ক্রীড়া ডেস্ক

ইশ,ঢাকা ক্যাপিটালসকে যদি লক্ষ্যটা একটু বেশি দিতে পারত চিটাগং কিংস! এমনটা তিনি ভাবতেই পারেন—স্কোরকার্ডের দিকে তাকিয়ে তানজিদ হাসান তামিম কি এমন আফসোস করছেন? কারণ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ঠিকই। তবে সেঞ্চুরিটা অল্পের জন্য হাতছাড়া হয়েছে বাংলাদেশের এই তরুণ বাঁহাতি ব্যাটারের।
ঢাকা ক্যাপিটালসের অবস্থা এবারের বিপিএলে না হলেও তানজিদ তামিম রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন। এরই মধ্যে চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। যার মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে।৪১০ রান করে এখন পর্যন্ত তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগং কিংসের বিপক্ষে ৫৪ বলে ৯০ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। ঢাকা পেয়েছে ৮ উইকেটের সহজ জয়। ১০ ম্যাচে ৩ জয় ও ৭ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে ঢাকা আপাতত রয়েছে ঠিকই। তবে তারা এই টুর্নামেন্টে ১০ পয়েন্টের বেশি পাবে না। কারণ, তাদের বাকি রয়েছে ২ ম্যাচ। প্লে অফ খেলা তাদের জন্য এক প্রকার অসম্ভবই বটে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ১৪৯ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতে ৭৫ রান যোগ করেন তানজিদ তামিম ও লিটন দাস। ৫৪ বলে এই জুটি হলেও লিটন খেলেছেন ওয়ানডে মেজাজে। ২৮ বলে ৩ চারে ২৫ রান করেন বাংলাদেশের এই ব্যাটার। নবম ওভারের শেষ বলে লিটনকে ফিরিয়ে জুটি ভাঙেন হুসেইন তালাত। মুনিম শাহরিয়ার তিন নম্বরে নেমেও দ্রুত আউট হয়ে গেছেন (১৮ বলে ১২ রান)।
টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়ে ঢাকার স্কোর হয়ে যায় ১৪.৪ ওভারে ২ উইকেটে ১১১ রান। অন্য প্রান্তে তানজিদ তামিম মারমুখী ব্যাটিং করতে থাকেন। তৃতীয় উইকেটে ২১ বলে ৩৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন তানজিদ তামিম ও সাব্বির রহমান। ১১ বল হাতে রেখে পাওয়া ঢাকার ৮ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তানজিদ তামিম। ৫৪ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন তিনি। ৭ ছক্কা ও ৩ চার মেরেছেন তিনি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তবে আশানুরূপ ব্যাটিং করতে পারেনি তারা।নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে চিটাগং কিংস। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন নাঈম ইসলাম। ৪০ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ২ ছক্কা। ঢাকার মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু পেয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান রানা ও রনসফোর্ড বিটন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার আরেক তামিমের কাছে হারে চিটাগং কিংস। সেবার তামিম ইকবাল ভালো না খেললেও তাঁর নেতৃত্বাধীন ফরচুন বরিশাল ৬ উইকেটে হারিয়েছিল চিটাগংকে।

ইশ,ঢাকা ক্যাপিটালসকে যদি লক্ষ্যটা একটু বেশি দিতে পারত চিটাগং কিংস! এমনটা তিনি ভাবতেই পারেন—স্কোরকার্ডের দিকে তাকিয়ে তানজিদ হাসান তামিম কি এমন আফসোস করছেন? কারণ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ঠিকই। তবে সেঞ্চুরিটা অল্পের জন্য হাতছাড়া হয়েছে বাংলাদেশের এই তরুণ বাঁহাতি ব্যাটারের।
ঢাকা ক্যাপিটালসের অবস্থা এবারের বিপিএলে না হলেও তানজিদ তামিম রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন। এরই মধ্যে চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। যার মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে।৪১০ রান করে এখন পর্যন্ত তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগং কিংসের বিপক্ষে ৫৪ বলে ৯০ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। ঢাকা পেয়েছে ৮ উইকেটের সহজ জয়। ১০ ম্যাচে ৩ জয় ও ৭ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে ঢাকা আপাতত রয়েছে ঠিকই। তবে তারা এই টুর্নামেন্টে ১০ পয়েন্টের বেশি পাবে না। কারণ, তাদের বাকি রয়েছে ২ ম্যাচ। প্লে অফ খেলা তাদের জন্য এক প্রকার অসম্ভবই বটে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ১৪৯ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতে ৭৫ রান যোগ করেন তানজিদ তামিম ও লিটন দাস। ৫৪ বলে এই জুটি হলেও লিটন খেলেছেন ওয়ানডে মেজাজে। ২৮ বলে ৩ চারে ২৫ রান করেন বাংলাদেশের এই ব্যাটার। নবম ওভারের শেষ বলে লিটনকে ফিরিয়ে জুটি ভাঙেন হুসেইন তালাত। মুনিম শাহরিয়ার তিন নম্বরে নেমেও দ্রুত আউট হয়ে গেছেন (১৮ বলে ১২ রান)।
টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়ে ঢাকার স্কোর হয়ে যায় ১৪.৪ ওভারে ২ উইকেটে ১১১ রান। অন্য প্রান্তে তানজিদ তামিম মারমুখী ব্যাটিং করতে থাকেন। তৃতীয় উইকেটে ২১ বলে ৩৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন তানজিদ তামিম ও সাব্বির রহমান। ১১ বল হাতে রেখে পাওয়া ঢাকার ৮ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তানজিদ তামিম। ৫৪ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন তিনি। ৭ ছক্কা ও ৩ চার মেরেছেন তিনি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তবে আশানুরূপ ব্যাটিং করতে পারেনি তারা।নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে চিটাগং কিংস। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন নাঈম ইসলাম। ৪০ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ২ ছক্কা। ঢাকার মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু পেয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান রানা ও রনসফোর্ড বিটন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার আরেক তামিমের কাছে হারে চিটাগং কিংস। সেবার তামিম ইকবাল ভালো না খেললেও তাঁর নেতৃত্বাধীন ফরচুন বরিশাল ৬ উইকেটে হারিয়েছিল চিটাগংকে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৫ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৮ ঘণ্টা আগে