Ajker Patrika

বাংলাদেশ চ্যালেঞ্জ নিচ্ছে না, দিচ্ছেও না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৪: ৩০
বাংলাদেশ চ্যালেঞ্জ নিচ্ছে না, দিচ্ছেও না

মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে দারুণ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। খেলোয়াড় থেকে কোচিং স্টাফ—সবার কথায় বিষয়টা পরিষ্কার। তবে সেটা নিয়ে বেশি পড়ে থাকার সময় কই? আগামীকাল ভোর থেকেই যে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে হবে। ক্রাইস্টচার্চে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। পারফরম্যান্সের গ্রাফ ধরে রাখার সঙ্গে হ্যাগলি ওভালের সবুজ উইকেটও চ্যালেঞ্জের পসরা সাজিয়ে বসে আছে।

তবে কোনো চ্যালেঞ্জের কথা ভাবছেন না আব্দুর রাজ্জাক। দলের সঙ্গে নিউজিল্যান্ডে থাকা বিসিবির এই নির্বাচক চ্যালেঞ্জ নিতেও চান না, দিতে চান না। নিজেদের সেরা খেলাটা খেলতে চান জানিয়ে রাজ্জাক বলেছেন, ‘সিরিজে ওরা পিছিয়ে আছে। স্বাভাবিকভাবে দাপটের সঙ্গে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমি আসলে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই না, দিতেও চাই না। আমাদের যে স্কিল আছে, সেদিকে নজর দিতে চাই। আমাদের কাজ আমরা করব, তারপর ফলাফল আসবে।’ 

মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতলেও সাম্প্রতিক সময়ে টেস্টে খুব একটা ভালো করছে না বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট তো আড়াই দিনের ব্যবধানে হারতে হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্স যে ভালো হয়নি, সেটা বুঝতে পেরেছিলেন খেলোয়াড়েরা। রাজ্জাক বলছেন, ‘পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে আমাদের খুব খারাপ গেছে। খেলোয়াড়েরা ভালোভাবেই বুঝতে পেরেছে পারফরম্যান্স ভালো হয়নি। তাদের বোঝানো হয়েছে, এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। বাকি কাজটা ওরা সুন্দরভাবে করেছে, যার ফলস্বরূপ নিউজিল্যান্ডে এসে টেস্ট জিতেছি।’ 

এখান থেকে পেছন ফিরে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে চান রাজ্জাক। দলের সঙ্গে থাকা বিসিবির এই নির্বাচকের কথাই ফুটে উঠল তাসকিন আহমেদের কণ্ঠেও। বাংলাদেশ পেসার বললেন, ‘মানসিকতা ও প্রস্তুতি—সব মিলিয়ে ভালো অবস্থানে আছি আমরা। আমাদের সেরাটা দিয়ে জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সমর্থন দিয়ে যাবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

এলাকার খবর
Loading...