ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে পরশু। সিরিজকে সামনে রেখে ধাপে ধাপে পাকিস্তানে যাচ্ছেন ক্রিকেটাররা। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসসহ নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিকরা আজ পৌঁছালেন পাকিস্তানে।
বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় বহর আজ সকালে পৌঁছেছে লাহোরে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, লাহোরে একটি হোটেলের সামনে বাংলাদেশ দলকে বহনকারী একটি বাস এসে পৌঁছেছে সেখানে। সেই গাড়ি থেকে এক এক করে নেমে আসছেন তানজিদ হাসান তামিম, জাকের, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসানরা। প্রত্যেকের হাতেই বিশাল বড় লাগেজ। শান্ত, লিটন, শরীফুলরাও লাগেজ হাতে নিয়ে পৌঁছেছেন লাহোরের সেই হোটেলে। প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনও ছিলেন দলের সঙ্গে।
লাহোরে বাংলাদেশ ক্রিকেট দলের একটি বহর গতকাল পৌঁছেছে। ১০ জনের বহরে আছেন ৪ ক্রিকেটার হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ আছেন এই বহরে। আর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আগেভাগেই পাকিস্তানে বসে আছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। মিরাজ-রিশাদ লাহোর কালান্দার্স দলে থাকলেও ফাইনালে খেলার সুযোগ হয়েছে শুধু রিশাদের।
পিএসএল ফাইনালের পর বাংলাদেশ ও পাকিস্তানের ব্যস্ততা এখন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে পরশু। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিনটি টি-টোয়েন্টিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
আরও পড়ুন:
পাকিস্তানে পৌঁছেছেন ইমন-তানজিম সাকিবেরা, পুরো বাংলাদেশ দল যাবে কবে

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে পরশু। সিরিজকে সামনে রেখে ধাপে ধাপে পাকিস্তানে যাচ্ছেন ক্রিকেটাররা। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসসহ নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিকরা আজ পৌঁছালেন পাকিস্তানে।
বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় বহর আজ সকালে পৌঁছেছে লাহোরে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, লাহোরে একটি হোটেলের সামনে বাংলাদেশ দলকে বহনকারী একটি বাস এসে পৌঁছেছে সেখানে। সেই গাড়ি থেকে এক এক করে নেমে আসছেন তানজিদ হাসান তামিম, জাকের, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসানরা। প্রত্যেকের হাতেই বিশাল বড় লাগেজ। শান্ত, লিটন, শরীফুলরাও লাগেজ হাতে নিয়ে পৌঁছেছেন লাহোরের সেই হোটেলে। প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনও ছিলেন দলের সঙ্গে।
লাহোরে বাংলাদেশ ক্রিকেট দলের একটি বহর গতকাল পৌঁছেছে। ১০ জনের বহরে আছেন ৪ ক্রিকেটার হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ আছেন এই বহরে। আর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আগেভাগেই পাকিস্তানে বসে আছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। মিরাজ-রিশাদ লাহোর কালান্দার্স দলে থাকলেও ফাইনালে খেলার সুযোগ হয়েছে শুধু রিশাদের।
পিএসএল ফাইনালের পর বাংলাদেশ ও পাকিস্তানের ব্যস্ততা এখন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে পরশু। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিনটি টি-টোয়েন্টিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
আরও পড়ুন:
পাকিস্তানে পৌঁছেছেন ইমন-তানজিম সাকিবেরা, পুরো বাংলাদেশ দল যাবে কবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১৩ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
২ ঘণ্টা আগে