Ajker Patrika

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করছেন রিশাদ-শরীফুলরাও

ক্রীড়া ডেস্ক    
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফেসবুকে পোস্ট দিয়েছেন রিশাদ-শরীফুল। ছবি: এএফপি
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফেসবুকে পোস্ট দিয়েছেন রিশাদ-শরীফুল। ছবি: এএফপি

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় তোলপাড় সারা দেশ। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ধর্ষকের শাস্তির দাবিতে চলছে প্রতিবাদ। এই প্রতিবাদে শামিল হলেন দেশের ক্রিকেটাররাও।

সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে রিশাদ হোসেন, শরীফুল ইসলামরা ধর্ষণের বিচারের দাবি করছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রিশাদ লিখেছেন, ‘নারী মানে কোনো বস্তু নয়, সে একজন মানুষ—সমান অধিকার ও সম্মানের দাবিদার। সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে।সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই কেবল আমরা একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে পারব, যেখানে নারী ও পুরুষ সমানভাবে শান্তি ও মর্যাদার সাথে বসবাস করতে পারবো।আসুন ধর্ষনের প্রতিবাদে সবাই সোচ্চার হই। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

রিশাদের মতে প্রতিবাদ না করলে ধর্ষণের মতো ভয়ংকর অপরাধ নিয়মিত ঘটবে। ২২ বছর বয়সী বাংলাদেশের লেগস্পিনার লিখেছেন, ‘ধর্ষণ একটি ভয়ংকর অপরাধ, যা শুধু একজন নারীর জীবন নয়, সমগ্র সমাজকেই আহত করে। আমাদের নীরবতা অপরাধীদের শক্তিশালী করে তোলে। তাই এখনই সময় প্রতিবাদ করার।’

মাগুরার শিশু ধর্ষণ নিয়ে শরীফুল গত রাতে প্রতিবাদ জানিয়েছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এই বাঁহাতি পেসার লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আজকের সমাজে ধর্ষণ একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু একজন নারী বা শিশুর জীবনই নষ্ট করে না, সমগ্র সমাজকে কলঙ্কিত করে। আমাদের সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং ধর্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাতে হবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত