Ajker Patrika

বিপিএল শুরুর আগমুহূর্তে বিসিবিতে ভাঙচুর

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৮: ১৫
বিপিএল শুরুর কয়েক ঘণ্টা আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে দর্শকদের বিক্ষোভ করতে দেখা গেছে। ছবি: আজকের পত্রিকা
বিপিএল শুরুর কয়েক ঘণ্টা আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে দর্শকদের বিক্ষোভ করতে দেখা গেছে। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট নিয়ে পুরোনো ঝামেলাটা থেকেই গেল। টুর্নামেন্টের আগের দিন ও শুরুর দিন—দুই দিনই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে ভক্ত-সমর্থকদের বিক্ষোভ দেখা গেছে। উদ্বোধনী ম্যাচ হওয়া নিয়েও দেখা দিয়েছে সংশয়।

ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী ম্যাচ দিয়ে মিরপুরে আজ বেলা দেড়টায় শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর। তামিম ইকবাল নেতৃত্ব দেবেন বরিশালকে। টুর্নামেন্টে রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। কিন্তু ১১তম বিপিএল শুরু হতে যখন দুই ঘণ্টাও বাকি নেই, সেই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের মূল ফটকের সামনে দেখা গেছে মানুষের জটলা। মূল ফটক আটকে টিকিটপ্রত্যাশীরা বিক্ষোভ করছেন। বিক্ষুব্ধ জনতা গেট ভাঙচুর করেছেন। ব্যানার-ফেস্টুনও ছিঁড়ে ফেলেছেন। এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ সময় এক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছেন। এ নিয়ে ক্রিকেটাররা উদ্বিগ্ন।

বিপিএলের টিকিট কীভাবে, কত টাকায় পাওয়া যাবে, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। মিরপুর ১১, মতিঝিল, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর, উত্তরা, পল্টন স্কাউট বিল্ডিং—মধুমতি ব্যাংকের এই সাত শাখায় আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। তারপরও টিকিট নিয়ে এই চরম বিশৃঙ্খলা চলছেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত