Ajker Patrika

১১ বছর আগে করা নিজের ভবিষ্যদ্বাণী সত্যি করে বিজয়ের ইতিহাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৮: ৩৩
হার না মানা সেঞ্চুরিতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ছেন বিজয়। ছবি: সৌজন্য
হার না মানা সেঞ্চুরিতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ছেন বিজয়। ছবি: সৌজন্য

ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪।

১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন এই ব্যাটার। যা দেশের ক্রিকেট ইতিহাসে একক কীর্তি।

বিজয়ের ইতিহাস গড়ার দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৭ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। বিকেএসপিতে আজ ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে ২২৩ রানের লক্ষ্য তাড়ায় বিজয় খেলেছেন ১০৫ বলের হার না মানা এক ইনিংস। ১ ছক্কা ও ১০টি চারে ১১০ রানে অপরাজিত থাকেন তিনি। চলতি প্রিমিয়ার লিগে এটি বিজয়ের তৃতীয় সেঞ্চুরি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৭৬৬ রান নিয়ে শীর্ষে আছেন তিনি।

এর আগে সকালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ দারুণ শুরু পায় সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ব্যাটে। উদ্বোধনী জুটিতে ১০১ রান যোগ করেন তাঁরা। সাইফ করেন ৫২, তামিমের ব্যাটে আসে ৬৮ রান। তবে এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৯.২ ওভারে ২২৩ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জ। মাঝের দিকে অধিনায়ক আকবর আলী ২৯, আফিফ হোসেন ধ্রুব ৩২ এবং মেহেদী হাসান মারুফ ১৭ রান করে কিছুটা লড়াই করেন।

গাজী গ্রুপের হয়ে স্পিনার শেখ পারভেজ জীবন ৩৬ রানে ৫ উইকেট শিকার করেন। ওয়াসি সিদ্দিক নেন ২ উইকেট।

লক্ষ্য তাড়ায় বিজয়ের নেতৃত্বে আত্মবিশ্বাসী শুরু পায় গাজী। সাদিকুর রহমানের সঙ্গে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৮১ রান। সাদিকুর ৩৬ রানে বিদায় নিলে বিজয় ছোট ছোট জুটি গড়েন শামসুর রহমান শুভ, সাব্বির রহমান শিকদার ও মোহাম্মদ সালমান হোসেন ইমনের সঙ্গে। ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে গিয়ে ৪১ তম ওভারে নিশ্চিত করেন জয়।

সুপার লিগে গাজী গ্রুপের এটি প্রথম জয়। এর আগে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিএল মেথডে ৩ উইকেটে হেরেছিল বিজয়ের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত