
ভাদোদারায় গত রাতে নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দিল্লি ক্যাপিটালস-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচে লড়াই হয়েছে সমানে সমান। শেষ বলের রোমাঞ্চে দিল্লি পেয়েছে ২ উইকেটের জয়। তবে রুদ্ধশ্বাস ম্যাচের কয়েকটি ঘটনা নিয়ে উঠেছে প্রশ্ন। বিতর্কিত ঘটনাগুলো নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটারও।
দিল্লি-মুম্বাই ম্যাচে কমপক্ষে তিনটি রান আউট নিয়ে বিতর্ক উঠেছে। তৃতীয় আম্পায়ার গায়ত্রী ভেনুগোপালান সেগুলো নট আউট দিয়েছেন। কারণ, স্টাম্পে বল আঘাত করার পর এলইডি বাতি ঠিকঠাক জ্বলেনি। এর মধ্যে দুটি বিতর্কিত রানআউট নিয়ে কথা বলেছেন মিতালি রাজ। সেগুলো মুম্বাইয়ের পক্ষে আসা উচিত ছিল বলে মনে করেন ভারতীয় এই কিংবদন্তি নারী ক্রিকেটার, যার একটি হলো দিল্লির ইনিংসের ১৯তম ওভারের পঞ্চম বলে দুই ব্যাটার রাধা যাদব ও নিকি প্রসাদের মধ্যে ভুল বোঝাবুঝি। মুম্বাইয়ের বাঁহাতি স্পিনার সাইকা ইশাককে কভার পয়েন্টে ঠেলে সিঙ্গেল নিতে গিয়ে আবার স্ট্রাইক প্রান্তে দৌড় দেন রাধা। তখন মুম্বাইয়ের উইকেটরক্ষক যস্তিকা ভাটিয়া স্টাম্প ভেঙে দেন।
রাধাকে এক্ষেত্রে আউট দেওয়া উচিত ছিল বলে মনে করেন মিতালি। ধারাভাষ্যকার হিসেবে কাজ করা মিতালি ম্যাচ শেষে জিও হটস্টারকে বলেন, ‘যখন আপনি ডাইভ দেবেন এবং দাগের ভেতরে ব্যাট প্রথমে স্পর্শ করবেন। তারপর ব্যাটটা একটু উঁচুতে উঠে যেতে পারে। কারণ, আপনাকে পুরোপুরি ডাইভ দিতে হবে। তবে রাধা যাদবের ক্ষেত্রে ব্যাটের ব্লেড ওপরে দেখা গেছে। এলইডি বাতি যখন জ্বলেছে, কোনোভাবেই সেটা দাগের ভেতরে স্পর্শ করেনি। তার মানে সে (রাধা) আউট।’
মিতালির খটকা লাগার আরেকটি ঘটনা ঘটেছে দিল্লির ইনিংসের ১৮তম ওভারের চতুর্থ বলে। হেইলি ম্যাথুসের বল মিস করেন দিল্লির শিখা পান্ডে। বাই রান নিতে গেলে সতীর্থ নিকি তাঁকে (শিখা) ফেরত পাঠান। তখন সরাসরি থ্রোতে স্ট্রাইকপ্রান্তের স্টাম্প ভেঙে দেন ভাটিয়া। স্টাম্পে লাগার পর বাড়তি রান নিয়েছেন নিকি ও শিখা। তৃতীয় আম্পায়ার এটাকে নট আউট ঘোষণা করেন। মিতালি বলেন, ‘পান্ডিয়াকে নট আউট দেওয়া হয়েছিল। যেখানে তার ব্যাট ছিল লাইনের ওপরে।’
ইনিংসের শেষ বলে সাজানা সঞ্জীবনকে তুলে মারতে যান অরুন্ধতি রেড্ডি। হারমানপ্রীত কৌর বলটা ধরে ভাটিয়ার দিকে থ্রো করেন। ভাটিয়া ভেঙে দিয়েছেন স্ট্রাইকপ্রান্তের স্টাম্প। প্রাণপণে দৌঁড়াতে থাকা রেড্ডি ডাইভ দিয়েছেন। তৃতীয় আম্পায়ার দেখার পর দিয়েছেন নট আউটের সিদ্ধান্ত।
দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাটিং পেয়ে ১৯.১ ওভারে ১৬৪ রানে অলআউট হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। জবাবে দিল্লি শেষ বল পর্যন্ত খেলে ৮ উইকেটে ১৬৪ করেছে। ৩৩ বলে ৩৫ রান করা দিল্লির নিকি হয়েছেন ম্যাচসেরা।

ভাদোদারায় গত রাতে নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দিল্লি ক্যাপিটালস-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচে লড়াই হয়েছে সমানে সমান। শেষ বলের রোমাঞ্চে দিল্লি পেয়েছে ২ উইকেটের জয়। তবে রুদ্ধশ্বাস ম্যাচের কয়েকটি ঘটনা নিয়ে উঠেছে প্রশ্ন। বিতর্কিত ঘটনাগুলো নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটারও।
দিল্লি-মুম্বাই ম্যাচে কমপক্ষে তিনটি রান আউট নিয়ে বিতর্ক উঠেছে। তৃতীয় আম্পায়ার গায়ত্রী ভেনুগোপালান সেগুলো নট আউট দিয়েছেন। কারণ, স্টাম্পে বল আঘাত করার পর এলইডি বাতি ঠিকঠাক জ্বলেনি। এর মধ্যে দুটি বিতর্কিত রানআউট নিয়ে কথা বলেছেন মিতালি রাজ। সেগুলো মুম্বাইয়ের পক্ষে আসা উচিত ছিল বলে মনে করেন ভারতীয় এই কিংবদন্তি নারী ক্রিকেটার, যার একটি হলো দিল্লির ইনিংসের ১৯তম ওভারের পঞ্চম বলে দুই ব্যাটার রাধা যাদব ও নিকি প্রসাদের মধ্যে ভুল বোঝাবুঝি। মুম্বাইয়ের বাঁহাতি স্পিনার সাইকা ইশাককে কভার পয়েন্টে ঠেলে সিঙ্গেল নিতে গিয়ে আবার স্ট্রাইক প্রান্তে দৌড় দেন রাধা। তখন মুম্বাইয়ের উইকেটরক্ষক যস্তিকা ভাটিয়া স্টাম্প ভেঙে দেন।
রাধাকে এক্ষেত্রে আউট দেওয়া উচিত ছিল বলে মনে করেন মিতালি। ধারাভাষ্যকার হিসেবে কাজ করা মিতালি ম্যাচ শেষে জিও হটস্টারকে বলেন, ‘যখন আপনি ডাইভ দেবেন এবং দাগের ভেতরে ব্যাট প্রথমে স্পর্শ করবেন। তারপর ব্যাটটা একটু উঁচুতে উঠে যেতে পারে। কারণ, আপনাকে পুরোপুরি ডাইভ দিতে হবে। তবে রাধা যাদবের ক্ষেত্রে ব্যাটের ব্লেড ওপরে দেখা গেছে। এলইডি বাতি যখন জ্বলেছে, কোনোভাবেই সেটা দাগের ভেতরে স্পর্শ করেনি। তার মানে সে (রাধা) আউট।’
মিতালির খটকা লাগার আরেকটি ঘটনা ঘটেছে দিল্লির ইনিংসের ১৮তম ওভারের চতুর্থ বলে। হেইলি ম্যাথুসের বল মিস করেন দিল্লির শিখা পান্ডে। বাই রান নিতে গেলে সতীর্থ নিকি তাঁকে (শিখা) ফেরত পাঠান। তখন সরাসরি থ্রোতে স্ট্রাইকপ্রান্তের স্টাম্প ভেঙে দেন ভাটিয়া। স্টাম্পে লাগার পর বাড়তি রান নিয়েছেন নিকি ও শিখা। তৃতীয় আম্পায়ার এটাকে নট আউট ঘোষণা করেন। মিতালি বলেন, ‘পান্ডিয়াকে নট আউট দেওয়া হয়েছিল। যেখানে তার ব্যাট ছিল লাইনের ওপরে।’
ইনিংসের শেষ বলে সাজানা সঞ্জীবনকে তুলে মারতে যান অরুন্ধতি রেড্ডি। হারমানপ্রীত কৌর বলটা ধরে ভাটিয়ার দিকে থ্রো করেন। ভাটিয়া ভেঙে দিয়েছেন স্ট্রাইকপ্রান্তের স্টাম্প। প্রাণপণে দৌঁড়াতে থাকা রেড্ডি ডাইভ দিয়েছেন। তৃতীয় আম্পায়ার দেখার পর দিয়েছেন নট আউটের সিদ্ধান্ত।
দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাটিং পেয়ে ১৯.১ ওভারে ১৬৪ রানে অলআউট হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। জবাবে দিল্লি শেষ বল পর্যন্ত খেলে ৮ উইকেটে ১৬৪ করেছে। ৩৩ বলে ৩৫ রান করা দিল্লির নিকি হয়েছেন ম্যাচসেরা।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৩ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৪ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৫ ঘণ্টা আগে