
জিততেই যেন ভুলে গিয়েছিল পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে আরও এক ধবলধোলাই চোখ রাঙাচ্ছিল তাদেরকে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারানোর পথেই ছিল নিউজিল্যান্ড। সেখান থেকে হঠাৎ ধসে ৪২ রানে হেরে যায় কিউইরা। দীর্ঘ অপেক্ষার এক জয়ের মাধ্যমে পাকিস্তান এড়িয়েছে ধবলধোলাই।
টি-টোয়েন্টিতে ১৩৫ রানের লক্ষ্য হয়তো আহামরি তেমন কিছু নয়। সেই লক্ষ্যে বেশ সাবলীলভাবেই খেলছিল নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় কিউইরা। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে রাচিন রবীন্দ্রর উইকেট তুলে নেন মোহাম্মদ নওয়াজ। এরপর পঞ্চম ওভারের শেষ বলে ফিন অ্যালেনকে ফেরান জামান খান। তাতে নিউজিল্যান্ডের স্কোর হয়েছে ৫ ওভারে ২ উইকেটে ৩০ রান। কিউইদের রানরেট তখন কাটায় কাটায় ৬। অন্যদিকে ওভারপ্রতি রান দরকার ছিল ৭ করে। যা তেমন অসম্ভব কিছু নয়। সেখানে উইল ইয়ং ও টিম সাইফার্ট বেশ সাবলীলভাবে খেলছিলেন। তৃতীয় উইকেটে ২৭ বলে ২৩ রানের জুটি গড়েন ইয়ং ও সাইফার্ট। সাবলীলভাবে চলতে থাকা এই জুটি ভেঙেছেন নওয়াজ। দশম ওভারের তৃতীয় বলে নওয়াজকে স্লগ সুইপ করেন ইয়ং। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দ্বিতীয়বারের চেষ্টায় ক্যাচ ধরেন ইফতিখার আহমেদ।
ইয়ংয়ের আউটের পর নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৯.৩ ওভারে ৩ উইকেটে ৫৩ রান। প্রয়োজনীয় রান রেট ৭.৮২। ব্যাটিংয়ে তখনো আসতে বাকি গ্লেন ফিলিপস। এমন পরিস্থিতিতে পাকিস্তানের হারটাই যে অনেকে দেখতে পাচ্ছিলেন। তবে নামটা যখন পাকিস্তান আর তাদের নামের সঙ্গে আনপ্রেডিক্টেবল তকমা, তখন ম্যাচে যে কী হবে তা অনুমান করা মুশকিল। পাকিস্তানের আক্রমণাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পাশাপাশি রান তোলার গতিও কমে যায় নিউজিল্যান্ডের। ২৮ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ৯২ রানে গুটিয়ে যায় কিউইরা। যেখানে ১৮তম ওভারের দ্বিতীয় বলে লকি ফার্গুসনকে বোল্ড করে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন শাহিন শাহ আফ্রিদি। ৪২ রানে হারলেও নিউজিল্যান্ড সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। ম্যাচসেরা হয়েছেন ইফতিখার। ৪ ওভার বোলিং করে ২৪ রান নিয়েছেন ৩ উইকেট। একটা ক্যাচও ধরেছেন তিনি।
এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করে পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন মোহাম্মদ রিজওয়ান। তবে তিনি ৩৮ বল খেলেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন ফখর জামান। ১৬ বলের ইনিংসে ১ চার ও ৪ ছক্কা মেরেছেন পাকিস্তানি বাঁহাতি ব্যাটার। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সমান ২টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, টিম সাউদি, লকি ফার্গুসন ও ইশ সোধি।
সিরিজসেরা হয়েছেন ফিন অ্যালেন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ২৭৫ রান করেন অ্যালেন। গড় ৫৫ ও স্ট্রাইকরেট ১৯৫.০৩। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ১৭ জানুয়ারি ৬২ বলে ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ১৬ ছক্কা ও ৫ চার মেরেছেন নিউজিল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটার।

জিততেই যেন ভুলে গিয়েছিল পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে আরও এক ধবলধোলাই চোখ রাঙাচ্ছিল তাদেরকে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারানোর পথেই ছিল নিউজিল্যান্ড। সেখান থেকে হঠাৎ ধসে ৪২ রানে হেরে যায় কিউইরা। দীর্ঘ অপেক্ষার এক জয়ের মাধ্যমে পাকিস্তান এড়িয়েছে ধবলধোলাই।
টি-টোয়েন্টিতে ১৩৫ রানের লক্ষ্য হয়তো আহামরি তেমন কিছু নয়। সেই লক্ষ্যে বেশ সাবলীলভাবেই খেলছিল নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় কিউইরা। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে রাচিন রবীন্দ্রর উইকেট তুলে নেন মোহাম্মদ নওয়াজ। এরপর পঞ্চম ওভারের শেষ বলে ফিন অ্যালেনকে ফেরান জামান খান। তাতে নিউজিল্যান্ডের স্কোর হয়েছে ৫ ওভারে ২ উইকেটে ৩০ রান। কিউইদের রানরেট তখন কাটায় কাটায় ৬। অন্যদিকে ওভারপ্রতি রান দরকার ছিল ৭ করে। যা তেমন অসম্ভব কিছু নয়। সেখানে উইল ইয়ং ও টিম সাইফার্ট বেশ সাবলীলভাবে খেলছিলেন। তৃতীয় উইকেটে ২৭ বলে ২৩ রানের জুটি গড়েন ইয়ং ও সাইফার্ট। সাবলীলভাবে চলতে থাকা এই জুটি ভেঙেছেন নওয়াজ। দশম ওভারের তৃতীয় বলে নওয়াজকে স্লগ সুইপ করেন ইয়ং। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দ্বিতীয়বারের চেষ্টায় ক্যাচ ধরেন ইফতিখার আহমেদ।
ইয়ংয়ের আউটের পর নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৯.৩ ওভারে ৩ উইকেটে ৫৩ রান। প্রয়োজনীয় রান রেট ৭.৮২। ব্যাটিংয়ে তখনো আসতে বাকি গ্লেন ফিলিপস। এমন পরিস্থিতিতে পাকিস্তানের হারটাই যে অনেকে দেখতে পাচ্ছিলেন। তবে নামটা যখন পাকিস্তান আর তাদের নামের সঙ্গে আনপ্রেডিক্টেবল তকমা, তখন ম্যাচে যে কী হবে তা অনুমান করা মুশকিল। পাকিস্তানের আক্রমণাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পাশাপাশি রান তোলার গতিও কমে যায় নিউজিল্যান্ডের। ২৮ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ৯২ রানে গুটিয়ে যায় কিউইরা। যেখানে ১৮তম ওভারের দ্বিতীয় বলে লকি ফার্গুসনকে বোল্ড করে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন শাহিন শাহ আফ্রিদি। ৪২ রানে হারলেও নিউজিল্যান্ড সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। ম্যাচসেরা হয়েছেন ইফতিখার। ৪ ওভার বোলিং করে ২৪ রান নিয়েছেন ৩ উইকেট। একটা ক্যাচও ধরেছেন তিনি।
এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করে পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন মোহাম্মদ রিজওয়ান। তবে তিনি ৩৮ বল খেলেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন ফখর জামান। ১৬ বলের ইনিংসে ১ চার ও ৪ ছক্কা মেরেছেন পাকিস্তানি বাঁহাতি ব্যাটার। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সমান ২টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, টিম সাউদি, লকি ফার্গুসন ও ইশ সোধি।
সিরিজসেরা হয়েছেন ফিন অ্যালেন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ২৭৫ রান করেন অ্যালেন। গড় ৫৫ ও স্ট্রাইকরেট ১৯৫.০৩। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ১৭ জানুয়ারি ৬২ বলে ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ১৬ ছক্কা ও ৫ চার মেরেছেন নিউজিল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটার।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৫ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৬ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে