ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের বিভিন্ন শহরে একের পর এক ড্রোন বিস্ফোরিত হচ্ছে। যার একটি পড়েছে দেশটির অন্যতম বিখ্যাত এক স্টেডিয়ামে। ফলশ্রুতিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো হবে অন্য স্টেডিয়ামে।
ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব কিছুটা হলেও যে ক্রিকেটে পড়বে, সেটা আগে থেকেই আঁচ করা যাচ্ছিল। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভির বরাতে জানা গেছে, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে আজ সকালে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। তাতে দুই জন আহত হয়েছে। আর পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম এ স্পোর্টস সূত্রের বরাতে জানিয়েছে, এমন যুদ্ধাবস্থায় টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। ফলে আজ রাতে রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া করাচি কিংস-পেশোয়ার জালমি ম্যাচ বাতিল করা হয়েছে। তবে ম্যাচটি কবে, কখন হবে, তা জানা যায়নি।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরসহ রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, বাহওয়ালপুরে আজ ড্রোন বিধ্বস্ত হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভিতে বিধ্বস্ত ড্রোনগুলো ভারতের বলে দাবি করা হয়েছে। করাচি, উমারকোট, শেখুপুরাতেও ভারত ড্রোন হামলা করেছে পাকিস্তানি গণমাধ্যমের দাবি।
পুলিশের সূত্রের বরাতে জানা গেছে, রাওয়ালপিন্ডিতে বিধ্বস্ত ড্রোনটা নজরদারির উদ্দেশ্যেই চালানো হয়েছিল। স্টেডিয়াম সংলগ্ন একটি রেস্টুরেন্টের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোনের কারণে। স্টেডিয়ামের কাছে ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর ভেন্যু বদলে করাচিতে পাঠানো হয়েছে।
এবারের পিএসএলে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ২৬ ম্যাচ। ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। দুই, তিন ও চারে থাকা করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের পয়েন্ট ১০, ১০ ও ৯। যেখানে লাহোরে খেলছেন রিশাদ হোসেন। আর নাহিদ রানার এখনো পিএসএলে ম্যাচ খেলা হয়নি। তাঁকে নিয়েছে পেশোয়ার। দুই বাংলাদেশি এখনো পাকিস্তানে অবস্থান করছেন। নাহিদ রানার সঙ্গে সেলফি তুলে রিশাদ আজ বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন। রিশাদ ক্যাপশন দিয়েছেন, ‘ভ্রাতৃত্ব।’

পাকিস্তানের বিভিন্ন শহরে একের পর এক ড্রোন বিস্ফোরিত হচ্ছে। যার একটি পড়েছে দেশটির অন্যতম বিখ্যাত এক স্টেডিয়ামে। ফলশ্রুতিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো হবে অন্য স্টেডিয়ামে।
ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব কিছুটা হলেও যে ক্রিকেটে পড়বে, সেটা আগে থেকেই আঁচ করা যাচ্ছিল। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভির বরাতে জানা গেছে, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে আজ সকালে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। তাতে দুই জন আহত হয়েছে। আর পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম এ স্পোর্টস সূত্রের বরাতে জানিয়েছে, এমন যুদ্ধাবস্থায় টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। ফলে আজ রাতে রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া করাচি কিংস-পেশোয়ার জালমি ম্যাচ বাতিল করা হয়েছে। তবে ম্যাচটি কবে, কখন হবে, তা জানা যায়নি।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরসহ রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, বাহওয়ালপুরে আজ ড্রোন বিধ্বস্ত হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভিতে বিধ্বস্ত ড্রোনগুলো ভারতের বলে দাবি করা হয়েছে। করাচি, উমারকোট, শেখুপুরাতেও ভারত ড্রোন হামলা করেছে পাকিস্তানি গণমাধ্যমের দাবি।
পুলিশের সূত্রের বরাতে জানা গেছে, রাওয়ালপিন্ডিতে বিধ্বস্ত ড্রোনটা নজরদারির উদ্দেশ্যেই চালানো হয়েছিল। স্টেডিয়াম সংলগ্ন একটি রেস্টুরেন্টের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোনের কারণে। স্টেডিয়ামের কাছে ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর ভেন্যু বদলে করাচিতে পাঠানো হয়েছে।
এবারের পিএসএলে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ২৬ ম্যাচ। ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। দুই, তিন ও চারে থাকা করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের পয়েন্ট ১০, ১০ ও ৯। যেখানে লাহোরে খেলছেন রিশাদ হোসেন। আর নাহিদ রানার এখনো পিএসএলে ম্যাচ খেলা হয়নি। তাঁকে নিয়েছে পেশোয়ার। দুই বাংলাদেশি এখনো পাকিস্তানে অবস্থান করছেন। নাহিদ রানার সঙ্গে সেলফি তুলে রিশাদ আজ বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন। রিশাদ ক্যাপশন দিয়েছেন, ‘ভ্রাতৃত্ব।’

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে