
ঢাকা: ভারতকে ৮ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। ফাইনালের হার যে মানতে পারছেন না বিরাট কোহলি, ম্যাচ শেষে ভারত অধিনায়কের কথাতেই তা স্পষ্ট! টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অন্তত তিন ম্যাচের সিরিজ হওয়া উচিত বলে মনে করেন কোহলি। কোহলির ঠিক উল্টো ভাবনা মাইকেল ভনের।
দুই বছরে নয় দলের লড়াই শেষে সাউদাম্পটনে নির্ধারিত হয়েছে এই মুহূর্তে টেস্টের সেরা দল নিউজিল্যান্ড। তবে এক ম্যাচ দিয়ে সেরা বাছাই করার ব্যাপারটা পীড়া দিচ্ছে কোহলিকে। আর তাই ফাইনাল শেষে এক প্রকার ক্ষোভের সুরেই বলেছেন, ‘দেখুন, সত্যি বলতে এক ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা দল নির্ধারণের সিদ্ধান্তের সঙ্গে আমি পুরোপুরি একমত নই। এটা একটা সিরিজ হতে পারত। অন্তত তিন টেস্টের সিরিজ হতে পারত। এতে কোনো দলের যেমন ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকত। অন্য দলের সুযোগ থাকত প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার। দুই দিন ভালো ক্রিকেট খেলে একটা দল জয় ফেলো। আর অন্য দল খারাপ হয়ে গেল এর সঙ্গে আমি একমত নই।’
কোহলির এমন কথার পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ প্রশ্ন রাখে, ‘কোহলির সঙ্গে একমত কি না?’ কোহলির সঙ্গে যে একমত নন সেটা জানিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ভন। ভনের মতে, ফাইনাল হওয়া উচিত এক ম্যাচেরই। ভন প্রশ্ন তুলেছেন ক্রিকেটের ব্যস্ত সূচি নিয়েও। ভারত অধিনায়ককে এক প্রকার খোঁচা দিয়েই লিখেছেন, ‘কীভাবে এই সূচি নির্ধারিত হবে? ফাইনালের বছর কি আইপিএল দুই সপ্তাহের জন্য কমিয়ে আনা হবে, যেন ওই সময়টাতে সূচি নির্ধারণ করা যায়? এই ব্যাপারে সন্দেহ আছে। ফাইনাল হওয়া উচিত এক ম্যাচেরই। খেলোয়াড়েরা জানে এই এক ম্যাচে তাদের সেরাটা দিতে হবে। এটাই তো তাদেরকে কিংবদন্তি বানায়।’

ঢাকা: ভারতকে ৮ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। ফাইনালের হার যে মানতে পারছেন না বিরাট কোহলি, ম্যাচ শেষে ভারত অধিনায়কের কথাতেই তা স্পষ্ট! টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অন্তত তিন ম্যাচের সিরিজ হওয়া উচিত বলে মনে করেন কোহলি। কোহলির ঠিক উল্টো ভাবনা মাইকেল ভনের।
দুই বছরে নয় দলের লড়াই শেষে সাউদাম্পটনে নির্ধারিত হয়েছে এই মুহূর্তে টেস্টের সেরা দল নিউজিল্যান্ড। তবে এক ম্যাচ দিয়ে সেরা বাছাই করার ব্যাপারটা পীড়া দিচ্ছে কোহলিকে। আর তাই ফাইনাল শেষে এক প্রকার ক্ষোভের সুরেই বলেছেন, ‘দেখুন, সত্যি বলতে এক ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা দল নির্ধারণের সিদ্ধান্তের সঙ্গে আমি পুরোপুরি একমত নই। এটা একটা সিরিজ হতে পারত। অন্তত তিন টেস্টের সিরিজ হতে পারত। এতে কোনো দলের যেমন ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকত। অন্য দলের সুযোগ থাকত প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার। দুই দিন ভালো ক্রিকেট খেলে একটা দল জয় ফেলো। আর অন্য দল খারাপ হয়ে গেল এর সঙ্গে আমি একমত নই।’
কোহলির এমন কথার পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ প্রশ্ন রাখে, ‘কোহলির সঙ্গে একমত কি না?’ কোহলির সঙ্গে যে একমত নন সেটা জানিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ভন। ভনের মতে, ফাইনাল হওয়া উচিত এক ম্যাচেরই। ভন প্রশ্ন তুলেছেন ক্রিকেটের ব্যস্ত সূচি নিয়েও। ভারত অধিনায়ককে এক প্রকার খোঁচা দিয়েই লিখেছেন, ‘কীভাবে এই সূচি নির্ধারিত হবে? ফাইনালের বছর কি আইপিএল দুই সপ্তাহের জন্য কমিয়ে আনা হবে, যেন ওই সময়টাতে সূচি নির্ধারণ করা যায়? এই ব্যাপারে সন্দেহ আছে। ফাইনাল হওয়া উচিত এক ম্যাচেরই। খেলোয়াড়েরা জানে এই এক ম্যাচে তাদের সেরাটা দিতে হবে। এটাই তো তাদেরকে কিংবদন্তি বানায়।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১৩ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১৫ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
৪৪ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে