
চতুর্থ দিনের দুই সেশন পর্যন্ত যেভাবে রানবন্যা হলো, দেখে কে বলবে এই উইকেটে বোলারদের কিছু করার আছে! কিন্তু চা বিরতির পর দৃশ্য পুরোপুরি ভিন্ন! ব্যাটারদের জন্য বধ্যভূমি হয়ে উঠল মুলতানের উইকেট। সারাদিনে যে ১০ উইকেট পড়ল তার ৬টি দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তানের!
এমন ব্যাটিং দেখে কে বলবে স্বাগতিকেরা প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৫৬ রান করেছিল! টেস্টে এখন পর্যন্ত প্রথম ইনিংসে পাঁচশোর্ধ্ব স্কোর করেও আটবার হারের রেকর্ড আছে। ৬ উইকেটে ১৫২ রান নিয়ে চতুর্থ দিন পার করা পাকিস্তানও যেন সে তালিকায় নাম তুলতে যাচ্ছে। নাম না তুলতে চাইল আগামীকাল পঞ্চম ও শেষ দিনে মাটি কামড়ে পড়ে থাকা ছাড়া গতি নেই দুই অপরাজিত ব্যাটার আগা সালমান (৪১) ও আমের জামালের (২৭)। এরপর যে আর কোনো স্বীকৃত ব্যাটার নেই পাকিস্তানের। দ্বিতীয় ইনিংসের পরও এখনো ১১৫ রান পিছিয়ে আছে তারা।
সপ্তম উইকেটে প্রতি আক্রমণে ৭৬ রানের জুটি না গড়লে আজকেই হয়তো মুলতান টেস্টের ফয়সালা হয়ে যেত। ৮২ রানেই যে ৬ উইকেট পড়ে গিয়েছিল তাদের। ইনিংসের প্রথম বলে ওপেনার আবদুল্লাহ শফিককে (০) বোল্ড করা দিয়ে শুরু ক্রিস ওকসে। এরপর সাইম আইয়ুব (২৫), শান মাসুদ (১১), বাবর আজম (৫), সৌদ শাকিল (২৯) ও মোহাম্মদ রিজওয়ান (১০) এলেন আর গেলেন। শোয়েব বশির দিনের শেষ দিকে বাউন্ডারিতে সালমানের ক্যাচ না ছাড়লে বিপদ আরও বাড়ত পাকিস্তানের।
ব্যাটিংয়ে পর বোলিংয়েও পুরো দিন শাসন করেছে ইংল্যান্ড। ৩ উইকেটে ৪৯২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ইংলিশরা প্রথম ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ৮২৩ রান নিয়ে। এরপর পাকিস্তানকে ব্যাটিংয়ে এনে পরীক্ষায় নিলেন সফরকারী বোলাররা। জো রুট ও হ্যারি ব্রুক সেঞ্চুরি পেয়েছিলেন আগেরিদনই। আজ দুজনে বিচ্ছিন্ন হলেন দলকে সাতশো রানের স্কোর পার করে দিয়ে।
দিনের প্রথম উইকেট হিসেবে ক্যারিয়ার সেরা ২৬২ রানে ফেরা রুট পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ দ্বিশতক। আর ব্রুক পেয়েছেন প্রথম ট্রিপল সেঞ্চুরি। সেটিও ১৯তম টেস্ট খেলতে নেমে। তাঁর ৩২২ বলে ৩১৭ রানের ইনিংসটি টেস্টের দ্বিতীয় দ্রুততমও। টেস্টে ইংল্যান্ডের সবশেষ ট্রিপল সেঞ্চুরি এসেছিল ১৯৯০ সালে। লর্ডসে ভারতের বিপক্ষে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গ্রাহাম গুচ।

চতুর্থ দিনের দুই সেশন পর্যন্ত যেভাবে রানবন্যা হলো, দেখে কে বলবে এই উইকেটে বোলারদের কিছু করার আছে! কিন্তু চা বিরতির পর দৃশ্য পুরোপুরি ভিন্ন! ব্যাটারদের জন্য বধ্যভূমি হয়ে উঠল মুলতানের উইকেট। সারাদিনে যে ১০ উইকেট পড়ল তার ৬টি দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তানের!
এমন ব্যাটিং দেখে কে বলবে স্বাগতিকেরা প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৫৬ রান করেছিল! টেস্টে এখন পর্যন্ত প্রথম ইনিংসে পাঁচশোর্ধ্ব স্কোর করেও আটবার হারের রেকর্ড আছে। ৬ উইকেটে ১৫২ রান নিয়ে চতুর্থ দিন পার করা পাকিস্তানও যেন সে তালিকায় নাম তুলতে যাচ্ছে। নাম না তুলতে চাইল আগামীকাল পঞ্চম ও শেষ দিনে মাটি কামড়ে পড়ে থাকা ছাড়া গতি নেই দুই অপরাজিত ব্যাটার আগা সালমান (৪১) ও আমের জামালের (২৭)। এরপর যে আর কোনো স্বীকৃত ব্যাটার নেই পাকিস্তানের। দ্বিতীয় ইনিংসের পরও এখনো ১১৫ রান পিছিয়ে আছে তারা।
সপ্তম উইকেটে প্রতি আক্রমণে ৭৬ রানের জুটি না গড়লে আজকেই হয়তো মুলতান টেস্টের ফয়সালা হয়ে যেত। ৮২ রানেই যে ৬ উইকেট পড়ে গিয়েছিল তাদের। ইনিংসের প্রথম বলে ওপেনার আবদুল্লাহ শফিককে (০) বোল্ড করা দিয়ে শুরু ক্রিস ওকসে। এরপর সাইম আইয়ুব (২৫), শান মাসুদ (১১), বাবর আজম (৫), সৌদ শাকিল (২৯) ও মোহাম্মদ রিজওয়ান (১০) এলেন আর গেলেন। শোয়েব বশির দিনের শেষ দিকে বাউন্ডারিতে সালমানের ক্যাচ না ছাড়লে বিপদ আরও বাড়ত পাকিস্তানের।
ব্যাটিংয়ে পর বোলিংয়েও পুরো দিন শাসন করেছে ইংল্যান্ড। ৩ উইকেটে ৪৯২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ইংলিশরা প্রথম ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ৮২৩ রান নিয়ে। এরপর পাকিস্তানকে ব্যাটিংয়ে এনে পরীক্ষায় নিলেন সফরকারী বোলাররা। জো রুট ও হ্যারি ব্রুক সেঞ্চুরি পেয়েছিলেন আগেরিদনই। আজ দুজনে বিচ্ছিন্ন হলেন দলকে সাতশো রানের স্কোর পার করে দিয়ে।
দিনের প্রথম উইকেট হিসেবে ক্যারিয়ার সেরা ২৬২ রানে ফেরা রুট পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ দ্বিশতক। আর ব্রুক পেয়েছেন প্রথম ট্রিপল সেঞ্চুরি। সেটিও ১৯তম টেস্ট খেলতে নেমে। তাঁর ৩২২ বলে ৩১৭ রানের ইনিংসটি টেস্টের দ্বিতীয় দ্রুততমও। টেস্টে ইংল্যান্ডের সবশেষ ট্রিপল সেঞ্চুরি এসেছিল ১৯৯০ সালে। লর্ডসে ভারতের বিপক্ষে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গ্রাহাম গুচ।

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৪ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে