ক্রীড়া ডেস্ক

বাবর আজমের পক্ষে বলতে গিয়েই যেন বেকায়দায় পড়লেন ফখর জামান। প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁকে দিয়েছিল কারণ দর্শানোর (শোকজ) নোটিশ। শোকজের জবাব দেওয়ার কদিন পর ঘোষিত কেন্দ্রীয় চুক্তিকে রাখলই না পিসিবি।
পিসিবি আজ ২৫ ক্রিকেটারকে নিয়ে নতুন মৌসুমের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। ফখরের পাশাপাশি ইমাম-উল-হক, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলী, সরফরাজ আহমেদের মতো ক্রিকেটারদেরও কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি পিসিবি। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ‘এ’ ক্যাটেগরিতে আছেন বাবর ও মোহাম্মদ রিজওয়ান। শাহিন শাহ আফ্রিদিকে এক ধাপ নিচে নামিয়ে ‘বি’ গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে। ‘বি’ গ্রেডে আরও আছেন নাসিম শাহ ও শান মাসুদ। মাসুদকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে নেতৃত্ব সাপেক্ষে।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, তারা অদলবদল নীতি অনুসরণ করে ঘরোয়া পারফর্মারদের সুযোগ করে দিচ্ছে। তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের উৎসাহ যোগাতেই খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, মুহাম্মদ ইরফান খান, উসমান খান-এই পাঁচ ক্রিকেটারকে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে নিয়েছে পিসিবি। তাঁদের ক্যাটেগরি ‘ডি’ তে রাখা হয়েছে। খুররম সেপ্টেম্বরে সবশেষ বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন। এটা তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং।
শাহিনের মতো হারিস রউফ, শাদাব খানেরও কেন্দ্রীয় চুক্তিতে অবনতি হয়েছে। এখন ‘সি’ ক্যাটেগরিতে আছেন রউফ ও শাদাব। ইংল্যান্ড সিরিজে কাঁপানো দুই স্পিনার নোমান আলী, সাজিদ খান পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির ‘সি’ ক্যাটেগরিতে আছেন। রাওয়ালপিন্ডিতে গতকাল শেষ হওয়া পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন নোমান। সাজিদ নিয়েছেন ১৯ উইকেট। সিরিজসেরা হয়েছেন পাকিস্তানের এই স্পিনার। নোমানকে কেন্দ্রীয় চুক্তিতে নেওয়া হয়েছে ‘সি’ ক্যাটেগরিতে। পাকিস্তানের বাঁহাতি স্পিনারকে রাখা হয়েছে ফিটনেস সাপেক্ষে।
রাওয়ালপিন্ডিতে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে সেঞ্চুরির পর সুখবর পেয়েছেন সৌদ শাকিল। ১৩৪ রান করে হয়েছেন ম্যাচসেরা। কেন্দ্রীয় চুক্তিতে এক ধাপ এগিয়ে তিনি এখন ‘সি’ ক্যাটেগরিতে এসেছেন। আবরার আহমেদ, সাইম আইয়ুব, সালমান আলী আগা-এই তিন ক্রিকেটারও এক ধাপ ধরে ‘সি’ ক্যাটেগরিতে উঠে এসেছেন। নতুন কেন্দ্রীয় চুক্তির হিসেব হবে এ বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।

বাবর আজমের পক্ষে বলতে গিয়েই যেন বেকায়দায় পড়লেন ফখর জামান। প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁকে দিয়েছিল কারণ দর্শানোর (শোকজ) নোটিশ। শোকজের জবাব দেওয়ার কদিন পর ঘোষিত কেন্দ্রীয় চুক্তিকে রাখলই না পিসিবি।
পিসিবি আজ ২৫ ক্রিকেটারকে নিয়ে নতুন মৌসুমের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। ফখরের পাশাপাশি ইমাম-উল-হক, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলী, সরফরাজ আহমেদের মতো ক্রিকেটারদেরও কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি পিসিবি। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ‘এ’ ক্যাটেগরিতে আছেন বাবর ও মোহাম্মদ রিজওয়ান। শাহিন শাহ আফ্রিদিকে এক ধাপ নিচে নামিয়ে ‘বি’ গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে। ‘বি’ গ্রেডে আরও আছেন নাসিম শাহ ও শান মাসুদ। মাসুদকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে নেতৃত্ব সাপেক্ষে।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, তারা অদলবদল নীতি অনুসরণ করে ঘরোয়া পারফর্মারদের সুযোগ করে দিচ্ছে। তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের উৎসাহ যোগাতেই খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, মুহাম্মদ ইরফান খান, উসমান খান-এই পাঁচ ক্রিকেটারকে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে নিয়েছে পিসিবি। তাঁদের ক্যাটেগরি ‘ডি’ তে রাখা হয়েছে। খুররম সেপ্টেম্বরে সবশেষ বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন। এটা তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং।
শাহিনের মতো হারিস রউফ, শাদাব খানেরও কেন্দ্রীয় চুক্তিতে অবনতি হয়েছে। এখন ‘সি’ ক্যাটেগরিতে আছেন রউফ ও শাদাব। ইংল্যান্ড সিরিজে কাঁপানো দুই স্পিনার নোমান আলী, সাজিদ খান পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির ‘সি’ ক্যাটেগরিতে আছেন। রাওয়ালপিন্ডিতে গতকাল শেষ হওয়া পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন নোমান। সাজিদ নিয়েছেন ১৯ উইকেট। সিরিজসেরা হয়েছেন পাকিস্তানের এই স্পিনার। নোমানকে কেন্দ্রীয় চুক্তিতে নেওয়া হয়েছে ‘সি’ ক্যাটেগরিতে। পাকিস্তানের বাঁহাতি স্পিনারকে রাখা হয়েছে ফিটনেস সাপেক্ষে।
রাওয়ালপিন্ডিতে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে সেঞ্চুরির পর সুখবর পেয়েছেন সৌদ শাকিল। ১৩৪ রান করে হয়েছেন ম্যাচসেরা। কেন্দ্রীয় চুক্তিতে এক ধাপ এগিয়ে তিনি এখন ‘সি’ ক্যাটেগরিতে এসেছেন। আবরার আহমেদ, সাইম আইয়ুব, সালমান আলী আগা-এই তিন ক্রিকেটারও এক ধাপ ধরে ‘সি’ ক্যাটেগরিতে উঠে এসেছেন। নতুন কেন্দ্রীয় চুক্তির হিসেব হবে এ বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২১ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৪৩ মিনিট আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে