ক্রীড়া ডেস্ক

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়ার সুখবর গতকাল পেয়েছিলেন। পারফরম্যান্স আর সময়টা যখন পক্ষে, জাসপ্রীত বুমরার কাছে তখন সেরার স্বীকৃতি ধরা দেবে, এটাই স্বাভাবিক। আজ আরও বড় সুখবরই পেলেন এ ভারতীয় পেসার। প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বুমরা। ২০২৪ সালের সেরা ক্রিকেটার হিসেবে তাঁর হাতে উঠেছে মর্যাদাপূর্ণ ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি’।
২০২৪ সালে টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে ২১ ম্যাচে ৩৪ ইনিংসে ৮৬ উইকেট শিকার বুমরার। নজরকাড়া বোলিং গড় ১৩.৭৬, ইকোনমি ৩.০৬। ওয়ানডে সংস্করণে কোনো ম্যাচ না খেললেও বছরটিতে তাঁর চেয়ে বেশি উইকেট পাননি আর কেউ। এর মধ্যে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতকে বিশ্বকাপ জেতাতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৫ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টেসেরা। ১৩ টেস্টে শিকার করেছিলেন ৭১ উইকেট, যা লাল বলে গেল বছরের সর্বোচ্চ। ২০-এর কম গড়ে টেস্টে ২০০ উইকেট নেওয়া বিশ্বের প্রথম বোলারের রেকর্ডও গড়েছেন তিনি।
ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে বর্ষসেরা পুরস্কার জিতলেন বুমরা। তার আগে রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) ও বিরাট কোহলি (২০১৭ ও ২০১৮) জিতেছিলেন। ৩১ বছর বয়সী পেসার ভারতের চার কিংবদন্তির পাশে বসতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুককে।
লম্বা সময় পিঠের চোটে মাঠের বাইরে ছিলেন বুমরা। ২০২৩ সালের আগস্টে মাঠে ফেরার পর বদলে যাওয়া এক বুমরাকেই দেখা গেল। সে বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতকে ফাইনালে তুলতে দারুণ অবদান রেখেছিলেন। এ বছর বোর্ডার-গাভাস্কার সিরিজ দল হারলেও সর্বোচ্চ ৩২ উইকেট নিয়ে সিরিজসেরা হন তিনি। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে ১৯ উইকেট নেন বুমরা। তবে আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দরে থাকলেও শেষ পর্যন্ত খেলতে পারবেন কি না, সেই শঙ্কা থাকছেই। অস্ট্রেলিয়া সফরে সিরিজের শেষ টেস্টে আবারও চোট পড়েছেন তিনি।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়ার সুখবর গতকাল পেয়েছিলেন। পারফরম্যান্স আর সময়টা যখন পক্ষে, জাসপ্রীত বুমরার কাছে তখন সেরার স্বীকৃতি ধরা দেবে, এটাই স্বাভাবিক। আজ আরও বড় সুখবরই পেলেন এ ভারতীয় পেসার। প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বুমরা। ২০২৪ সালের সেরা ক্রিকেটার হিসেবে তাঁর হাতে উঠেছে মর্যাদাপূর্ণ ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি’।
২০২৪ সালে টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে ২১ ম্যাচে ৩৪ ইনিংসে ৮৬ উইকেট শিকার বুমরার। নজরকাড়া বোলিং গড় ১৩.৭৬, ইকোনমি ৩.০৬। ওয়ানডে সংস্করণে কোনো ম্যাচ না খেললেও বছরটিতে তাঁর চেয়ে বেশি উইকেট পাননি আর কেউ। এর মধ্যে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতকে বিশ্বকাপ জেতাতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৫ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টেসেরা। ১৩ টেস্টে শিকার করেছিলেন ৭১ উইকেট, যা লাল বলে গেল বছরের সর্বোচ্চ। ২০-এর কম গড়ে টেস্টে ২০০ উইকেট নেওয়া বিশ্বের প্রথম বোলারের রেকর্ডও গড়েছেন তিনি।
ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে বর্ষসেরা পুরস্কার জিতলেন বুমরা। তার আগে রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) ও বিরাট কোহলি (২০১৭ ও ২০১৮) জিতেছিলেন। ৩১ বছর বয়সী পেসার ভারতের চার কিংবদন্তির পাশে বসতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুককে।
লম্বা সময় পিঠের চোটে মাঠের বাইরে ছিলেন বুমরা। ২০২৩ সালের আগস্টে মাঠে ফেরার পর বদলে যাওয়া এক বুমরাকেই দেখা গেল। সে বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতকে ফাইনালে তুলতে দারুণ অবদান রেখেছিলেন। এ বছর বোর্ডার-গাভাস্কার সিরিজ দল হারলেও সর্বোচ্চ ৩২ উইকেট নিয়ে সিরিজসেরা হন তিনি। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে ১৯ উইকেট নেন বুমরা। তবে আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দরে থাকলেও শেষ পর্যন্ত খেলতে পারবেন কি না, সেই শঙ্কা থাকছেই। অস্ট্রেলিয়া সফরে সিরিজের শেষ টেস্টে আবারও চোট পড়েছেন তিনি।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১১ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১২ ঘণ্টা আগে