
লিটন দাস—অনেক সম্ভাবনা নিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটে। প্রতিভা ও সামর্থ্যেরও অভাব নেই। কিন্তু ব্যাটিংয়ে অধারাবাহিকার কারণে নিজেকে এখনো সেভাবে প্রমাণ করতে পারেননি। এখন তো টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিয়েও পড়েছেন শঙ্কায়।
লম্বা সময় ধরে রান খরায় ভুগছেন লিটন। গতকাল চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ এই ওপেনার। অভিষিক্ত তানজিদ হাসান তামিমকে নিয়ে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ রান করেই বোল্ড হয়েছেন ব্লেসিং মুজারাবানির বলে। বারবার সুযোগ পেয়েও লিটন কেন ব্যর্থ সেটি এক রহস্যই বটে।
আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে আজ চট্টগ্রামে লিটনকে নিয়েই সংবাদ সম্মেলনে কথা বলতে হলো ডেভিড হেম্পকে। বাংলাদেশের ব্যাটিং কোচ অবশ্য এখনো বিশ্বাস রেখেছেন ২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটারের ওপর। হেম্প জানিয়েছেন, লিটন রানে ফেরার জন্য পরিশ্রম করছেন। এ নিয়ে তিনি বলেন, ‘সে (লিটন) হয়তো রান পাচ্ছে না, কিন্তু নিজের খেলাটা নিয়ে সে অনেক পরিশ্রম করছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রতিনিয়ত আরও ভালো হওয়ার চেষ্টা করে যাচ্ছে। খেলোয়াড়েরা এমন সময়ের মধ্য দিয়ে যাবে। কখনো তারা রান করবে, কখনো আবার করবে না। এখন হয়তো সে অতটা ধারাবাহিক নয়। তবে সে এটি নিয়ে কাজ করছে এবং কঠোর পরিশ্রম করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’
ব্যাটিংয়ে অধারাবাহিকতা ও মাঠের বাইরে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য লিটন সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার সংবাদের শিরোনাম হয়েছেন। ব্যাটিংয়ে তাঁর সমস্যাটা টেকনিক্যাল নাকি মানসিক—সেটি খোঁজার চেষ্টা করেছেন হেম্প, ‘আসলে কাজটি অনেক কঠিন। নতুন বল অনেক সময় এদিক-সেদিক করে, গত রাতে যা করল। এখানে ব্যাট করাটা কঠিন। কারণ, নতুন বলের চ্যালেঞ্জ থাকে। তবে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে, এগিয়ে যাওয়ার জন্য এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

লিটন দাস—অনেক সম্ভাবনা নিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটে। প্রতিভা ও সামর্থ্যেরও অভাব নেই। কিন্তু ব্যাটিংয়ে অধারাবাহিকার কারণে নিজেকে এখনো সেভাবে প্রমাণ করতে পারেননি। এখন তো টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিয়েও পড়েছেন শঙ্কায়।
লম্বা সময় ধরে রান খরায় ভুগছেন লিটন। গতকাল চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ এই ওপেনার। অভিষিক্ত তানজিদ হাসান তামিমকে নিয়ে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ রান করেই বোল্ড হয়েছেন ব্লেসিং মুজারাবানির বলে। বারবার সুযোগ পেয়েও লিটন কেন ব্যর্থ সেটি এক রহস্যই বটে।
আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে আজ চট্টগ্রামে লিটনকে নিয়েই সংবাদ সম্মেলনে কথা বলতে হলো ডেভিড হেম্পকে। বাংলাদেশের ব্যাটিং কোচ অবশ্য এখনো বিশ্বাস রেখেছেন ২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটারের ওপর। হেম্প জানিয়েছেন, লিটন রানে ফেরার জন্য পরিশ্রম করছেন। এ নিয়ে তিনি বলেন, ‘সে (লিটন) হয়তো রান পাচ্ছে না, কিন্তু নিজের খেলাটা নিয়ে সে অনেক পরিশ্রম করছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রতিনিয়ত আরও ভালো হওয়ার চেষ্টা করে যাচ্ছে। খেলোয়াড়েরা এমন সময়ের মধ্য দিয়ে যাবে। কখনো তারা রান করবে, কখনো আবার করবে না। এখন হয়তো সে অতটা ধারাবাহিক নয়। তবে সে এটি নিয়ে কাজ করছে এবং কঠোর পরিশ্রম করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’
ব্যাটিংয়ে অধারাবাহিকতা ও মাঠের বাইরে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য লিটন সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার সংবাদের শিরোনাম হয়েছেন। ব্যাটিংয়ে তাঁর সমস্যাটা টেকনিক্যাল নাকি মানসিক—সেটি খোঁজার চেষ্টা করেছেন হেম্প, ‘আসলে কাজটি অনেক কঠিন। নতুন বল অনেক সময় এদিক-সেদিক করে, গত রাতে যা করল। এখানে ব্যাট করাটা কঠিন। কারণ, নতুন বলের চ্যালেঞ্জ থাকে। তবে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে, এগিয়ে যাওয়ার জন্য এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৬ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৭ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৯ ঘণ্টা আগে