
এলাম, দেখলাম আর জয় করলাম—ভানুয়াতু নারী দলের কাছে ব্যাপারটা অনেকটা এমনই। প্রথম সাক্ষাতেই জিম্বাবুয়ে নারী দলকে রীতিমতো চমকে দিয়েছেন ভানুয়াতুর মেয়েরা। ভানুয়াতুর মেয়েদের উচ্ছ্বাস যেন বিশ্বকাপ জয়ের মতো।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গত রাতে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে বিশ্বকাপ বাছাইপর্ব। জিম্বাবুয়ে-ভানুয়াতু মুখোমুখি হয়েছে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। এই ম্যাচের আগে জিম্বাবুয়ে নারী দল টি-টোয়েন্টি খেলেছে ৫৯। ৩৬ টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতা ছিল ভানুয়াতুর মেয়েদের। এই জিম্বাবুয়ের সঙ্গে দাপট দেখিয়ে খেলেছে ভানুয়াতু। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক ম্যারি আন্নি মুসোন্দা। ভানুয়াতুর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ে অলআউট হয় ৬১ রানে। জিম্বাবুয়ের সর্বোচ্চ ১৬ রান করেছেন ওপেনার শার্ন মায়ার্স। ১২ বলের ইনিংসে মেরেছেন ৩ চার। ভানুয়াতুর সেরা বোলার নাসিমানা নাভাইকা। ৪ ওভার বোলিংয়ে ১৩ রানে নেন ৪ উইকেট।
৬২ রানের লক্ষ্যে নেমে ১৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬২ রান করে ফেলে ভানুয়াতু। ইনিংস সর্বোচ্চ ২১ রান করেন নাভাইকা। ৩৬ বলের ইনিংসে রয়েছে তাঁর ৩ চার। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন তিনি। যেখানে মিডল অর্ডার ব্যাটার মাইলিস শার্লোট সিঙ্গেল নিতেই উচ্ছ্বাস দেখা যায় ভানুয়াতু নারী ক্রিকেট দলের।
ভানুয়াতু নারী দলের কোচ হোসুয়া রাসুর কণ্ঠে ঝরেছে শিষ্যদের নিয়ে প্রশংসার বাণী। রাসু বলেন, ‘বাছাইপর্বে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়া কিছুটা ভয়ের ছিল। যা-ই হোক, এই জয় তাদের (ভানুয়াতু) দক্ষতা ও আত্মনিবেদনের পক্ষে জোরালো দাবি জানায়। তাদের এমন পারফরম্যানস দেখার সত্যিই সম্মানের। বিশেষ করে যখন তারা নবাগত ও আন্ডারডগ দল হিসেবে খেলতে আসে। এই দলের মধ্যে পারিবারিক বন্ধনটা দারুণ। একে অন্যের জন্য লড়াই করতে প্রস্তুত।’

এলাম, দেখলাম আর জয় করলাম—ভানুয়াতু নারী দলের কাছে ব্যাপারটা অনেকটা এমনই। প্রথম সাক্ষাতেই জিম্বাবুয়ে নারী দলকে রীতিমতো চমকে দিয়েছেন ভানুয়াতুর মেয়েরা। ভানুয়াতুর মেয়েদের উচ্ছ্বাস যেন বিশ্বকাপ জয়ের মতো।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গত রাতে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে বিশ্বকাপ বাছাইপর্ব। জিম্বাবুয়ে-ভানুয়াতু মুখোমুখি হয়েছে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। এই ম্যাচের আগে জিম্বাবুয়ে নারী দল টি-টোয়েন্টি খেলেছে ৫৯। ৩৬ টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতা ছিল ভানুয়াতুর মেয়েদের। এই জিম্বাবুয়ের সঙ্গে দাপট দেখিয়ে খেলেছে ভানুয়াতু। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক ম্যারি আন্নি মুসোন্দা। ভানুয়াতুর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ে অলআউট হয় ৬১ রানে। জিম্বাবুয়ের সর্বোচ্চ ১৬ রান করেছেন ওপেনার শার্ন মায়ার্স। ১২ বলের ইনিংসে মেরেছেন ৩ চার। ভানুয়াতুর সেরা বোলার নাসিমানা নাভাইকা। ৪ ওভার বোলিংয়ে ১৩ রানে নেন ৪ উইকেট।
৬২ রানের লক্ষ্যে নেমে ১৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬২ রান করে ফেলে ভানুয়াতু। ইনিংস সর্বোচ্চ ২১ রান করেন নাভাইকা। ৩৬ বলের ইনিংসে রয়েছে তাঁর ৩ চার। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন তিনি। যেখানে মিডল অর্ডার ব্যাটার মাইলিস শার্লোট সিঙ্গেল নিতেই উচ্ছ্বাস দেখা যায় ভানুয়াতু নারী ক্রিকেট দলের।
ভানুয়াতু নারী দলের কোচ হোসুয়া রাসুর কণ্ঠে ঝরেছে শিষ্যদের নিয়ে প্রশংসার বাণী। রাসু বলেন, ‘বাছাইপর্বে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়া কিছুটা ভয়ের ছিল। যা-ই হোক, এই জয় তাদের (ভানুয়াতু) দক্ষতা ও আত্মনিবেদনের পক্ষে জোরালো দাবি জানায়। তাদের এমন পারফরম্যানস দেখার সত্যিই সম্মানের। বিশেষ করে যখন তারা নবাগত ও আন্ডারডগ দল হিসেবে খেলতে আসে। এই দলের মধ্যে পারিবারিক বন্ধনটা দারুণ। একে অন্যের জন্য লড়াই করতে প্রস্তুত।’

পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাকি মোস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেরানোর প্রস্তাব দিয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। আর বিসিবি সভাপতি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে যে খবর বাংলাদেশ ও ভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়েছে, সেটির সত্যতা নেই বলে দাবি বুলবুলের।
৬ ঘণ্টা আগে
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে আজ আবারও আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির প্রধান নির্বাহী বরাবর চিঠিতে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলার ব্যাপারে নিজেদের উদ্বেগের জায়গাগুলো বিস্তারিত লিখে পাঠিয়েছে বিসিবি।
৮ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয়ের পর গতকাল চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে যায় সিলেট টাইটান্স। জয়ের ধারায় ফিরতেও বেশি সময় নিল না মেহেদি হাসান মিরাজের দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে সিলেট।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সুবাদে দেশের ক্রিকেটে পরিচিত মুখ আলিস আল ইসলাম। টি-টোয়েন্টিতে আগেও একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন এই রহস্য স্পিনার। তাঁর জাতীয় দলের খেলার যোগ্যতা আছে বলে মনে করেন রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার। এজন্য ফিটনেস এ ফিল্ডিংয়ে উন্নতির তাগিদ দিলেন তিনি।
৯ ঘণ্টা আগে