
ইংল্যান্ড ক্রিকেটে বর্ণবাদ ইস্যু বেশ পুরোনো। এবার বর্ণবাদ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ খেলোয়াড় আজিম রফিক। ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলার সময় বর্ণবাদের শিকার হয়েছেন রফিক। বেশ কয়েক দিন ধরেই বিষয়টি নিয়ে সরব তিনি।
রফিকের কথা শোনার ও এর সত্যতা যাচাইয়ের জন্য দেশটির সংসদ সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। সেখানে নিজের খেলোয়াড়ি জীবনে বর্ণবৈষম্যের শিকার হওয়ার বিষয়টি নিয়ে কথা বলছেন রফিক। সেখানে নিজের সঙ্গে ঘটে যাওয়া ব্যাপার গুলো জানিয়েছেন সাবেক এই ইয়র্কশায়ার ক্রিকেটার। তিনি বলেছেন, একবার জোর করে তাঁকে মদ খাইয়েছিল ইয়র্কশায়ার ও হ্যাম্পশায়ারের এক খেলোয়াড়। যখন তাঁর বয়স ছিল মাত্র ১৫। তবে সেই খেলোয়াড়ের নাম বলেননি তিনি।
এ ব্যাপারে নিজের বক্তব্যে রফিক বলেন, ‘আমার প্রথম মদ খাওয়ার ঘটনা হলো, আমাকে আসলে চেপে ধরা হয়েছিল আমার স্থানীয় ক্লাবে। আমার ঠোঁটে রেড ওয়াইন ঢালা হয়েছিল। তখন আমার বয়স ১৫। সে খেলোয়াড়, (যে তার ঠোঁটে জোর করে মদ ঢেলে দিয়েছিল) ইয়র্কশায়ারের হয়ে খেলেছিল, পরবর্তীতে হ্যাম্পশায়ারের হয়ে খেলে।’
এই ঘটনা ঘটার পর সবার সঙ্গে মানিয়ে নিতে নিয়মিত মদ খাওয়া শুরু করেন রফিক। কিন্তু পরে নিজের ভুল বুঝতে পারেন বলে জানান তিনি। এ জন্য বেশ অনুতপ্ত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়া ইয়র্কশায়ারের ড্রেসিংরুমে তাঁকে ‘কেভিন’ নামে কটাক্ষ করে ডাকা হতো বলেও জানিয়েছেন রফিক। দলের বাইরে থাকা ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস তাঁকে একটি কুকুরের নামে ডাকতেন।
এসব কথা বলতে গিয়ে ব্রিটিশ এমপিদের সামনে বারবার কেঁদে দিচ্ছিলেন রফিক। যখনই এসব বর্ণবৈষম্যের বিরুদ্ধে তিনি কথা বলতে শুরু করেন তখনই তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়েছিল বলে জানান রফিক।

ইংল্যান্ড ক্রিকেটে বর্ণবাদ ইস্যু বেশ পুরোনো। এবার বর্ণবাদ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ খেলোয়াড় আজিম রফিক। ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলার সময় বর্ণবাদের শিকার হয়েছেন রফিক। বেশ কয়েক দিন ধরেই বিষয়টি নিয়ে সরব তিনি।
রফিকের কথা শোনার ও এর সত্যতা যাচাইয়ের জন্য দেশটির সংসদ সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। সেখানে নিজের খেলোয়াড়ি জীবনে বর্ণবৈষম্যের শিকার হওয়ার বিষয়টি নিয়ে কথা বলছেন রফিক। সেখানে নিজের সঙ্গে ঘটে যাওয়া ব্যাপার গুলো জানিয়েছেন সাবেক এই ইয়র্কশায়ার ক্রিকেটার। তিনি বলেছেন, একবার জোর করে তাঁকে মদ খাইয়েছিল ইয়র্কশায়ার ও হ্যাম্পশায়ারের এক খেলোয়াড়। যখন তাঁর বয়স ছিল মাত্র ১৫। তবে সেই খেলোয়াড়ের নাম বলেননি তিনি।
এ ব্যাপারে নিজের বক্তব্যে রফিক বলেন, ‘আমার প্রথম মদ খাওয়ার ঘটনা হলো, আমাকে আসলে চেপে ধরা হয়েছিল আমার স্থানীয় ক্লাবে। আমার ঠোঁটে রেড ওয়াইন ঢালা হয়েছিল। তখন আমার বয়স ১৫। সে খেলোয়াড়, (যে তার ঠোঁটে জোর করে মদ ঢেলে দিয়েছিল) ইয়র্কশায়ারের হয়ে খেলেছিল, পরবর্তীতে হ্যাম্পশায়ারের হয়ে খেলে।’
এই ঘটনা ঘটার পর সবার সঙ্গে মানিয়ে নিতে নিয়মিত মদ খাওয়া শুরু করেন রফিক। কিন্তু পরে নিজের ভুল বুঝতে পারেন বলে জানান তিনি। এ জন্য বেশ অনুতপ্ত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়া ইয়র্কশায়ারের ড্রেসিংরুমে তাঁকে ‘কেভিন’ নামে কটাক্ষ করে ডাকা হতো বলেও জানিয়েছেন রফিক। দলের বাইরে থাকা ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস তাঁকে একটি কুকুরের নামে ডাকতেন।
এসব কথা বলতে গিয়ে ব্রিটিশ এমপিদের সামনে বারবার কেঁদে দিচ্ছিলেন রফিক। যখনই এসব বর্ণবৈষম্যের বিরুদ্ধে তিনি কথা বলতে শুরু করেন তখনই তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়েছিল বলে জানান রফিক।

পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাকি মোস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেরানোর প্রস্তাব দিয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। আর বিসিবি সভাপতি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে যে খবর বাংলাদেশ ও ভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়েছে, সেটির সত্যতা নেই বলে দাবি বুলবুলের।
৬ ঘণ্টা আগে
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে আজ আবারও আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির প্রধান নির্বাহী বরাবর চিঠিতে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলার ব্যাপারে নিজেদের উদ্বেগের জায়গাগুলো বিস্তারিত লিখে পাঠিয়েছে বিসিবি।
৮ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয়ের পর গতকাল চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে যায় সিলেট টাইটান্স। জয়ের ধারায় ফিরতেও বেশি সময় নিল না মেহেদি হাসান মিরাজের দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে সিলেট।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সুবাদে দেশের ক্রিকেটে পরিচিত মুখ আলিস আল ইসলাম। টি-টোয়েন্টিতে আগেও একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন এই রহস্য স্পিনার। তাঁর জাতীয় দলের খেলার যোগ্যতা আছে বলে মনে করেন রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার। এজন্য ফিটনেস এ ফিল্ডিংয়ে উন্নতির তাগিদ দিলেন তিনি।
৯ ঘণ্টা আগে