ক্রীড়া ডেস্ক

জাতীয় দলকে গুরুত্ব দিতে আইপিএলে এবারের আসর থেকে নিজেকে সরিয়ে নেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের মারকুটে ব্যাটারের এমন সিদ্ধান্ত বেশ চমক জাগানিয়া। কেননা এর ফলে আগামী দুই বছর আইপিএলে খেলতে পারবেন না তিনি।
আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর কোনো বিদেশি খেলোয়াড় যদি টুর্নামেন্ট শুরুর আগে চোট ব্যতীত কোনো কারণে নিজেকে সরিয়ে নেয়, তাহলে তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হবে। ব্রুককেও সেই বার্তা পৌঁছে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিষয়টি নিশ্চিত করে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘নীতি অনুয়ায়ী, দুই বছরের নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক বার্তা ব্রুক ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে পাঠানো হয়েছে। গত বছর নিলামে নাম নিবন্ধনের সময় এই নিয়ম প্রত্যেক খেলোয়াড়কেই জানানো হয়েছিল। এই নিয়ম বোর্ড নির্ধারণ করেছে এবং সবারই তা মানতে হবে।’
আইপিএলে গত আসরেও নাম সরিয়ে নেন ব্রুক। সেবার তাঁকে ৪ কোটি রুপি দিয়ে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। এবারও দিল্লির হয়েই খেলার কথা ছিল তাঁর। গত বছর মেগা নিলামে এই ব্যাটারের জন্য ৬ কোটি ২৫ লাখ রুপি দাম হাঁকায় দিল্লি।
আইপিএলে না খেলা প্রসঙ্গে ইনস্টাগ্রামে ব্রুক লেখেন ‘আমি আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি দিল্লি ক্যাপিটালস এবং তাদের সমর্থকদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ক্রিকেট ভালোবাসি। ছোটবেলা থেকেই আমার দেশের হয়ে খেলার স্বপ্ন ছিল এবং এই স্তরে আমার প্রিয় খেলাটি খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।’
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির কারণে সাদা বলে ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়েছেন জস বাটলার। তাঁর উত্তরসূরি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ব্রুক। তিন ফরম্যাটে ভারতের নিয়মিত ক্রিকেটার তিনি। আইপিএল অবশ্য একবারই খেলেছেন। ২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১১ ম্যাচে ১ সেঞ্চুরিসহ কেবল ১৯০ রান করেন তিনি। সেবার তাঁকে ১৩ কোটি ২৫ লাখ রুপি দিয়ে কিনেছিল হায়দরাবাদ।

জাতীয় দলকে গুরুত্ব দিতে আইপিএলে এবারের আসর থেকে নিজেকে সরিয়ে নেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের মারকুটে ব্যাটারের এমন সিদ্ধান্ত বেশ চমক জাগানিয়া। কেননা এর ফলে আগামী দুই বছর আইপিএলে খেলতে পারবেন না তিনি।
আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর কোনো বিদেশি খেলোয়াড় যদি টুর্নামেন্ট শুরুর আগে চোট ব্যতীত কোনো কারণে নিজেকে সরিয়ে নেয়, তাহলে তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হবে। ব্রুককেও সেই বার্তা পৌঁছে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিষয়টি নিশ্চিত করে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘নীতি অনুয়ায়ী, দুই বছরের নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক বার্তা ব্রুক ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে পাঠানো হয়েছে। গত বছর নিলামে নাম নিবন্ধনের সময় এই নিয়ম প্রত্যেক খেলোয়াড়কেই জানানো হয়েছিল। এই নিয়ম বোর্ড নির্ধারণ করেছে এবং সবারই তা মানতে হবে।’
আইপিএলে গত আসরেও নাম সরিয়ে নেন ব্রুক। সেবার তাঁকে ৪ কোটি রুপি দিয়ে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। এবারও দিল্লির হয়েই খেলার কথা ছিল তাঁর। গত বছর মেগা নিলামে এই ব্যাটারের জন্য ৬ কোটি ২৫ লাখ রুপি দাম হাঁকায় দিল্লি।
আইপিএলে না খেলা প্রসঙ্গে ইনস্টাগ্রামে ব্রুক লেখেন ‘আমি আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি দিল্লি ক্যাপিটালস এবং তাদের সমর্থকদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ক্রিকেট ভালোবাসি। ছোটবেলা থেকেই আমার দেশের হয়ে খেলার স্বপ্ন ছিল এবং এই স্তরে আমার প্রিয় খেলাটি খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।’
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির কারণে সাদা বলে ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়েছেন জস বাটলার। তাঁর উত্তরসূরি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ব্রুক। তিন ফরম্যাটে ভারতের নিয়মিত ক্রিকেটার তিনি। আইপিএল অবশ্য একবারই খেলেছেন। ২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১১ ম্যাচে ১ সেঞ্চুরিসহ কেবল ১৯০ রান করেন তিনি। সেবার তাঁকে ১৩ কোটি ২৫ লাখ রুপি দিয়ে কিনেছিল হায়দরাবাদ।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে