Ajker Patrika

আইপিএলে দুই বছর নিষিদ্ধ ইংলিশ তারকা

ক্রীড়া ডেস্ক    
আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্রুক। ছবি: এক্স
আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্রুক। ছবি: এক্স

জাতীয় দলকে গুরুত্ব দিতে আইপিএলে এবারের আসর থেকে নিজেকে সরিয়ে নেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের মারকুটে ব্যাটারের এমন সিদ্ধান্ত বেশ চমক জাগানিয়া। কেননা এর ফলে আগামী দুই বছর আইপিএলে খেলতে পারবেন না তিনি।

আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর কোনো বিদেশি খেলোয়াড় যদি টুর্নামেন্ট শুরুর আগে চোট ব্যতীত কোনো কারণে নিজেকে সরিয়ে নেয়, তাহলে তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হবে। ব্রুককেও সেই বার্তা পৌঁছে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিষয়টি নিশ্চিত করে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘নীতি অনুয়ায়ী, দুই বছরের নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক বার্তা ব্রুক ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে পাঠানো হয়েছে। গত বছর নিলামে নাম নিবন্ধনের সময় এই নিয়ম প্রত্যেক খেলোয়াড়কেই জানানো হয়েছিল। এই নিয়ম বোর্ড নির্ধারণ করেছে এবং সবারই তা মানতে হবে।’

আইপিএলে গত আসরেও নাম সরিয়ে নেন ব্রুক। সেবার তাঁকে ৪ কোটি রুপি দিয়ে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। এবারও দিল্লির হয়েই খেলার কথা ছিল তাঁর। গত বছর মেগা নিলামে এই ব্যাটারের জন্য ৬ কোটি ২৫ লাখ রুপি দাম হাঁকায় দিল্লি।

আইপিএলে না খেলা প্রসঙ্গে ইনস্টাগ্রামে ব্রুক লেখেন ‘আমি আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি দিল্লি ক্যাপিটালস এবং তাদের সমর্থকদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ক্রিকেট ভালোবাসি। ছোটবেলা থেকেই আমার দেশের হয়ে খেলার স্বপ্ন ছিল এবং এই স্তরে আমার প্রিয় খেলাটি খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।’

এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির কারণে সাদা বলে ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়েছেন জস বাটলার। তাঁর উত্তরসূরি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ব্রুক। তিন ফরম্যাটে ভারতের নিয়মিত ক্রিকেটার তিনি। আইপিএল অবশ্য একবারই খেলেছেন। ২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১১ ম্যাচে ১ সেঞ্চুরিসহ কেবল ১৯০ রান করেন তিনি। সেবার তাঁকে ১৩ কোটি ২৫ লাখ রুপি দিয়ে কিনেছিল হায়দরাবাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত