Ajker Patrika

ঢাকার জয়ের দিনে তামিমের আক্ষেপ, হেরে গেল চিটাগং

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৮: ০২
১০ রানের জন্য সেঞ্চুরিটা পেলেন না তানজিদ হাসান তামিম। ছবি: ঢাকা
১০ রানের জন্য সেঞ্চুরিটা পেলেন না তানজিদ হাসান তামিম। ছবি: ঢাকা

ইশ,ঢাকা ক্যাপিটালসকে যদি লক্ষ্যটা একটু বেশি দিতে পারত চিটাগং কিংস! এমনটা তিনি ভাবতেই পারেন—স্কোরকার্ডের দিকে তাকিয়ে তানজিদ হাসান তামিম কি এমন আফসোস করছেন? কারণ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ঠিকই। তবে সেঞ্চুরিটা অল্পের জন্য হাতছাড়া হয়েছে বাংলাদেশের এই তরুণ বাঁহাতি ব্যাটারের।

ঢাকা ক্যাপিটালসের অবস্থা এবারের বিপিএলে না হলেও তানজিদ তামিম রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন। এরই মধ্যে চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। যার মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে।৪১০ রান করে এখন পর্যন্ত তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগং কিংসের বিপক্ষে ৫৪ বলে ৯০ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। ঢাকা পেয়েছে ৮ উইকেটের সহজ জয়। ১০ ম্যাচে ৩ জয় ও ৭ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে ঢাকা আপাতত রয়েছে ঠিকই। তবে তারা এই টুর্নামেন্টে ১০ পয়েন্টের বেশি পাবে না। কারণ, তাদের বাকি রয়েছে ২ ম্যাচ। প্লে অফ খেলা তাদের জন্য এক প্রকার অসম্ভবই বটে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ১৪৯ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতে ৭৫ রান যোগ করেন তানজিদ তামিম ও লিটন দাস। ৫৪ বলে এই জুটি হলেও লিটন খেলেছেন ওয়ানডে মেজাজে। ২৮ বলে ৩ চারে ২৫ রান করেন বাংলাদেশের এই ব্যাটার। নবম ওভারের শেষ বলে লিটনকে ফিরিয়ে জুটি ভাঙেন হুসেইন তালাত। মুনিম শাহরিয়ার তিন নম্বরে নেমেও দ্রুত আউট হয়ে গেছেন (১৮ বলে ১২ রান)।

টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়ে ঢাকার স্কোর হয়ে যায় ১৪.৪ ওভারে ২ উইকেটে ১১১ রান। অন্য প্রান্তে তানজিদ তামিম মারমুখী ব্যাটিং করতে থাকেন। তৃতীয় উইকেটে ২১ বলে ৩৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন তানজিদ তামিম ও সাব্বির রহমান। ১১ বল হাতে রেখে পাওয়া ঢাকার ৮ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তানজিদ তামিম। ৫৪ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন তিনি। ৭ ছক্কা ও ৩ চার মেরেছেন তিনি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তবে আশানুরূপ ব্যাটিং করতে পারেনি তারা।নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে চিটাগং কিংস। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন নাঈম ইসলাম। ৪০ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ২ ছক্কা। ঢাকার মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু পেয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান রানা ও রনসফোর্ড বিটন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার আরেক তামিমের কাছে হারে চিটাগং কিংস। সেবার তামিম ইকবাল ভালো না খেললেও তাঁর নেতৃত্বাধীন ফরচুন বরিশাল ৬ উইকেটে হারিয়েছিল চিটাগংকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত