
‘বাবা বলেছে ছেলে নাম করবে’—আগুনের কণ্ঠে তুমুল এই জনপ্রিয় গান শোনেননি এমন গানপ্রিয় মানুষ পাওয়া যাবে না। এই গানের মতোই যেন নেদারল্যান্ডস ক্রিকেটের দুই বাপ-বেটা টিম ডি লিড ও বাস লিডের জীবন। বাবা টিম তো কবেই নিজের নাম রেখে গিয়েছেন ক্রিকেট ইতিহাসের পাতায়, সেই পথে হেঁটে ক্রিকেটে নাম করেছে ছেলে বাস।
আর সেটি এমন নাম যে, বাবার কীর্তিকেও ছাড়িয়ে গেলেন ছেলে। এতে হয়তো বাসের চেয়ে গর্বটা টিমের বেশি হবে। নিজের সন্তানের কীর্তিতে যে সব বাবার চোখেই আনন্দের অশ্রু এনে দেয়। বাবাকে দেখেই তো বাসের অলরাউন্ডার হয়ে ওঠা, বল হাতে বাবার মতোই করেন মিডিয়াম পেস। টিমই যেন ছোটবেলায় বাসের মনে রোপণ করে দিয়েছেন কমলাজার্সিতে আনন্দে ভাসার ইচ্ছেটা।
বাসের দুর্দান্ত নৈপুণ্যে ১২ বছর ওয়ানডে বিশ্বকাপে খেলছে ডাচরা। কমলা জার্সিরা সেমিফাইনালে যেতে না পারলেও চমক দেখিয়েছে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। তবে দলের পারফরম্যান্স এবার তেমন উল্লেখযোগ্য না হলেও বাসের এই বিশ্বকাপ থাকবে স্মৃতিময় হয়ে। ভারতে অভিষেক বিশ্বকাপ খেলতে এসেই যে গড়েছেন রেকর্ড!
৯ ম্যাচে ৮ ইনিংসে এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন বাস ডি লিড, যা ডাচদের হয়ে এ বিশ্বকাপে সর্বোচ্চ। সর্বোচ্চ ডাচদের পক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারেও। আগে এই রেকর্ডটি ছিল তাঁর বাবার, টিম ডি লিড নিয়েছিলেন ১৪ উইকেট। ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে খেলে এ উইকেট পেয়েছিলেন তিনি। আজ বেঙ্গালুরুতে বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের ওপেনার রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়ে বাবার রেকর্ড ভেঙে দেন বাস। বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ডি লিড পরিবারের পরে আছেন লোগান ফন বিক (১২) ও পল ফন মিকেরেন (১২)।

‘বাবা বলেছে ছেলে নাম করবে’—আগুনের কণ্ঠে তুমুল এই জনপ্রিয় গান শোনেননি এমন গানপ্রিয় মানুষ পাওয়া যাবে না। এই গানের মতোই যেন নেদারল্যান্ডস ক্রিকেটের দুই বাপ-বেটা টিম ডি লিড ও বাস লিডের জীবন। বাবা টিম তো কবেই নিজের নাম রেখে গিয়েছেন ক্রিকেট ইতিহাসের পাতায়, সেই পথে হেঁটে ক্রিকেটে নাম করেছে ছেলে বাস।
আর সেটি এমন নাম যে, বাবার কীর্তিকেও ছাড়িয়ে গেলেন ছেলে। এতে হয়তো বাসের চেয়ে গর্বটা টিমের বেশি হবে। নিজের সন্তানের কীর্তিতে যে সব বাবার চোখেই আনন্দের অশ্রু এনে দেয়। বাবাকে দেখেই তো বাসের অলরাউন্ডার হয়ে ওঠা, বল হাতে বাবার মতোই করেন মিডিয়াম পেস। টিমই যেন ছোটবেলায় বাসের মনে রোপণ করে দিয়েছেন কমলাজার্সিতে আনন্দে ভাসার ইচ্ছেটা।
বাসের দুর্দান্ত নৈপুণ্যে ১২ বছর ওয়ানডে বিশ্বকাপে খেলছে ডাচরা। কমলা জার্সিরা সেমিফাইনালে যেতে না পারলেও চমক দেখিয়েছে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। তবে দলের পারফরম্যান্স এবার তেমন উল্লেখযোগ্য না হলেও বাসের এই বিশ্বকাপ থাকবে স্মৃতিময় হয়ে। ভারতে অভিষেক বিশ্বকাপ খেলতে এসেই যে গড়েছেন রেকর্ড!
৯ ম্যাচে ৮ ইনিংসে এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন বাস ডি লিড, যা ডাচদের হয়ে এ বিশ্বকাপে সর্বোচ্চ। সর্বোচ্চ ডাচদের পক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারেও। আগে এই রেকর্ডটি ছিল তাঁর বাবার, টিম ডি লিড নিয়েছিলেন ১৪ উইকেট। ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে খেলে এ উইকেট পেয়েছিলেন তিনি। আজ বেঙ্গালুরুতে বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের ওপেনার রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়ে বাবার রেকর্ড ভেঙে দেন বাস। বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ডি লিড পরিবারের পরে আছেন লোগান ফন বিক (১২) ও পল ফন মিকেরেন (১২)।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১০ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১২ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
৪১ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে