ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ১৬ বছর আগে। মাঝেমধ্যে বিভিন্ন প্রীতি ম্যাচে খেলতে দেখা যায় মোহাম্মদ রফিককে। আজ খেলেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচে। খেলাটা রফিক ছাড়লেও খেলা যেন তাঁকে ছাড়েনি! বোলিংয়ে ঘূর্ণি জাদু এখনো আগের মতোই, ব্যাট হাতেও চালিয়েছেন সেই তাণ্ডব। ব্যাটে-বলে উজ্জ্বল রফিকে শহীদ মুশতাক একাদশকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে শহীদ জুয়েল একাদশ।
বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শহীদ মুশতাক একাদশের অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। হান্নান সরকার-হাসানুজ্জামানদের কয়েকটি কার্যকর ইনিংসের সৌজন্যে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে মুশতাক একাদশ। জবাবে রফিকের ঝোড়ো ফিফটিতে ১৪.২ ওভারে মুশতাক একাদশের দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করেছে শহীদ জুয়েল একাদশ।
ওপেনিংয়ে নেমে ৩৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রফিক। ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন ইনিংসে। আরেক ওপেনার এহসানুল হক সেজান ৩৯ বলে ৪৩ ও শাহরিয়ার নাফীস ১১ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। জুয়েল একাদশের জয় নিশ্চিত করেন। দলটির নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। মুশতাক একাদশের হয়ে একমাত্র উইকেটটি নেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক।
এর আগে ব্যাটিংয়ে নেমে মুশতাক একাদশের ব্যাটাররা থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি কেউ। তারপরও কয়েকটি কার্যকর ইনিংসের কল্যাণে ১২৮ রান সংগ্রহ করেছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ১৬ বলে ২ ছক্কা ও ১ চারে ২৫ রান করেছেন হান্নান সরকার। হাসানুজ্জামানের ব্যাট থেকে আসে ১৭ বরে ১৯,১৭ বলে ১২ রান করে রিটায়ার্ড হার্ট হন মিনহাজুল আবেদীন নান্নু এবং ২ ছক্কায় ১৫ রান করেছেন রাজ্জাক। বল হাতেও আলো ছড়িয়েছেন মুশতাক আহমেদের রফিক। ১৩ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। অলরাউন্ডার পারফরম্যান্স করে ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন ৫৪ বছর বয়সী রফিক।

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ১৬ বছর আগে। মাঝেমধ্যে বিভিন্ন প্রীতি ম্যাচে খেলতে দেখা যায় মোহাম্মদ রফিককে। আজ খেলেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচে। খেলাটা রফিক ছাড়লেও খেলা যেন তাঁকে ছাড়েনি! বোলিংয়ে ঘূর্ণি জাদু এখনো আগের মতোই, ব্যাট হাতেও চালিয়েছেন সেই তাণ্ডব। ব্যাটে-বলে উজ্জ্বল রফিকে শহীদ মুশতাক একাদশকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে শহীদ জুয়েল একাদশ।
বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শহীদ মুশতাক একাদশের অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। হান্নান সরকার-হাসানুজ্জামানদের কয়েকটি কার্যকর ইনিংসের সৌজন্যে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে মুশতাক একাদশ। জবাবে রফিকের ঝোড়ো ফিফটিতে ১৪.২ ওভারে মুশতাক একাদশের দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করেছে শহীদ জুয়েল একাদশ।
ওপেনিংয়ে নেমে ৩৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রফিক। ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন ইনিংসে। আরেক ওপেনার এহসানুল হক সেজান ৩৯ বলে ৪৩ ও শাহরিয়ার নাফীস ১১ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। জুয়েল একাদশের জয় নিশ্চিত করেন। দলটির নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। মুশতাক একাদশের হয়ে একমাত্র উইকেটটি নেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক।
এর আগে ব্যাটিংয়ে নেমে মুশতাক একাদশের ব্যাটাররা থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি কেউ। তারপরও কয়েকটি কার্যকর ইনিংসের কল্যাণে ১২৮ রান সংগ্রহ করেছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ১৬ বলে ২ ছক্কা ও ১ চারে ২৫ রান করেছেন হান্নান সরকার। হাসানুজ্জামানের ব্যাট থেকে আসে ১৭ বরে ১৯,১৭ বলে ১২ রান করে রিটায়ার্ড হার্ট হন মিনহাজুল আবেদীন নান্নু এবং ২ ছক্কায় ১৫ রান করেছেন রাজ্জাক। বল হাতেও আলো ছড়িয়েছেন মুশতাক আহমেদের রফিক। ১৩ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। অলরাউন্ডার পারফরম্যান্স করে ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন ৫৪ বছর বয়সী রফিক।

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
১১ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
৩৯ মিনিট আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে