নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেস্টের পর টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। এশিয়া কাপে তাঁর নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। এই মহাদেশীয় লড়াই শুরুর আগে অধিনায়ক সাকিবকে নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এতে টুর্নামেন্টে জয়েরও স্বপ্ন দেখছেন তিনি।
আজ মিরপুরে ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ কথা বলেন পাপন। লম্বা সময় ধরে ২০ ওভারের ক্রিকেটে ব্যর্থ বাংলাদেশ। সাফল্য পেতে কাঠামোগত পরিবর্তন আনতে চায় বিসিবি। সেসব বিষয় নিয়েই আলোচনায় বসেছিল তারা।
অনুশীলনের ফাঁকে সাকিবের সঙ্গে কি কথা হয়েছে জানতে চাইলে পাপন বলেছেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, সব খেলোয়াড়ের সঙ্গেই হয়। সোহান, লিটনের সঙ্গেও হয়। আমি তো মোটামুটি সবার সঙ্গে কথা বলি। আজকে এমনিতে জানতে চাচ্ছিলাম ওর কী মনে হচ্ছে। একটা জিনিস দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো সব সময় আত্মবিশ্বাস থাকে। এখন এই আত্মবিশ্বাস থাকাটা জরুরি, মানে জিততে পারব।’
জয়-পরাজয়ের চেয়ে আত্মবিশ্বাসকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বিসিবি প্রধান। পাপনের মতে, ‘হারা-জেতা নিয়ে আমার কথা না, কিন্তু খেলার মধ্যে জিততে পারব বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি দেখতে পেয়েছি, আমি খুশি। ওখানে অপশন কী হতে পারে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে হারা-জেতা বড় কথা না, এবার ভালো খেলার চেষ্টা করবে।’
বৈঠকে কি ধরনের আলোচনা হয়েছিল তা নিয়ে পাপনের ব্যাখ্যা, ‘টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী না। কি করা যায় এটা নিয়ে ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। পুরো মানসিকতা, চিন্তাধারা সবকিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি এই এশিয়া কাপে। আমরা দেখতে চাই নতুন করে শুরু করা যায় কিনা।’

টেস্টের পর টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। এশিয়া কাপে তাঁর নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। এই মহাদেশীয় লড়াই শুরুর আগে অধিনায়ক সাকিবকে নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এতে টুর্নামেন্টে জয়েরও স্বপ্ন দেখছেন তিনি।
আজ মিরপুরে ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ কথা বলেন পাপন। লম্বা সময় ধরে ২০ ওভারের ক্রিকেটে ব্যর্থ বাংলাদেশ। সাফল্য পেতে কাঠামোগত পরিবর্তন আনতে চায় বিসিবি। সেসব বিষয় নিয়েই আলোচনায় বসেছিল তারা।
অনুশীলনের ফাঁকে সাকিবের সঙ্গে কি কথা হয়েছে জানতে চাইলে পাপন বলেছেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, সব খেলোয়াড়ের সঙ্গেই হয়। সোহান, লিটনের সঙ্গেও হয়। আমি তো মোটামুটি সবার সঙ্গে কথা বলি। আজকে এমনিতে জানতে চাচ্ছিলাম ওর কী মনে হচ্ছে। একটা জিনিস দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো সব সময় আত্মবিশ্বাস থাকে। এখন এই আত্মবিশ্বাস থাকাটা জরুরি, মানে জিততে পারব।’
জয়-পরাজয়ের চেয়ে আত্মবিশ্বাসকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বিসিবি প্রধান। পাপনের মতে, ‘হারা-জেতা নিয়ে আমার কথা না, কিন্তু খেলার মধ্যে জিততে পারব বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি দেখতে পেয়েছি, আমি খুশি। ওখানে অপশন কী হতে পারে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে হারা-জেতা বড় কথা না, এবার ভালো খেলার চেষ্টা করবে।’
বৈঠকে কি ধরনের আলোচনা হয়েছিল তা নিয়ে পাপনের ব্যাখ্যা, ‘টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী না। কি করা যায় এটা নিয়ে ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। পুরো মানসিকতা, চিন্তাধারা সবকিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি এই এশিয়া কাপে। আমরা দেখতে চাই নতুন করে শুরু করা যায় কিনা।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৭ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে