
ক্রিকেটে দল হিসেবে পাকিস্তান বেশ ‘আনপ্রেডিক্টেবল’। কখনো জেতা ম্যাচ এমনভাবে হারে, যা কল্পনার বাইরে। আবার হারতে বসা ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে। আগে থেকে কোনো কিছুই অনুমান করা যায় না তাদের নিয়ে।
ঠিক তেমনি পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে কখন মনোমালিন্য হয়ে যায়, সেটাও অনুমান করা যায় না। শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফের ঝামেলা সবার জানা। নিজেদের মধ্যে ছাড়াও প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে প্রায় সময় তর্কে জড়াতে দেখা যায়। ২০২২ এশিয়া কাপেই যেমন আফগানিস্তানের পেসার ফরিদ আহমেদের সঙ্গে আসিফ আলির ধাক্কাধাক্কি। এমন ছোট ছোট ঝামেলা অবশ্য অন্যান্য দলেও রয়েছে। তবে পাকিস্তানের ক্ষেত্রে একটু বেশিই দেখা যায়।
তার পরও পাকিস্তান দলের শৃঙ্খলা নিয়ে বেশ প্রশংসা করেছেন ম্যাথু হেইডেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তির মতে, পাকিস্তানের ক্রিকেটাররা বেশ শৃঙ্খলাপরায়ণ। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের এই শৃঙ্খলার পেছনে ইসলাম ধর্মের প্রভাব আছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান দলের সঙ্গে হেইডেনের কাজ করার অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা। দুজনই গতকাল পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন। সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে হেইডেন বলেছেন, ‘ইসলাম ধর্মের প্রতি খুব মনোযোগী, যেটা এই দলের মূল ভিত্তি। পাকিস্তান দলের এই জীবনপদ্ধতি তাদের মহৎ শৃঙ্খলার দিকে নিয়ে যায়। আমি এটার প্রশংসা করি। কারণ, ক্রিকেট হচ্ছে শৃঙ্খলারই খেলা। আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ, নিবেদিত ও ধারাবাহিক হতে হবে। এসব ইসলামের প্রতিনিধিত্ব করে।’
পাকিস্তানের বর্তমান দল সম্পর্কে এমনটা বলতে পারার কারণ দুই বিশ্বকাপে বাবর-রিজওয়ানদের সঙ্গে কাজ করেছেন হেইডেন। ফলে তাঁদের জীবনবোধ সম্পর্কে খুব ভালো ধারণা আছে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপজয়ী ওপেনারের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে ছিলেন। আর সর্বশেষ সংস্করণের বিশ্বকাপে মেন্টর হিসেবে ছিলেন ৫১ বছর বয়সী সাবেক ব্যাটার।

ক্রিকেটে দল হিসেবে পাকিস্তান বেশ ‘আনপ্রেডিক্টেবল’। কখনো জেতা ম্যাচ এমনভাবে হারে, যা কল্পনার বাইরে। আবার হারতে বসা ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে। আগে থেকে কোনো কিছুই অনুমান করা যায় না তাদের নিয়ে।
ঠিক তেমনি পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে কখন মনোমালিন্য হয়ে যায়, সেটাও অনুমান করা যায় না। শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফের ঝামেলা সবার জানা। নিজেদের মধ্যে ছাড়াও প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে প্রায় সময় তর্কে জড়াতে দেখা যায়। ২০২২ এশিয়া কাপেই যেমন আফগানিস্তানের পেসার ফরিদ আহমেদের সঙ্গে আসিফ আলির ধাক্কাধাক্কি। এমন ছোট ছোট ঝামেলা অবশ্য অন্যান্য দলেও রয়েছে। তবে পাকিস্তানের ক্ষেত্রে একটু বেশিই দেখা যায়।
তার পরও পাকিস্তান দলের শৃঙ্খলা নিয়ে বেশ প্রশংসা করেছেন ম্যাথু হেইডেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তির মতে, পাকিস্তানের ক্রিকেটাররা বেশ শৃঙ্খলাপরায়ণ। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের এই শৃঙ্খলার পেছনে ইসলাম ধর্মের প্রভাব আছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান দলের সঙ্গে হেইডেনের কাজ করার অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা। দুজনই গতকাল পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন। সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে হেইডেন বলেছেন, ‘ইসলাম ধর্মের প্রতি খুব মনোযোগী, যেটা এই দলের মূল ভিত্তি। পাকিস্তান দলের এই জীবনপদ্ধতি তাদের মহৎ শৃঙ্খলার দিকে নিয়ে যায়। আমি এটার প্রশংসা করি। কারণ, ক্রিকেট হচ্ছে শৃঙ্খলারই খেলা। আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ, নিবেদিত ও ধারাবাহিক হতে হবে। এসব ইসলামের প্রতিনিধিত্ব করে।’
পাকিস্তানের বর্তমান দল সম্পর্কে এমনটা বলতে পারার কারণ দুই বিশ্বকাপে বাবর-রিজওয়ানদের সঙ্গে কাজ করেছেন হেইডেন। ফলে তাঁদের জীবনবোধ সম্পর্কে খুব ভালো ধারণা আছে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপজয়ী ওপেনারের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে ছিলেন। আর সর্বশেষ সংস্করণের বিশ্বকাপে মেন্টর হিসেবে ছিলেন ৫১ বছর বয়সী সাবেক ব্যাটার।

মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ভারতের মাঠে এবারই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে কিউইরা। আটবারের চেষ্টায় কিউইরা সফল হলো যে অধিনায়কের নেতৃত্বে, এবার তাঁকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দল।
৪৪ মিনিট আগে
আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে নাটকীয়তা শেষে মরক্কোকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সেনেগাল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরে ফিফা র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে সাদিও মানেরা। আন্তর্জাতিক ফুটবল সংস্থা প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি করেছে সেনেগালিজরা।
১ ঘণ্টা আগে
নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভারতের পরিবর্তে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের কথায় আইসিসি অযৌক্তিক চাপ সৃষ্টি করলে সেটা মেনে নেওয়া হবে না বলে জানালেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল তারা।
৩ ঘণ্টা আগে