
২০২৩ বিশ্বকাপ সামনে রেখে অনেক ক্রিকেট বোদ্ধাই ভবিষ্যদ্বাণী করছেন। সেমিফাইনালিস্ট চার দল নিয়ে ভবিষ্যদ্বাণীর ক্ষেত্রে পার্থক্য থাকলেও ভারতকে রেখেছেন প্রায় অনেকেই। কেননা, এবারের বিশ্বকাপের আয়োজক যে ভারত। মাইকেল ভন তো বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ভারতকেই সমীহ করছেন।
বিশ্বকাপের আগে ভারত কীভাবে নিজেদের ঝালিয়ে নিচ্ছে, তা তাদের পারফরম্যান্সেই স্পষ্ট। শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ২০২৩ এশিয়া কাপ জিতেছে ভারত। একই টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও উড়িয়ে দিয়েছে ভারত। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে ছিলেন না রোহিত শর্মা-বিরাট কোহলির মতো দুই তারকা ব্যাটার। তাদের অনুপস্থিতিতে শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াডের মতো তরুণেরা দারুণ খেলেছেন, যার মধ্যে গিল এ বছর ওয়ানডেতে পাঁচ সেঞ্চুরি করেছেন।
তাছাড়া স্বাগতিক দল হিসেবে এ বছর ভারতও খেলছে দুর্দান্ত। ঘরের মাঠে এ বছর ১১ ওয়ানডে খেলে জিতেছে ৯ ম্যাচে। দলীয়, ব্যক্তিগত পারফরম্যান্স—সব যখন কথা বলছে ভারতের পক্ষে, ভনও ভারতকেই শক্তিশালী দল মনে করছেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক টুইট করেছেন, ‘আমার কাছে এটা পুরো পরিষ্কার। ভারতকে যারা হারাবে, তারাই বিশ্বকাপ জিতবে। ভারতের মাঠে ভারতের ব্যাটিং লাইনআপ দারুণ। একই সঙ্গে তাদের অনেক ভালো বোলারও আছে।’
২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত। ভারতের ইতিহাসে এটাই সর্বশেষ কোনো আইসিসি ইভেন্ট। এরপর ১০ বছরে আইসিসি ইভেন্টের নকআউট পর্বে ভারত হোঁচট খেয়েছে ৮ বার, যার মধ্যে চারবার হয়েছে রানার্সআপ, আর চারবার বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকেই। তবে গত তিন বিশ্বকাপ দেখে ভারত চাইলে আশাবাদী হতেই পারে। ২০১১, ২০১৫ ও ২০১৯ তিন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তিনটা দলই স্বাগতিক দল হিসেবেই ফাইনাল খেলেছে।

২০২৩ বিশ্বকাপ সামনে রেখে অনেক ক্রিকেট বোদ্ধাই ভবিষ্যদ্বাণী করছেন। সেমিফাইনালিস্ট চার দল নিয়ে ভবিষ্যদ্বাণীর ক্ষেত্রে পার্থক্য থাকলেও ভারতকে রেখেছেন প্রায় অনেকেই। কেননা, এবারের বিশ্বকাপের আয়োজক যে ভারত। মাইকেল ভন তো বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ভারতকেই সমীহ করছেন।
বিশ্বকাপের আগে ভারত কীভাবে নিজেদের ঝালিয়ে নিচ্ছে, তা তাদের পারফরম্যান্সেই স্পষ্ট। শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ২০২৩ এশিয়া কাপ জিতেছে ভারত। একই টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও উড়িয়ে দিয়েছে ভারত। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে ছিলেন না রোহিত শর্মা-বিরাট কোহলির মতো দুই তারকা ব্যাটার। তাদের অনুপস্থিতিতে শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াডের মতো তরুণেরা দারুণ খেলেছেন, যার মধ্যে গিল এ বছর ওয়ানডেতে পাঁচ সেঞ্চুরি করেছেন।
তাছাড়া স্বাগতিক দল হিসেবে এ বছর ভারতও খেলছে দুর্দান্ত। ঘরের মাঠে এ বছর ১১ ওয়ানডে খেলে জিতেছে ৯ ম্যাচে। দলীয়, ব্যক্তিগত পারফরম্যান্স—সব যখন কথা বলছে ভারতের পক্ষে, ভনও ভারতকেই শক্তিশালী দল মনে করছেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক টুইট করেছেন, ‘আমার কাছে এটা পুরো পরিষ্কার। ভারতকে যারা হারাবে, তারাই বিশ্বকাপ জিতবে। ভারতের মাঠে ভারতের ব্যাটিং লাইনআপ দারুণ। একই সঙ্গে তাদের অনেক ভালো বোলারও আছে।’
২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত। ভারতের ইতিহাসে এটাই সর্বশেষ কোনো আইসিসি ইভেন্ট। এরপর ১০ বছরে আইসিসি ইভেন্টের নকআউট পর্বে ভারত হোঁচট খেয়েছে ৮ বার, যার মধ্যে চারবার হয়েছে রানার্সআপ, আর চারবার বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকেই। তবে গত তিন বিশ্বকাপ দেখে ভারত চাইলে আশাবাদী হতেই পারে। ২০১১, ২০১৫ ও ২০১৯ তিন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তিনটা দলই স্বাগতিক দল হিসেবেই ফাইনাল খেলেছে।

ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড সিরিজ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলছে একই সমান্তরালে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল এবার মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। তবে জিমি নিশামের কাছে ভারত সিরিজের চেয়ে বিপিএলের গুরুত্ব বেশি।
২ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কোনোভাবেই ভারতে দল পাঠাবে না সংস্থাটি। শেষ পর্যন্ত বিসিবি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসিও বিকল্প ভেবে রেখেছে। আইসিসির সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এএফপি।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। যদি বাংলাদেশ না খেলে, সেক্ষেত্রে পাকিস্তানও বিশ্বকাপে খেলবে না বলে গতকাল পাকিস্তানি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তাতে সালমান আলী আগা-ফাহিম আশরাফদের বিশ্বকাপ বয়কট
৪ ঘণ্টা আগে