
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সময়টা ভালো যাচ্ছে মন্ট্রিয়ল টাইগার্সের। টরন্টো ন্যাশনালসকে গতকাল ২৩ রানে হারিয়েছে মন্ট্রিয়ল। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মন্ট্রিয়ল।
অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে নিয়ম করে গতকালও এসেছিল বৃষ্টি। বৃষ্টির বাগড়ায় বাতিল হয়ে গেছে দিনের প্রথম ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ব্রাম্পটন উলভস ও মিসিসাউগা প্যানথার্সের। খেলা হওয়ার কিঞ্চিৎ সম্ভাবনা থাকলেও আউটফিল্ড ভেজা থাকায় একটা বলও মাঠে গড়ায়নি। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মন্ট্রিয়ল টাইগার্স ও টরন্টো ন্যাশনালস। এ ম্যাচেও হানা দেয় বেরসিক বৃষ্টি। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৬ ওভারে। এই ম্যাচে মন্ট্রিয়ল টাইগার্সের একাদশে ছিলেন না সাকিব আল হাসান। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেন টাইগার্সের দুই ওপেনার ক্রিস লিন ও মুহাম্মদ ওয়াসিম। ২৬ বলে ৬৩ রানের জুটি গড়েন লিন ও ওয়াসিম। ওয়াসিমকে ফিরিয়ে জুটি ভাঙেন ফাহিম আশরাফ। ৬ ওভারে ২ উইকেটে ৭৭ রান করে মন্ট্রিয়ল। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন টাইগার্স অধিনায়ক লিন। এরপর রান তাড়া করতে নেমে ৬ ওভারে ২ উইকেটে আটকে যায় টরন্টো। মন্ট্রিয়লের ২৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন লিন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ১৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন।
ব্রাম্পটন উলভসকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে মন্ট্রিয়ল। টাইগার্সের পয়েন্ট এখন ৯। ৬ ম্যাচে ৪টি জিতেছে, হেরেছে ১ ম্যাচ ও বৃষ্টিতে ১ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উলভস। পয়েন্ট তালিকার সেরা চার দল খেলবে দ্বিতীয় রাউন্ডে।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত খেলছেন সাকিব। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে ৪ ম্যাচে ২৫.৫০ গড় ও ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ১০২ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আছেন ৭ নম্বরে। বোলিংয়ে ৭ ইকোনমিতে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
২০২৩ গ্লোবাল টি-টোয়েন্টি লিগের পয়েন্ট টেবিল:
মন্ট্রিয়ল টাইগার্স: ৯ পয়েন্ট
ব্রাম্পটন উলভস: ৮ পয়েন্ট
সারে জাগুয়ার্স: ৬ পয়েন্ট
টরন্টো ন্যাশনালস: ৫ পয়েন্ট
ভ্যাঙ্কুভার নাইটস: ৫ পয়েন্ট
মিসিসাউগা প্যানথার্স: ০ পয়েন্ট

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সময়টা ভালো যাচ্ছে মন্ট্রিয়ল টাইগার্সের। টরন্টো ন্যাশনালসকে গতকাল ২৩ রানে হারিয়েছে মন্ট্রিয়ল। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মন্ট্রিয়ল।
অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে নিয়ম করে গতকালও এসেছিল বৃষ্টি। বৃষ্টির বাগড়ায় বাতিল হয়ে গেছে দিনের প্রথম ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ব্রাম্পটন উলভস ও মিসিসাউগা প্যানথার্সের। খেলা হওয়ার কিঞ্চিৎ সম্ভাবনা থাকলেও আউটফিল্ড ভেজা থাকায় একটা বলও মাঠে গড়ায়নি। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মন্ট্রিয়ল টাইগার্স ও টরন্টো ন্যাশনালস। এ ম্যাচেও হানা দেয় বেরসিক বৃষ্টি। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৬ ওভারে। এই ম্যাচে মন্ট্রিয়ল টাইগার্সের একাদশে ছিলেন না সাকিব আল হাসান। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেন টাইগার্সের দুই ওপেনার ক্রিস লিন ও মুহাম্মদ ওয়াসিম। ২৬ বলে ৬৩ রানের জুটি গড়েন লিন ও ওয়াসিম। ওয়াসিমকে ফিরিয়ে জুটি ভাঙেন ফাহিম আশরাফ। ৬ ওভারে ২ উইকেটে ৭৭ রান করে মন্ট্রিয়ল। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন টাইগার্স অধিনায়ক লিন। এরপর রান তাড়া করতে নেমে ৬ ওভারে ২ উইকেটে আটকে যায় টরন্টো। মন্ট্রিয়লের ২৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন লিন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ১৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন।
ব্রাম্পটন উলভসকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে মন্ট্রিয়ল। টাইগার্সের পয়েন্ট এখন ৯। ৬ ম্যাচে ৪টি জিতেছে, হেরেছে ১ ম্যাচ ও বৃষ্টিতে ১ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উলভস। পয়েন্ট তালিকার সেরা চার দল খেলবে দ্বিতীয় রাউন্ডে।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত খেলছেন সাকিব। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে ৪ ম্যাচে ২৫.৫০ গড় ও ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ১০২ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আছেন ৭ নম্বরে। বোলিংয়ে ৭ ইকোনমিতে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
২০২৩ গ্লোবাল টি-টোয়েন্টি লিগের পয়েন্ট টেবিল:
মন্ট্রিয়ল টাইগার্স: ৯ পয়েন্ট
ব্রাম্পটন উলভস: ৮ পয়েন্ট
সারে জাগুয়ার্স: ৬ পয়েন্ট
টরন্টো ন্যাশনালস: ৫ পয়েন্ট
ভ্যাঙ্কুভার নাইটস: ৫ পয়েন্ট
মিসিসাউগা প্যানথার্স: ০ পয়েন্ট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৫ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৬ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৭ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৭ ঘণ্টা আগে