নাজমুল আবেদীন ফাহিম

সাকিব আল হাসান আমাদের দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। সবচেয়ে সেরা পারফরমার। সাকিবের সুযোগ হয়েছে বিশ্বজুড়ে, বিশ্ব ঘুরে খেলার। অনেক দলের হয়ে খেলার সুযোগ হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগে। সেখানে অনেক বড় বড় অধিনায়ক ও কোচের সঙ্গে ওঠা-বসার সুযোগ হয়েছে তার।
সাকিব যেহেতু ইতিমধ্যে দুটো সংস্করণে (টেস্ট ও টি-টোয়েন্টি) অধিনায়কত্ব করে। সে নিশ্চয়ই লক্ষ্য করেছে, স্বাভাবিকভাবে এটা আসবেই, অন্য দল কীভাবে পরিচালিত হয়। অধিনায়কেরা কীভাবে কাজ করে, কোচরা কীভাবে কাজ করে, সেখানে খেলোয়াড়েরা কিসের মধ্য দিয়ে যায়–সবকিছুর অভিজ্ঞতা সাকিবের মতো আর কারওই নেই।
বিশ্বে এখন যেসব অভিজ্ঞতম খেলোয়াড় আছে, তাদের মধ্যে হাতেগোনা দু-একজন আছে সাকিবের মতো। এসব কিছু বিবেচনা করলে, আমার মনে হয় তামিম ইকবাল না থাকায় সাকিবই একমাত্র এখন…। যেহেতু মুশফিকও অধিনায়কত্ব করছে না, রিয়াদের (মাহমুদউল্লাহ) ব্যাপারটা একরকম অনিশ্চিত। ও-ই (সাকিব) একমাত্র সেরা পছন্দ আমাদের দলের অধিনায়কত্ব করার জন্য।
অধিনায়কের হলো দুটি ব্যাপার। একটি হলো সাকিবের নিজের পারফরম্যান্স। আরেকটি হলো, সে দলকে কোথায় নিয়ে যেতে পারবে। সে হচ্ছে দলের মধ্যে ওই মানুষটা, যে দলটাকে সবচেয়ে ভালো পারফরম্যান্স করানোর যোগ্যতা যার আছে অধিনায়ক হিসেবে। সেই দিক থেকে আশা করছি, দল হিসেবে খেলা আদায় করতে পারবে এবং আমাদের এই বিশ্বকাপকে ঘিরে যে স্বপ্ন, সেটা সে পূরণ করতে পারবে। ভালো ক্রিকেট খেলতে পারবে।
আর ব্যক্তিগত পারফরম্যান্স বললে, ফিফটি ওভারে এটাই সম্ভবত ওর শেষ বিশ্বকাপ। নিশ্চয়ই ওর চেষ্টা থাকবে (ভালো কিছু করতে)। ও নিজে খেলার মধ্যে আছে, এখনো খেলছে। নিশ্চয় নিজেও কিছু চাইবে, ২০১৯ বিশ্বকাপে আমরা যেটা দেখেছিলাম। একটা লক্ষ্য নিশ্চয় সে স্থির করবে–একটা নিজের জন্য এবং দলের জন্য। আমার মনে হয় ভালো লাগবে।

সাকিব আল হাসান আমাদের দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। সবচেয়ে সেরা পারফরমার। সাকিবের সুযোগ হয়েছে বিশ্বজুড়ে, বিশ্ব ঘুরে খেলার। অনেক দলের হয়ে খেলার সুযোগ হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগে। সেখানে অনেক বড় বড় অধিনায়ক ও কোচের সঙ্গে ওঠা-বসার সুযোগ হয়েছে তার।
সাকিব যেহেতু ইতিমধ্যে দুটো সংস্করণে (টেস্ট ও টি-টোয়েন্টি) অধিনায়কত্ব করে। সে নিশ্চয়ই লক্ষ্য করেছে, স্বাভাবিকভাবে এটা আসবেই, অন্য দল কীভাবে পরিচালিত হয়। অধিনায়কেরা কীভাবে কাজ করে, কোচরা কীভাবে কাজ করে, সেখানে খেলোয়াড়েরা কিসের মধ্য দিয়ে যায়–সবকিছুর অভিজ্ঞতা সাকিবের মতো আর কারওই নেই।
বিশ্বে এখন যেসব অভিজ্ঞতম খেলোয়াড় আছে, তাদের মধ্যে হাতেগোনা দু-একজন আছে সাকিবের মতো। এসব কিছু বিবেচনা করলে, আমার মনে হয় তামিম ইকবাল না থাকায় সাকিবই একমাত্র এখন…। যেহেতু মুশফিকও অধিনায়কত্ব করছে না, রিয়াদের (মাহমুদউল্লাহ) ব্যাপারটা একরকম অনিশ্চিত। ও-ই (সাকিব) একমাত্র সেরা পছন্দ আমাদের দলের অধিনায়কত্ব করার জন্য।
অধিনায়কের হলো দুটি ব্যাপার। একটি হলো সাকিবের নিজের পারফরম্যান্স। আরেকটি হলো, সে দলকে কোথায় নিয়ে যেতে পারবে। সে হচ্ছে দলের মধ্যে ওই মানুষটা, যে দলটাকে সবচেয়ে ভালো পারফরম্যান্স করানোর যোগ্যতা যার আছে অধিনায়ক হিসেবে। সেই দিক থেকে আশা করছি, দল হিসেবে খেলা আদায় করতে পারবে এবং আমাদের এই বিশ্বকাপকে ঘিরে যে স্বপ্ন, সেটা সে পূরণ করতে পারবে। ভালো ক্রিকেট খেলতে পারবে।
আর ব্যক্তিগত পারফরম্যান্স বললে, ফিফটি ওভারে এটাই সম্ভবত ওর শেষ বিশ্বকাপ। নিশ্চয়ই ওর চেষ্টা থাকবে (ভালো কিছু করতে)। ও নিজে খেলার মধ্যে আছে, এখনো খেলছে। নিশ্চয় নিজেও কিছু চাইবে, ২০১৯ বিশ্বকাপে আমরা যেটা দেখেছিলাম। একটা লক্ষ্য নিশ্চয় সে স্থির করবে–একটা নিজের জন্য এবং দলের জন্য। আমার মনে হয় ভালো লাগবে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে