
অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে আশার আলো সঞ্চার করেছেন বাংলাদেশের বোলাররা। দিন শেষে তবু ১১২ রানে পিছিয়ে আছে সাকিব আল হাসানের দল। প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। কাল দিনের শেষ অংশে স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। পিছিয়ে থেকে ইতিবাচক চিন্তা করছেন খালেদ আহমেদ।
খালেদের আফসোস, আরও ১০-২০ রান আগেই যদি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস মুড়িয়ে দেওয়া যেত! তবু দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি জানিয়েছেন, এই অবস্থা থেকেও জেতার জন্য খেলবে দল। বাংলাদেশি এই পেসার বলেন, ‘খুবই ভালো উইকেট। বোলারদের জন্য অতটাও সাহায্য নেই। আমাদের ব্যাটাররা ইনশাআল্লাহ্ ভালো খেলবে। আমরা জেতার জন্যই খেলব।’
জয়ের চিন্তার পাশাপাশি ম্যাচ পাঁচ দিনে নেওয়াও খালেদের লক্ষ্য। এজন্য স্কোরবোর্ডে যথেষ্ট রানও থাকতে হবে সে কথা মনে করিয়ে দিয়ে ২৯ বছর বয়সী এই পেসার বললেন, ‘আমাদের চেষ্টা থাকবে স্কোরবোর্ডে রান তোলা। ব্যাটাররা যত রান দেবে, তত ভালো হবে। খেলাটা যেন পাঁচ দিনে শেষ হয়।’
২২ ওভারে ৫৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন খালেদ। উইকেট নেওয়ার পাশাপাশি ভালো জায়গায় বল রেখে রান আটকানোর কাজটাও ঠিকঠাক করে গেছেন। ২.৬৮ ইকোনমিই সেটির প্রমাণ দিচ্ছে। ক্যারিয়ারের শুরুতে খুব একটা আলো ছড়াতে না পারলেও দিনদিন নিজেকে মেলে ধরছেন এই পেসার। করোনার সময়টা কাজে লাগিয়েছেন দারুণভাবে। এ নিয়ে খালেদ বলেন, ‘করোনার আগে ২০১৯ বিশ্বকাপের সময় চোটে পড়ি। এরপর করোনা আসে। ওই সময়টা কাজে লাগিয়েছি। তাছাড়া পেছন থেকে অনেকেই সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে সহায়তা করেছেন, এ জন্যই আমি আজকে এখানে এসেছি।’

অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে আশার আলো সঞ্চার করেছেন বাংলাদেশের বোলাররা। দিন শেষে তবু ১১২ রানে পিছিয়ে আছে সাকিব আল হাসানের দল। প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। কাল দিনের শেষ অংশে স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। পিছিয়ে থেকে ইতিবাচক চিন্তা করছেন খালেদ আহমেদ।
খালেদের আফসোস, আরও ১০-২০ রান আগেই যদি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস মুড়িয়ে দেওয়া যেত! তবু দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি জানিয়েছেন, এই অবস্থা থেকেও জেতার জন্য খেলবে দল। বাংলাদেশি এই পেসার বলেন, ‘খুবই ভালো উইকেট। বোলারদের জন্য অতটাও সাহায্য নেই। আমাদের ব্যাটাররা ইনশাআল্লাহ্ ভালো খেলবে। আমরা জেতার জন্যই খেলব।’
জয়ের চিন্তার পাশাপাশি ম্যাচ পাঁচ দিনে নেওয়াও খালেদের লক্ষ্য। এজন্য স্কোরবোর্ডে যথেষ্ট রানও থাকতে হবে সে কথা মনে করিয়ে দিয়ে ২৯ বছর বয়সী এই পেসার বললেন, ‘আমাদের চেষ্টা থাকবে স্কোরবোর্ডে রান তোলা। ব্যাটাররা যত রান দেবে, তত ভালো হবে। খেলাটা যেন পাঁচ দিনে শেষ হয়।’
২২ ওভারে ৫৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন খালেদ। উইকেট নেওয়ার পাশাপাশি ভালো জায়গায় বল রেখে রান আটকানোর কাজটাও ঠিকঠাক করে গেছেন। ২.৬৮ ইকোনমিই সেটির প্রমাণ দিচ্ছে। ক্যারিয়ারের শুরুতে খুব একটা আলো ছড়াতে না পারলেও দিনদিন নিজেকে মেলে ধরছেন এই পেসার। করোনার সময়টা কাজে লাগিয়েছেন দারুণভাবে। এ নিয়ে খালেদ বলেন, ‘করোনার আগে ২০১৯ বিশ্বকাপের সময় চোটে পড়ি। এরপর করোনা আসে। ওই সময়টা কাজে লাগিয়েছি। তাছাড়া পেছন থেকে অনেকেই সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে সহায়তা করেছেন, এ জন্যই আমি আজকে এখানে এসেছি।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৬ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৬ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৭ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৭ ঘণ্টা আগে