
চতুর্থ দিনের দুই সেশন পর্যন্ত যেভাবে রানবন্যা হলো, দেখে কে বলবে এই উইকেটে বোলারদের কিছু করার আছে! কিন্তু চা বিরতির পর দৃশ্য পুরোপুরি ভিন্ন! ব্যাটারদের জন্য বধ্যভূমি হয়ে উঠল মুলতানের উইকেট। সারাদিনে যে ১০ উইকেট পড়ল তার ৬টি দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তানের!
এমন ব্যাটিং দেখে কে বলবে স্বাগতিকেরা প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৫৬ রান করেছিল! টেস্টে এখন পর্যন্ত প্রথম ইনিংসে পাঁচশোর্ধ্ব স্কোর করেও আটবার হারের রেকর্ড আছে। ৬ উইকেটে ১৫২ রান নিয়ে চতুর্থ দিন পার করা পাকিস্তানও যেন সে তালিকায় নাম তুলতে যাচ্ছে। নাম না তুলতে চাইল আগামীকাল পঞ্চম ও শেষ দিনে মাটি কামড়ে পড়ে থাকা ছাড়া গতি নেই দুই অপরাজিত ব্যাটার আগা সালমান (৪১) ও আমের জামালের (২৭)। এরপর যে আর কোনো স্বীকৃত ব্যাটার নেই পাকিস্তানের। দ্বিতীয় ইনিংসের পরও এখনো ১১৫ রান পিছিয়ে আছে তারা।
সপ্তম উইকেটে প্রতি আক্রমণে ৭৬ রানের জুটি না গড়লে আজকেই হয়তো মুলতান টেস্টের ফয়সালা হয়ে যেত। ৮২ রানেই যে ৬ উইকেট পড়ে গিয়েছিল তাদের। ইনিংসের প্রথম বলে ওপেনার আবদুল্লাহ শফিককে (০) বোল্ড করা দিয়ে শুরু ক্রিস ওকসে। এরপর সাইম আইয়ুব (২৫), শান মাসুদ (১১), বাবর আজম (৫), সৌদ শাকিল (২৯) ও মোহাম্মদ রিজওয়ান (১০) এলেন আর গেলেন। শোয়েব বশির দিনের শেষ দিকে বাউন্ডারিতে সালমানের ক্যাচ না ছাড়লে বিপদ আরও বাড়ত পাকিস্তানের।
ব্যাটিংয়ে পর বোলিংয়েও পুরো দিন শাসন করেছে ইংল্যান্ড। ৩ উইকেটে ৪৯২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ইংলিশরা প্রথম ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ৮২৩ রান নিয়ে। এরপর পাকিস্তানকে ব্যাটিংয়ে এনে পরীক্ষায় নিলেন সফরকারী বোলাররা। জো রুট ও হ্যারি ব্রুক সেঞ্চুরি পেয়েছিলেন আগেরিদনই। আজ দুজনে বিচ্ছিন্ন হলেন দলকে সাতশো রানের স্কোর পার করে দিয়ে।
দিনের প্রথম উইকেট হিসেবে ক্যারিয়ার সেরা ২৬২ রানে ফেরা রুট পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ দ্বিশতক। আর ব্রুক পেয়েছেন প্রথম ট্রিপল সেঞ্চুরি। সেটিও ১৯তম টেস্ট খেলতে নেমে। তাঁর ৩২২ বলে ৩১৭ রানের ইনিংসটি টেস্টের দ্বিতীয় দ্রুততমও। টেস্টে ইংল্যান্ডের সবশেষ ট্রিপল সেঞ্চুরি এসেছিল ১৯৯০ সালে। লর্ডসে ভারতের বিপক্ষে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গ্রাহাম গুচ।

চতুর্থ দিনের দুই সেশন পর্যন্ত যেভাবে রানবন্যা হলো, দেখে কে বলবে এই উইকেটে বোলারদের কিছু করার আছে! কিন্তু চা বিরতির পর দৃশ্য পুরোপুরি ভিন্ন! ব্যাটারদের জন্য বধ্যভূমি হয়ে উঠল মুলতানের উইকেট। সারাদিনে যে ১০ উইকেট পড়ল তার ৬টি দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তানের!
এমন ব্যাটিং দেখে কে বলবে স্বাগতিকেরা প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৫৬ রান করেছিল! টেস্টে এখন পর্যন্ত প্রথম ইনিংসে পাঁচশোর্ধ্ব স্কোর করেও আটবার হারের রেকর্ড আছে। ৬ উইকেটে ১৫২ রান নিয়ে চতুর্থ দিন পার করা পাকিস্তানও যেন সে তালিকায় নাম তুলতে যাচ্ছে। নাম না তুলতে চাইল আগামীকাল পঞ্চম ও শেষ দিনে মাটি কামড়ে পড়ে থাকা ছাড়া গতি নেই দুই অপরাজিত ব্যাটার আগা সালমান (৪১) ও আমের জামালের (২৭)। এরপর যে আর কোনো স্বীকৃত ব্যাটার নেই পাকিস্তানের। দ্বিতীয় ইনিংসের পরও এখনো ১১৫ রান পিছিয়ে আছে তারা।
সপ্তম উইকেটে প্রতি আক্রমণে ৭৬ রানের জুটি না গড়লে আজকেই হয়তো মুলতান টেস্টের ফয়সালা হয়ে যেত। ৮২ রানেই যে ৬ উইকেট পড়ে গিয়েছিল তাদের। ইনিংসের প্রথম বলে ওপেনার আবদুল্লাহ শফিককে (০) বোল্ড করা দিয়ে শুরু ক্রিস ওকসে। এরপর সাইম আইয়ুব (২৫), শান মাসুদ (১১), বাবর আজম (৫), সৌদ শাকিল (২৯) ও মোহাম্মদ রিজওয়ান (১০) এলেন আর গেলেন। শোয়েব বশির দিনের শেষ দিকে বাউন্ডারিতে সালমানের ক্যাচ না ছাড়লে বিপদ আরও বাড়ত পাকিস্তানের।
ব্যাটিংয়ে পর বোলিংয়েও পুরো দিন শাসন করেছে ইংল্যান্ড। ৩ উইকেটে ৪৯২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ইংলিশরা প্রথম ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ৮২৩ রান নিয়ে। এরপর পাকিস্তানকে ব্যাটিংয়ে এনে পরীক্ষায় নিলেন সফরকারী বোলাররা। জো রুট ও হ্যারি ব্রুক সেঞ্চুরি পেয়েছিলেন আগেরিদনই। আজ দুজনে বিচ্ছিন্ন হলেন দলকে সাতশো রানের স্কোর পার করে দিয়ে।
দিনের প্রথম উইকেট হিসেবে ক্যারিয়ার সেরা ২৬২ রানে ফেরা রুট পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ দ্বিশতক। আর ব্রুক পেয়েছেন প্রথম ট্রিপল সেঞ্চুরি। সেটিও ১৯তম টেস্ট খেলতে নেমে। তাঁর ৩২২ বলে ৩১৭ রানের ইনিংসটি টেস্টের দ্বিতীয় দ্রুততমও। টেস্টে ইংল্যান্ডের সবশেষ ট্রিপল সেঞ্চুরি এসেছিল ১৯৯০ সালে। লর্ডসে ভারতের বিপক্ষে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গ্রাহাম গুচ।

রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৩ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
২১ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৩ ঘণ্টা আগে