নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট চষে বেড়িয়েছেন বলেই না তাঁর নামটাই হয়ে গেছে টি-টোয়েন্টির ফেরিওয়ালা। তবে নিজেকে স্বঘোষিত ‘ইউনিভার্স বস’ ডাকতেই পছন্দ করেন ক্রিস গেইল।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের প্রায় রেকর্ড এসে প্রণাম করেছে গেইলের পায়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন তিনি। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচেই বরিশাল বার্নাসের হয়ে বিস্ফোরক এক সেঞ্চুরি উপহার দিয়েছিলেন ক্যারিবীয় কিংবদন্তি। সেদিন থেকেই এই টুর্নামেন্টে তাঁর ব্যাট থেকে সৃষ্টি হয়েছে মহাপ্রলয়, খেলেছেন চোখধাঁধানো কিছু ইনিংস।
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আরেকবার প্রিয় আসরে খেলতে এসেছেন গেইল। প্রথম আসরের মতো এবারও তিনি খেলবেন বরিশাল ফ্র্যাঞ্চাইজিতে। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই তাঁকে দলে ভেড়ায় ফরচুন বরিশাল। সাকিব আল হাসানের দলে খেলতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন ৪২ বছর বয়সী ব্যাটিং সেনসেশন। আগামীকাল আসার কথা থাকলেও সংযোগ ফ্লাইট পাওয়ায় এক দিন আগেই বাংলাদেশ মাতাতে এলেন তিনি।
যদিও বয়সটা তাঁর ক্যারিয়ারে থাবা বসাতে শুরু করায় সেরা ছন্দ হারিয়ে ফেলেছেন গেইল। বিপিএলের গত আসরেও খুব একটা ভয়ংকর হতে পারেননি তিনি। সাম্প্রতিক সময়ে অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও ব্যাট তাঁর হয়ে কথা বলছে না। এবার তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামেই ওঠেনি তাঁর নাম।
তবে প্রিয় বিচরণক্ষেত্র বিপিএলে দারুণ কিছু করতে উন্মুখ গেইল। ফরচুন বরিশালের ভিডিও বার্তায় প্রতিপক্ষদের রীতিমতো হুমকি দিয়ে রাখলেন তিনি, ‘ইউনিভার্স বসকে দলে নেওয়ায় ফরচুন বরিশালের প্রতি কৃতজ্ঞ। সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। দারুণ কিছু করার অপেক্ষায় আছি। প্রথম জয়ের জন্য অভিনন্দন। পরের ম্যাচের জন্য শুভকামনা। ইউনিভার্স বস দলে যোগ দিয়েই তাঁর কাজ শুরু করে দেবেন। উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ।’
টুর্নামেন্টের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে বরিশাল। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ ঢাকা। এই ম্যাচের আগেই গেইলের ২৪ ঘণ্টার কোয়ারেন্টিন শেষ হবে। আজ হোটেলরুমেই তাঁর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। ফল নেগেটিভ এলে ঢাকার বিপক্ষে নামতে বাধা নেই গেইলের।

বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট চষে বেড়িয়েছেন বলেই না তাঁর নামটাই হয়ে গেছে টি-টোয়েন্টির ফেরিওয়ালা। তবে নিজেকে স্বঘোষিত ‘ইউনিভার্স বস’ ডাকতেই পছন্দ করেন ক্রিস গেইল।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের প্রায় রেকর্ড এসে প্রণাম করেছে গেইলের পায়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন তিনি। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচেই বরিশাল বার্নাসের হয়ে বিস্ফোরক এক সেঞ্চুরি উপহার দিয়েছিলেন ক্যারিবীয় কিংবদন্তি। সেদিন থেকেই এই টুর্নামেন্টে তাঁর ব্যাট থেকে সৃষ্টি হয়েছে মহাপ্রলয়, খেলেছেন চোখধাঁধানো কিছু ইনিংস।
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আরেকবার প্রিয় আসরে খেলতে এসেছেন গেইল। প্রথম আসরের মতো এবারও তিনি খেলবেন বরিশাল ফ্র্যাঞ্চাইজিতে। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই তাঁকে দলে ভেড়ায় ফরচুন বরিশাল। সাকিব আল হাসানের দলে খেলতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন ৪২ বছর বয়সী ব্যাটিং সেনসেশন। আগামীকাল আসার কথা থাকলেও সংযোগ ফ্লাইট পাওয়ায় এক দিন আগেই বাংলাদেশ মাতাতে এলেন তিনি।
যদিও বয়সটা তাঁর ক্যারিয়ারে থাবা বসাতে শুরু করায় সেরা ছন্দ হারিয়ে ফেলেছেন গেইল। বিপিএলের গত আসরেও খুব একটা ভয়ংকর হতে পারেননি তিনি। সাম্প্রতিক সময়ে অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও ব্যাট তাঁর হয়ে কথা বলছে না। এবার তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামেই ওঠেনি তাঁর নাম।
তবে প্রিয় বিচরণক্ষেত্র বিপিএলে দারুণ কিছু করতে উন্মুখ গেইল। ফরচুন বরিশালের ভিডিও বার্তায় প্রতিপক্ষদের রীতিমতো হুমকি দিয়ে রাখলেন তিনি, ‘ইউনিভার্স বসকে দলে নেওয়ায় ফরচুন বরিশালের প্রতি কৃতজ্ঞ। সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। দারুণ কিছু করার অপেক্ষায় আছি। প্রথম জয়ের জন্য অভিনন্দন। পরের ম্যাচের জন্য শুভকামনা। ইউনিভার্স বস দলে যোগ দিয়েই তাঁর কাজ শুরু করে দেবেন। উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ।’
টুর্নামেন্টের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে বরিশাল। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ ঢাকা। এই ম্যাচের আগেই গেইলের ২৪ ঘণ্টার কোয়ারেন্টিন শেষ হবে। আজ হোটেলরুমেই তাঁর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। ফল নেগেটিভ এলে ঢাকার বিপক্ষে নামতে বাধা নেই গেইলের।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে