Ajker Patrika

মহতী উদ্যোগে সবার সমর্থন চান সাকিব

মহতী উদ্যোগে সবার সমর্থন চান সাকিব

ক্যানসার নিয়ে সচেতনতা সৃষ্টি করতে ভালোই কাজ করছেন সাকিব আল হাসান। দেশের মতো বিদেশেও এবার ক্যানসার ফাউন্ডেশন খুললেন তিনি। 

লন্ডনে ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশনের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গতকাল। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইটিং হলে গালা ডিনারে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাকিব আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দেন। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, ‘এই অনুষ্ঠানে আসায় আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেকেই বলছেন, এটা চিরস্থায়ী অংশীদারত্ব। আশা করি, এই জুটি দীর্ঘদিন এগোবে। আমরা সবাই একসঙ্গে কাজ করব। এই মহতী উদ্যোগে সবার সহযোগিতা চাইছি।’ এই ফাউন্ডেশন নিয়ে কথা বলেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও। এক ভিডিও বার্তায় ক্যানসারে নিজের বাবা–মা হারানোর কথা উল্লেখ করেন শিশির। 

এর আগে ২৪ মার্চ ঢাকার পাঁচতারকা হোটেলে রেডিসন ব্লুতে সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন উদ্বোধন করেন। নিজের ৩৬ তম জন্মদিনের দিন ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশের এই অলরাউন্ডার। উদ্বোধনী অনুষ্ঠানে অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর সঞ্চালকের ভূমিকায় ছিলেন নাজমুল আবেদীন ফাহিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত