১৪ বলে ২১ ও মালান ১৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ১ উইকেট হারিয়ে ৮১ বল হাতে রেখেই জিতে যায় রংপুর। ২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানভীর ইসলাম।

টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৪ মিনিট আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
২ ঘণ্টা আগে