
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এই জয়ে যে আশার পারদ চড়েছিল, সেটিতে নিমেষেই ধস। পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হার—সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পরের ছয় ম্যাচে জিততেই হবে সাকিব আল হাসানদের।
সেই আশা নিয়ে আগামীকাল পুনেতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে অধিনায়ক সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, সাকিব ব্যাটিং অনুশীলন করেছেন। বাংলাদেশ কোচ বলেন, ‘গতকাল তার ভালো ব্যাটিং সেশন হয়েছে, আজকে আমরা তার স্ক্যান ফলের জন্য অপেক্ষা করছি। সে এখনো বোলিং করেনি। আমরা তাকে আগামীকাল দেখব, এবং সিদ্ধান্ত নেব। যদি সে খেলার জন্য প্রস্তুত না হয়, আমরা ঝুঁকি নেব না। তবে আগামীকাল তার খেলার সুযোগ রয়েছে।’
আজ সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন হাথুরু। দলের প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এলোমেলো হইনি। আমরা এখনো প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমি জানি, খেলোয়াড়েরা ভালো করতে চায়। ব্যাটিং গ্রুপের পরিপূর্ণ পারফরম্যান্স দেখা যায়নি। আশা করি, এই ম্যাচে, যেহেতু আমরা সত্যিই একটি ভালো পিচে খেলছি, আগামীকাল একটি পুরোপুরি ব্যাটিং পারফরম্যান্স আশা করছি।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এই জয়ে যে আশার পারদ চড়েছিল, সেটিতে নিমেষেই ধস। পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হার—সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পরের ছয় ম্যাচে জিততেই হবে সাকিব আল হাসানদের।
সেই আশা নিয়ে আগামীকাল পুনেতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে অধিনায়ক সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, সাকিব ব্যাটিং অনুশীলন করেছেন। বাংলাদেশ কোচ বলেন, ‘গতকাল তার ভালো ব্যাটিং সেশন হয়েছে, আজকে আমরা তার স্ক্যান ফলের জন্য অপেক্ষা করছি। সে এখনো বোলিং করেনি। আমরা তাকে আগামীকাল দেখব, এবং সিদ্ধান্ত নেব। যদি সে খেলার জন্য প্রস্তুত না হয়, আমরা ঝুঁকি নেব না। তবে আগামীকাল তার খেলার সুযোগ রয়েছে।’
আজ সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন হাথুরু। দলের প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এলোমেলো হইনি। আমরা এখনো প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমি জানি, খেলোয়াড়েরা ভালো করতে চায়। ব্যাটিং গ্রুপের পরিপূর্ণ পারফরম্যান্স দেখা যায়নি। আশা করি, এই ম্যাচে, যেহেতু আমরা সত্যিই একটি ভালো পিচে খেলছি, আগামীকাল একটি পুরোপুরি ব্যাটিং পারফরম্যান্স আশা করছি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
২ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৬ ঘণ্টা আগে