ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে পরশু। সিরিজকে সামনে রেখে ধাপে ধাপে পাকিস্তানে যাচ্ছেন ক্রিকেটাররা। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসসহ নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিকরা আজ পৌঁছালেন পাকিস্তানে।
বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় বহর আজ সকালে পৌঁছেছে লাহোরে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, লাহোরে একটি হোটেলের সামনে বাংলাদেশ দলকে বহনকারী একটি বাস এসে পৌঁছেছে সেখানে। সেই গাড়ি থেকে এক এক করে নেমে আসছেন তানজিদ হাসান তামিম, জাকের, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসানরা। প্রত্যেকের হাতেই বিশাল বড় লাগেজ। শান্ত, লিটন, শরীফুলরাও লাগেজ হাতে নিয়ে পৌঁছেছেন লাহোরের সেই হোটেলে। প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনও ছিলেন দলের সঙ্গে।
লাহোরে বাংলাদেশ ক্রিকেট দলের একটি বহর গতকাল পৌঁছেছে। ১০ জনের বহরে আছেন ৪ ক্রিকেটার হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ আছেন এই বহরে। আর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আগেভাগেই পাকিস্তানে বসে আছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। মিরাজ-রিশাদ লাহোর কালান্দার্স দলে থাকলেও ফাইনালে খেলার সুযোগ হয়েছে শুধু রিশাদের।
পিএসএল ফাইনালের পর বাংলাদেশ ও পাকিস্তানের ব্যস্ততা এখন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে পরশু। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিনটি টি-টোয়েন্টিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
আরও পড়ুন:
পাকিস্তানে পৌঁছেছেন ইমন-তানজিম সাকিবেরা, পুরো বাংলাদেশ দল যাবে কবে

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে পরশু। সিরিজকে সামনে রেখে ধাপে ধাপে পাকিস্তানে যাচ্ছেন ক্রিকেটাররা। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসসহ নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিকরা আজ পৌঁছালেন পাকিস্তানে।
বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় বহর আজ সকালে পৌঁছেছে লাহোরে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, লাহোরে একটি হোটেলের সামনে বাংলাদেশ দলকে বহনকারী একটি বাস এসে পৌঁছেছে সেখানে। সেই গাড়ি থেকে এক এক করে নেমে আসছেন তানজিদ হাসান তামিম, জাকের, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসানরা। প্রত্যেকের হাতেই বিশাল বড় লাগেজ। শান্ত, লিটন, শরীফুলরাও লাগেজ হাতে নিয়ে পৌঁছেছেন লাহোরের সেই হোটেলে। প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনও ছিলেন দলের সঙ্গে।
লাহোরে বাংলাদেশ ক্রিকেট দলের একটি বহর গতকাল পৌঁছেছে। ১০ জনের বহরে আছেন ৪ ক্রিকেটার হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ আছেন এই বহরে। আর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আগেভাগেই পাকিস্তানে বসে আছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। মিরাজ-রিশাদ লাহোর কালান্দার্স দলে থাকলেও ফাইনালে খেলার সুযোগ হয়েছে শুধু রিশাদের।
পিএসএল ফাইনালের পর বাংলাদেশ ও পাকিস্তানের ব্যস্ততা এখন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে পরশু। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিনটি টি-টোয়েন্টিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
আরও পড়ুন:
পাকিস্তানে পৌঁছেছেন ইমন-তানজিম সাকিবেরা, পুরো বাংলাদেশ দল যাবে কবে

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৭ ঘণ্টা আগে