
টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করে এরই মধ্যে বাংলাদেশ সফরে চলে এসেছে পাকিস্তান দল। তবুও বিশ্বকাপের আলোচনা এখনই শেষ হচ্ছে না! বিশেষ করে বাবর আজমকে টুর্নামেন্ট সেরার পুরস্কার না দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনা ডালপালা মেলছেই। এবার সেই দলে যোগ দিলেন ওয়াসিম আকরাম। তাঁর মতে, বেশি রান করলেই টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়া যায় না।
৩০৩ রান করে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক বাবর। দ্বিতীয় সর্বোচ্চ ২৮৯ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। বাবরের দল সেমিফাইনাল থেকে বিদায় নিলেও দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ওয়ার্নার। তবু রান-গড় সবকিছুতে ওয়ার্নারের চেয়ে এগিয়ে থাকায় বাবরকে টুর্নামেন্ট সেরা হিসেবে দেখছিলেন অনেকে।
এ ক্ষেত্রে সাবেক পাকিস্তান কিংবদন্তি আকরামের ভাষ্য, ‘বেশি রান করলেই এই পুরস্কার পাওয়া যায়, এমন নয়। একজনের পারফরম্যান্সের প্রভাব কতটা, সেটাও দেখা হয়। সেই পারফরম্যান্স দলের জয়ে কতটা ভূমিকা নিয়েছে, সেটা একটা ব্যাপার। ওয়ার্নার একার হাতে অস্ট্রেলিয়াকে অনেক ম্যাচে জিতিয়েছেন। তার ওপর ভর করে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।’
তবে আকরামের এক সময়ের সতীর্থ শোয়েব আখতার বাবরকে টুর্নামেন্ট সেরার পুরস্কার না দেওয়ায় আইসিসির কড়া সমালোচনা করেছিলেন। সাবেক এই পাকিস্তান গতিতারকার মতে, ‘ওয়ার্নার নন, বাবরেরই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া উচিত ছিল।’
এই পুরস্কারটির বিচারক হিসেবে ছিলেন তিন ধারাভাষ্যকার ইয়ান বিশপ, শেন ওয়াটসন ও নাতালি জার্মানস। তাঁদের সঙ্গে ছিলেন দুই সাংবাদিক উইজডনের সম্পাদক লরেন্স বুথ ও শাহিদ হাশমি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করে এরই মধ্যে বাংলাদেশ সফরে চলে এসেছে পাকিস্তান দল। তবুও বিশ্বকাপের আলোচনা এখনই শেষ হচ্ছে না! বিশেষ করে বাবর আজমকে টুর্নামেন্ট সেরার পুরস্কার না দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনা ডালপালা মেলছেই। এবার সেই দলে যোগ দিলেন ওয়াসিম আকরাম। তাঁর মতে, বেশি রান করলেই টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়া যায় না।
৩০৩ রান করে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক বাবর। দ্বিতীয় সর্বোচ্চ ২৮৯ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। বাবরের দল সেমিফাইনাল থেকে বিদায় নিলেও দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ওয়ার্নার। তবু রান-গড় সবকিছুতে ওয়ার্নারের চেয়ে এগিয়ে থাকায় বাবরকে টুর্নামেন্ট সেরা হিসেবে দেখছিলেন অনেকে।
এ ক্ষেত্রে সাবেক পাকিস্তান কিংবদন্তি আকরামের ভাষ্য, ‘বেশি রান করলেই এই পুরস্কার পাওয়া যায়, এমন নয়। একজনের পারফরম্যান্সের প্রভাব কতটা, সেটাও দেখা হয়। সেই পারফরম্যান্স দলের জয়ে কতটা ভূমিকা নিয়েছে, সেটা একটা ব্যাপার। ওয়ার্নার একার হাতে অস্ট্রেলিয়াকে অনেক ম্যাচে জিতিয়েছেন। তার ওপর ভর করে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।’
তবে আকরামের এক সময়ের সতীর্থ শোয়েব আখতার বাবরকে টুর্নামেন্ট সেরার পুরস্কার না দেওয়ায় আইসিসির কড়া সমালোচনা করেছিলেন। সাবেক এই পাকিস্তান গতিতারকার মতে, ‘ওয়ার্নার নন, বাবরেরই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া উচিত ছিল।’
এই পুরস্কারটির বিচারক হিসেবে ছিলেন তিন ধারাভাষ্যকার ইয়ান বিশপ, শেন ওয়াটসন ও নাতালি জার্মানস। তাঁদের সঙ্গে ছিলেন দুই সাংবাদিক উইজডনের সম্পাদক লরেন্স বুথ ও শাহিদ হাশমি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৮ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৯ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১০ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১০ ঘণ্টা আগে