
চ্যারিটি টুর্নামেন্টেও নিজেদের রাগটা সংবরণ করতে পারলেন না ভারতের বিশ্বকাপজয়ী সাবেক দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও শ্রীশান্থ। জাতীয় দল থেকে অবসর নেওয়া খেলোয়াড়দের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট ‘লিজেন্ডস লিগ ক্রিকেটে’ নিজেদের পুরোনো রূপটাই যেন দেখালেন ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
গতকাল ইন্ডিয়া ক্যাপিটালস ও গুজরাট জায়ান্টসের এলিমিনেটর ম্যাচে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন গম্ভীর-শ্রীশান্থ। ম্যাচের প্রথম ওভারেই ঘটনাটি ঘটে। ওপেনিংয়ে নামা গম্ভীর পর পর ছক্কা ও চার মারার পর ডট বল খেললে ভারতের সাবেক ব্যাটারের দিকে তাকিয়ে কিছু একটা বলেন শ্রীশান্থ। এতে করে ভারতের সাবেক দুই ক্রিকেটারের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা দুজনকে শান্ত করেন।
ম্যাচ শেষে বাদানুবাদের বিষয়টি পরিষ্কার করতে গিয়ে গম্ভীরকে খোঁচা মেরেছেন শ্রীশান্থ। সাবেক পেসারের মতে, গম্ভীর সতীর্থদের সঙ্গে ঝগড়া করে, কখনো সিনিয়রদের সম্মান করে না। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘মিস্টার ফাইটারের সঙ্গে যা হয়েছে তা পরিষ্কার করতে চাই। সে এমন একজন যে কোনো কারণ ছাড়াই সতীর্থদের সঙ্গে সব সময় ঝগড়া করে। বীরু (বীরেন্দর শেবাগ) ভাইয়ের মতো সিনিয়র ক্রিকেটারদেরও সম্মান করে না। আজও ঠিক সেটাই ঘটেছে। কোনো প্ররোচনা ছাড়াই আমাকে একটানা খুব খারাপ কিছু বলে যাচ্ছিল। মিস্টার গম্ভীরের যা বলা উচিত ছিল না।’
গম্ভীর-শ্রীশান্থ দুজনই একাধিকবার সতীর্থ কিংবা প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে ঝগড়া করেছেন। সর্বশেষ আইপিএলে তো বিরাট কোহলির সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন গম্ভীর। অন্যদিকে বহুবছর আগে বাদানুবাদের এক পর্যায়ে সাবেক সতীর্থ হরভজন সিংয়ের হাতে চড়ও খেয়েছিলেন শ্রীশান্থ।
এলিমিনেটর ম্যাচে ১২ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীশান্থের দল গুজরাট জায়ান্টার্স। গম্ভীরের নেতৃত্বাধীন দল দিল্লি ক্যাপিটালসের ২৩৭ রানের বিপরীতে ২১১ রান করে গুজরাট। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন গম্ভীর। অন্যদিকে ৩৫ রানে ১ উইকেট নেন শ্রীশান্থ।

চ্যারিটি টুর্নামেন্টেও নিজেদের রাগটা সংবরণ করতে পারলেন না ভারতের বিশ্বকাপজয়ী সাবেক দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও শ্রীশান্থ। জাতীয় দল থেকে অবসর নেওয়া খেলোয়াড়দের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট ‘লিজেন্ডস লিগ ক্রিকেটে’ নিজেদের পুরোনো রূপটাই যেন দেখালেন ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
গতকাল ইন্ডিয়া ক্যাপিটালস ও গুজরাট জায়ান্টসের এলিমিনেটর ম্যাচে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন গম্ভীর-শ্রীশান্থ। ম্যাচের প্রথম ওভারেই ঘটনাটি ঘটে। ওপেনিংয়ে নামা গম্ভীর পর পর ছক্কা ও চার মারার পর ডট বল খেললে ভারতের সাবেক ব্যাটারের দিকে তাকিয়ে কিছু একটা বলেন শ্রীশান্থ। এতে করে ভারতের সাবেক দুই ক্রিকেটারের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা দুজনকে শান্ত করেন।
ম্যাচ শেষে বাদানুবাদের বিষয়টি পরিষ্কার করতে গিয়ে গম্ভীরকে খোঁচা মেরেছেন শ্রীশান্থ। সাবেক পেসারের মতে, গম্ভীর সতীর্থদের সঙ্গে ঝগড়া করে, কখনো সিনিয়রদের সম্মান করে না। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘মিস্টার ফাইটারের সঙ্গে যা হয়েছে তা পরিষ্কার করতে চাই। সে এমন একজন যে কোনো কারণ ছাড়াই সতীর্থদের সঙ্গে সব সময় ঝগড়া করে। বীরু (বীরেন্দর শেবাগ) ভাইয়ের মতো সিনিয়র ক্রিকেটারদেরও সম্মান করে না। আজও ঠিক সেটাই ঘটেছে। কোনো প্ররোচনা ছাড়াই আমাকে একটানা খুব খারাপ কিছু বলে যাচ্ছিল। মিস্টার গম্ভীরের যা বলা উচিত ছিল না।’
গম্ভীর-শ্রীশান্থ দুজনই একাধিকবার সতীর্থ কিংবা প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে ঝগড়া করেছেন। সর্বশেষ আইপিএলে তো বিরাট কোহলির সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন গম্ভীর। অন্যদিকে বহুবছর আগে বাদানুবাদের এক পর্যায়ে সাবেক সতীর্থ হরভজন সিংয়ের হাতে চড়ও খেয়েছিলেন শ্রীশান্থ।
এলিমিনেটর ম্যাচে ১২ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীশান্থের দল গুজরাট জায়ান্টার্স। গম্ভীরের নেতৃত্বাধীন দল দিল্লি ক্যাপিটালসের ২৩৭ রানের বিপরীতে ২১১ রান করে গুজরাট। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন গম্ভীর। অন্যদিকে ৩৫ রানে ১ উইকেট নেন শ্রীশান্থ।

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩১ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে