নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্রিকেট এখনো চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। আম্পায়ারিংয়ের কোর্স করছেন। আসতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। এবার তিনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে পেয়েছেন কোচের স্বীকৃতি।
আইসিসির লেভেল-৩ কোচের সার্টিফিকেট আজ পেয়েছেন আশরাফুল। এক বছরেরও বেশি সময়ের সাধনার পর ক্রিকেটের অভিভাবক সংস্থার থেকে এমন স্বীকৃতি পেলেন তিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) আয়োজনে দুবাইয়ে আইসিসি ক্রিকেট কোচেস কোচিংয়ে ‘লেভেল থ্রি সার্টিফাইড’ হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দুবাই থেকে আজকের পত্রিকাকে আশরাফুল বলেন, ‘এই সার্টিফিকেট পাওয়ার মাধ্যমে আমার একটি স্বপ্ন পূরণ হলো। এখন আরও ভালোভাবে ক্রিকেটের সঙ্গে একনিষ্ঠ হয়ে কাজ কারতে পারব। আমার দেশে কোনো দলের হয়ে কাজের সুযোগ পেলে কাজ করব।’
গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এসিবির সেই কোর্সে কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকেও। লেভেল থ্রি কোচের স্বীকৃতি পাওয়ার সুখবর আশরাফুল আজ সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ৪০ বছর বয়সী এই ক্রিকেটার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে যে দুটি ছবি পোস্ট করেছেন, দুটিতেই আছেন বুলবুল। ক্যাপশনে আশরাফুল লিখেছেন,‘আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে অত্যন্ত আনন্দিত হয়ে আমি জানাচ্ছি যে আনুষ্ঠানিকভাবে আইসিসির লেভেল থ্রি কোচ হয়েছি। এই অর্জন আমাদের ক্রিকেটের প্রতি প্যাশনের একটা সাক্ষী। ধারাবাহিকভাবে উন্নতি করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার দক্ষতা সবার সঙ্গে শেয়ার করতে আমি মুখিয়ে আছি। অন্যদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর অনুপ্রেরণা দিতে আমি প্রস্তুত। ইনশা আল্লাহ,ক্রিকেটের উন্নয়ন এবং বিকাশে অবদান রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’
এর আগে ২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীন লেভেল-২ কোচিং কোর্স করেছিলেন আশরাফুল। আর টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলে লেভেল-১ কোচিং কোর্স না করলেও চলে।

ক্রিকেট এখনো চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। আম্পায়ারিংয়ের কোর্স করছেন। আসতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। এবার তিনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে পেয়েছেন কোচের স্বীকৃতি।
আইসিসির লেভেল-৩ কোচের সার্টিফিকেট আজ পেয়েছেন আশরাফুল। এক বছরেরও বেশি সময়ের সাধনার পর ক্রিকেটের অভিভাবক সংস্থার থেকে এমন স্বীকৃতি পেলেন তিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) আয়োজনে দুবাইয়ে আইসিসি ক্রিকেট কোচেস কোচিংয়ে ‘লেভেল থ্রি সার্টিফাইড’ হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দুবাই থেকে আজকের পত্রিকাকে আশরাফুল বলেন, ‘এই সার্টিফিকেট পাওয়ার মাধ্যমে আমার একটি স্বপ্ন পূরণ হলো। এখন আরও ভালোভাবে ক্রিকেটের সঙ্গে একনিষ্ঠ হয়ে কাজ কারতে পারব। আমার দেশে কোনো দলের হয়ে কাজের সুযোগ পেলে কাজ করব।’
গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এসিবির সেই কোর্সে কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকেও। লেভেল থ্রি কোচের স্বীকৃতি পাওয়ার সুখবর আশরাফুল আজ সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ৪০ বছর বয়সী এই ক্রিকেটার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে যে দুটি ছবি পোস্ট করেছেন, দুটিতেই আছেন বুলবুল। ক্যাপশনে আশরাফুল লিখেছেন,‘আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে অত্যন্ত আনন্দিত হয়ে আমি জানাচ্ছি যে আনুষ্ঠানিকভাবে আইসিসির লেভেল থ্রি কোচ হয়েছি। এই অর্জন আমাদের ক্রিকেটের প্রতি প্যাশনের একটা সাক্ষী। ধারাবাহিকভাবে উন্নতি করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার দক্ষতা সবার সঙ্গে শেয়ার করতে আমি মুখিয়ে আছি। অন্যদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর অনুপ্রেরণা দিতে আমি প্রস্তুত। ইনশা আল্লাহ,ক্রিকেটের উন্নয়ন এবং বিকাশে অবদান রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’
এর আগে ২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীন লেভেল-২ কোচিং কোর্স করেছিলেন আশরাফুল। আর টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলে লেভেল-১ কোচিং কোর্স না করলেও চলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৮ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৮ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
১০ ঘণ্টা আগে