
বাস ডি লিডের আগুনে বোলিংয়ে পাকিস্তানের পুরো ৫০ ওভার ব্যাটিং করা নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত পারেনি পাকিস্তানও। তবে নেদারল্যান্ডসকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ২৮৬ রানে অলআউট হয়েছে বাবর আজমের দল।
রানপ্রসবা উইকেটে টস হেরে আজ ব্যাটিং পেয়েছে পাকিস্তান। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ দিতে শুরু করেন সতীর্থরা। ইনিংসের চতুর্থ ওভারেই লোগান ফন বিক ফেরান ফখর জামানকে। ওভারের চতুর্থ বলে ফখর ড্রাইভ করতে গেলে কট এন্ড বোল্ড করেন ফন বিক। ১৫ বলে ১২ রান করেছেন ফখর। এরপর উইকেটে এসেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি বাবর আজম। নবম ওভারের তৃতীয় বলে ডাচ অফস্পিনার কলিন অ্যাকারমানকে পুল করতে যান বাবর। শর্ট মিডউইকেটে দুর্দান্ত ক্যাচ ধরেছেন সাকিব জুলফিকার। ৫ রান করেছেন পাকিস্তান অধিনায়ক।
বাবর ফেরার পরপরই বিদায় নেন ইমাম উল হক। দশম ওভারের প্রথম বলে পল ফন মিকেরেনকে পুল করতে যান ওপেনার ইমাম। ডিপ ফাইন লেগে সহজ ক্যাচ ধরেন আরিয়ান দত্ত। ১৫ রান করেন পাকিস্তানের এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। ৯.১ ওভারে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৩৮ রান। সেখান থেকেই চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ফিফটি করেছেন শাকিল। চতুর্থ উইকেটে রিজওয়ানের সঙ্গে ১১৪ বলে ১২০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন শাকিল। শাকিলকে ফিরিয়ে জুটি ভাঙেন আরিয়ান। ৫২ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৮ রান করেন পাকিস্তানের বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার।
রিজওয়ান-শাকিলের জুটি ভাঙার পর সাময়িক ধস নামে পাকিস্তানের ইনিংসে। ১৫৮ থেকে ১৮৮-৩০ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় পাকিস্তানি। বাবরের দলের মিডল অর্ডার ধসিয়ে দেন ডি লিড। অসাধারণ এক ডেলিভারিতে রিজওয়ানকে বোল্ড করেছেন ডাচ অলরাউন্ডার। ৭৫ বলে ৮ চারে ৬৮ রান করেন রিজওয়ান। রিজওয়ানের পরইফতিখার আহমেদকেও দ্রুত ফিরিয়েছেন ডি লিড। কাট শট খেলতে গিয়ে ডাচ উইকেটরক্ষক স্কট এডওয়ার্ডসের তালুবন্দী হয়েছেন ইফতিখার।
৩২ ওভারে ৬ উইকেট হারানো পাকিস্তান এরপর দিশা খুঁজে পায় লেট মিডল অর্ডারে দারুণ এক জুটিতে। সপ্তম উইকেটে ৭০ বলে ৬৪ রানের জুটি গড়েছেন শাদাব খান-মোহাম্মদ নওয়াজ। ৪৪ তম ওভারের চতুর্থ বলে শাদাবকে বোল্ড করে জুটি ভেঙেছেন ডি লিড। পরের বলে হাসান আলিকে এলবিডব্লু করেছেন ডি লিড। এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক প্রায় করেই ফেলেছিলেন ডাচ অলরাউন্ডার। তবে ওভারের শেষ বলে তাঁর (ডি লিড) অসাধারণ এক ইয়র্কার দারুণভাবে ঠেকিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
শাদাব, হাসানের জোড়া উইকেট হারানোর মাঝে এক প্রান্ত আগলে খেলছিলেন নওয়াজ। তবে হাস্যকর এক রান আউটে কাটা পড়েছেন নওয়াজ। ৪৭ তম ওভারের দ্বিতীয় বল করেন অ্যাকারমান। রিভার্স সুইপ করতে গিয়ে বল চলে যায় শর্ট ফাইন লেগে। এরপর ওভার থ্রো হলে দ্রুত সিঙ্গেল নেওয়ার জন্য দৌড় দেন শাহিন ও নওয়াজ। স্ট্রাইক এন্ডে নওয়াজ পৌঁছার আগেই রান আউট হয়ে যান। পাকিস্তানি এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ৪৩ বলে ৪ চারে ৩৯ রান করেন।
এক ওভার বিরতিতে বোলিংয়ে আসেন অ্যাকারমান। ৪৯ তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে হারিস রউফের কাছে চার ও ছক্কা হজম করেন অ্যাকারমান। মারেন। পরের বলে শট খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হয়েছেন রউফ। তাতে ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৬৮ রান করে পাকিস্তানের ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ রান স্কোরার রিজওয়ান ও শাকিল। ডাচ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ডি লিড।

বাস ডি লিডের আগুনে বোলিংয়ে পাকিস্তানের পুরো ৫০ ওভার ব্যাটিং করা নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত পারেনি পাকিস্তানও। তবে নেদারল্যান্ডসকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ২৮৬ রানে অলআউট হয়েছে বাবর আজমের দল।
রানপ্রসবা উইকেটে টস হেরে আজ ব্যাটিং পেয়েছে পাকিস্তান। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ দিতে শুরু করেন সতীর্থরা। ইনিংসের চতুর্থ ওভারেই লোগান ফন বিক ফেরান ফখর জামানকে। ওভারের চতুর্থ বলে ফখর ড্রাইভ করতে গেলে কট এন্ড বোল্ড করেন ফন বিক। ১৫ বলে ১২ রান করেছেন ফখর। এরপর উইকেটে এসেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি বাবর আজম। নবম ওভারের তৃতীয় বলে ডাচ অফস্পিনার কলিন অ্যাকারমানকে পুল করতে যান বাবর। শর্ট মিডউইকেটে দুর্দান্ত ক্যাচ ধরেছেন সাকিব জুলফিকার। ৫ রান করেছেন পাকিস্তান অধিনায়ক।
বাবর ফেরার পরপরই বিদায় নেন ইমাম উল হক। দশম ওভারের প্রথম বলে পল ফন মিকেরেনকে পুল করতে যান ওপেনার ইমাম। ডিপ ফাইন লেগে সহজ ক্যাচ ধরেন আরিয়ান দত্ত। ১৫ রান করেন পাকিস্তানের এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। ৯.১ ওভারে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৩৮ রান। সেখান থেকেই চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ফিফটি করেছেন শাকিল। চতুর্থ উইকেটে রিজওয়ানের সঙ্গে ১১৪ বলে ১২০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন শাকিল। শাকিলকে ফিরিয়ে জুটি ভাঙেন আরিয়ান। ৫২ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৮ রান করেন পাকিস্তানের বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার।
রিজওয়ান-শাকিলের জুটি ভাঙার পর সাময়িক ধস নামে পাকিস্তানের ইনিংসে। ১৫৮ থেকে ১৮৮-৩০ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় পাকিস্তানি। বাবরের দলের মিডল অর্ডার ধসিয়ে দেন ডি লিড। অসাধারণ এক ডেলিভারিতে রিজওয়ানকে বোল্ড করেছেন ডাচ অলরাউন্ডার। ৭৫ বলে ৮ চারে ৬৮ রান করেন রিজওয়ান। রিজওয়ানের পরইফতিখার আহমেদকেও দ্রুত ফিরিয়েছেন ডি লিড। কাট শট খেলতে গিয়ে ডাচ উইকেটরক্ষক স্কট এডওয়ার্ডসের তালুবন্দী হয়েছেন ইফতিখার।
৩২ ওভারে ৬ উইকেট হারানো পাকিস্তান এরপর দিশা খুঁজে পায় লেট মিডল অর্ডারে দারুণ এক জুটিতে। সপ্তম উইকেটে ৭০ বলে ৬৪ রানের জুটি গড়েছেন শাদাব খান-মোহাম্মদ নওয়াজ। ৪৪ তম ওভারের চতুর্থ বলে শাদাবকে বোল্ড করে জুটি ভেঙেছেন ডি লিড। পরের বলে হাসান আলিকে এলবিডব্লু করেছেন ডি লিড। এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক প্রায় করেই ফেলেছিলেন ডাচ অলরাউন্ডার। তবে ওভারের শেষ বলে তাঁর (ডি লিড) অসাধারণ এক ইয়র্কার দারুণভাবে ঠেকিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
শাদাব, হাসানের জোড়া উইকেট হারানোর মাঝে এক প্রান্ত আগলে খেলছিলেন নওয়াজ। তবে হাস্যকর এক রান আউটে কাটা পড়েছেন নওয়াজ। ৪৭ তম ওভারের দ্বিতীয় বল করেন অ্যাকারমান। রিভার্স সুইপ করতে গিয়ে বল চলে যায় শর্ট ফাইন লেগে। এরপর ওভার থ্রো হলে দ্রুত সিঙ্গেল নেওয়ার জন্য দৌড় দেন শাহিন ও নওয়াজ। স্ট্রাইক এন্ডে নওয়াজ পৌঁছার আগেই রান আউট হয়ে যান। পাকিস্তানি এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ৪৩ বলে ৪ চারে ৩৯ রান করেন।
এক ওভার বিরতিতে বোলিংয়ে আসেন অ্যাকারমান। ৪৯ তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে হারিস রউফের কাছে চার ও ছক্কা হজম করেন অ্যাকারমান। মারেন। পরের বলে শট খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হয়েছেন রউফ। তাতে ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৬৮ রান করে পাকিস্তানের ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ রান স্কোরার রিজওয়ান ও শাকিল। ডাচ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ডি লিড।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৩ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৭ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৭ ঘণ্টা আগে