
রেকর্ড ভাঙা-গড়ার খেলাই তো নিয়মিত চলে ক্রীড়াঙ্গনে। ইন্দোনেশিয়ার রোমালিয়া রোমালিয়া নামের নারী ক্রিকেটার গতকাল ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বই। ছেলেদের, মেয়েদের—সবার আন্তর্জাতিক ক্রিকেট মিলে একমাত্র রেকর্ডটি হয়েছে তাঁরই হাত ধরে।
বালির উদয়না ক্রিকেট ক্লাবে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে গতকালে মুখোমুখি হয়েছে ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়া নারী ক্রিকেট দল। মঙ্গোলিয়াকে একাই নাচিয়ে ছেড়েছেন রোমালিয়া। কোনো রান খরচ না করে নেন ৭ উইকেট। বোলিং করেছেন ৩.৩ ওভার। ছেলেদের ও মেয়েদের সবার আন্তর্জাতিক ক্রিকেট মিলে ০ রানে ৭ উইকেট নেওয়ার ঘটনা এবারই প্রথম।
রোমালিয়ার প্রথম শিকার মঙ্গোলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক সেন্দসুরেন আরিউনসেতসেং। অধিনায়ককে ফেরানোর পর একে একে রোমালিয়া ফেরান মিডল অর্ডারের তিন ব্যাটার জারগালসাইকান এরদেনেসুভ, গানসুক আরজুইন ও ওদজায়া এরদেনেবাতারকে। লোয়ার অর্ডারও দ্রুত ধসিয়ে দেন রোমালিয়া। বাতসেতসেগ নামুনজুল, বাতসোগ নারাঙ্গেরেল ও মেন্দবায়ার এনখুজুলকে। রোমালিয়ার ৭ উইকেটের তিনটিতেই ক্যাচ ধরেন ইন্দোনেশিয়ার উইকেটরক্ষক ত্রি জানুয়ার্তি পেনু উইও। মঙ্গোলিয়া অলআউট হয় ২৪ রানে। ইন্দোনেশিয়ার ১২৭ রানে জয়ের দিন ম্যাচসেরা বিশ্বরেকর্ড গড়া রোমালিয়া। দুর্দান্ত বোলিং করা রোমালিয়া ব্যাটিংয়েও করেছেন ১৫ বলে ১৩ রান। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইন্দোনেশিয়া অধিনায়ক নি ওয়ান সারিয়ানি। স্বাগতিকেরা নির্ধারিত ২০ ওভারে করেছে ৫ উইকেটে ১৫১ রান। ওপেনার নি পুতু আয়ু নন্দ সাকারিনির ৬১ রানই ইনিংস সর্বোচ্চ। ৪৪ বলে মেরেছেন ৬ চার ও ১ ছক্কা।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার ঘটনা এ নিয়ে ঘটেছে তিনবার। ৭ উইকেট নেওয়া বাকি দুই বোলার ফেডেরিক ওভারডিজক ও অ্যালিসন স্টকস। কোনো রান না দিয়ে সেরা বোলিংয়ের কীর্তি আগে ছিল নেপালের অঞ্জলি চাঁদের। মালদ্বীপ নারী দলের বিপক্ষে ২০১৯ সালে ০ রানে ৬ উইকেট নেন অঞ্জলি।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা পাঁচ বোলিং
দল উইকেট রান প্রতিপক্ষ সাল
রোমালিয়া রোমালিয়া ইন্দোনেশিয়া ৭ ০ মঙ্গোলিয়া ২০২৪
ফেডেরিক ওভারডিজক নেদারল্যান্ডস ৭ ৩ ফ্রান্স ২০২১
অ্যালিসন স্টকস আর্জেন্টিনা ৭ ৩ পেরু ২০২২
অঞ্জলি চাঁদ নেপাল ৬ ০ মালদ্বীপ ২০১৯
গোয়াবিলওয়ে মাতোমে বতসোয়ানা ৬ ১ লেসোথো ২০২৩

রেকর্ড ভাঙা-গড়ার খেলাই তো নিয়মিত চলে ক্রীড়াঙ্গনে। ইন্দোনেশিয়ার রোমালিয়া রোমালিয়া নামের নারী ক্রিকেটার গতকাল ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বই। ছেলেদের, মেয়েদের—সবার আন্তর্জাতিক ক্রিকেট মিলে একমাত্র রেকর্ডটি হয়েছে তাঁরই হাত ধরে।
বালির উদয়না ক্রিকেট ক্লাবে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে গতকালে মুখোমুখি হয়েছে ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়া নারী ক্রিকেট দল। মঙ্গোলিয়াকে একাই নাচিয়ে ছেড়েছেন রোমালিয়া। কোনো রান খরচ না করে নেন ৭ উইকেট। বোলিং করেছেন ৩.৩ ওভার। ছেলেদের ও মেয়েদের সবার আন্তর্জাতিক ক্রিকেট মিলে ০ রানে ৭ উইকেট নেওয়ার ঘটনা এবারই প্রথম।
রোমালিয়ার প্রথম শিকার মঙ্গোলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক সেন্দসুরেন আরিউনসেতসেং। অধিনায়ককে ফেরানোর পর একে একে রোমালিয়া ফেরান মিডল অর্ডারের তিন ব্যাটার জারগালসাইকান এরদেনেসুভ, গানসুক আরজুইন ও ওদজায়া এরদেনেবাতারকে। লোয়ার অর্ডারও দ্রুত ধসিয়ে দেন রোমালিয়া। বাতসেতসেগ নামুনজুল, বাতসোগ নারাঙ্গেরেল ও মেন্দবায়ার এনখুজুলকে। রোমালিয়ার ৭ উইকেটের তিনটিতেই ক্যাচ ধরেন ইন্দোনেশিয়ার উইকেটরক্ষক ত্রি জানুয়ার্তি পেনু উইও। মঙ্গোলিয়া অলআউট হয় ২৪ রানে। ইন্দোনেশিয়ার ১২৭ রানে জয়ের দিন ম্যাচসেরা বিশ্বরেকর্ড গড়া রোমালিয়া। দুর্দান্ত বোলিং করা রোমালিয়া ব্যাটিংয়েও করেছেন ১৫ বলে ১৩ রান। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইন্দোনেশিয়া অধিনায়ক নি ওয়ান সারিয়ানি। স্বাগতিকেরা নির্ধারিত ২০ ওভারে করেছে ৫ উইকেটে ১৫১ রান। ওপেনার নি পুতু আয়ু নন্দ সাকারিনির ৬১ রানই ইনিংস সর্বোচ্চ। ৪৪ বলে মেরেছেন ৬ চার ও ১ ছক্কা।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার ঘটনা এ নিয়ে ঘটেছে তিনবার। ৭ উইকেট নেওয়া বাকি দুই বোলার ফেডেরিক ওভারডিজক ও অ্যালিসন স্টকস। কোনো রান না দিয়ে সেরা বোলিংয়ের কীর্তি আগে ছিল নেপালের অঞ্জলি চাঁদের। মালদ্বীপ নারী দলের বিপক্ষে ২০১৯ সালে ০ রানে ৬ উইকেট নেন অঞ্জলি।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা পাঁচ বোলিং
দল উইকেট রান প্রতিপক্ষ সাল
রোমালিয়া রোমালিয়া ইন্দোনেশিয়া ৭ ০ মঙ্গোলিয়া ২০২৪
ফেডেরিক ওভারডিজক নেদারল্যান্ডস ৭ ৩ ফ্রান্স ২০২১
অ্যালিসন স্টকস আর্জেন্টিনা ৭ ৩ পেরু ২০২২
অঞ্জলি চাঁদ নেপাল ৬ ০ মালদ্বীপ ২০১৯
গোয়াবিলওয়ে মাতোমে বতসোয়ানা ৬ ১ লেসোথো ২০২৩

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৭ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৮ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৮ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৯ ঘণ্টা আগে