ক্রীড়া ডেস্ক

বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না এনামুল হক বিজয়। নাজমুল হোসেন শান্ত গলে দুই ইনিংসে সেঞ্চুরির পর কলম্বোতে দ্বিতীয় টেস্টে দুই অঙ্কও ছুঁতে পারেননি। বিজয়-শান্তরা যেখানে ব্যর্থ, তাঁদের জন্য কলম্বো টেস্টে তাইজুল ইসলাম দৃষ্টান্ত হয়েই থাকবেন।
কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বিজয়-শান্ত মিলিয়ে রান করেছেন ৮, যার মধ্যে বিজয় বারবার জীবন পেয়েও রানের খাতা খুলতে পারেননি। বিজয়-শান্তর সম্মিলিত রানের চেয়ে তাইজুল বেশি রান করেছেন। শুধু ৩৩ রানের ইনিংস খেলাটাই নয়, তাইজুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন পরিস্থিতি বুঝে কীভাবে ব্যাটিং করতে হয়। যতক্ষণ ব্যাটিং করেছেন, আত্মবিশ্বাস নিয়েই খেলেছেন। ১০ নম্বরে নেমে তাঁর এমন দৃঢ় ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ স্কোর বোর্ডে তুলেছে ২৪৭ রান।
প্রথম ইনিংসে ৭১ ওভারে ৮ উইকেটে ২২০ রানে বাংলাদেশ আজ কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে। দিনের খেলা শুরুর চার ওভারের মধ্যে ইবাদত হোসেন চৌধুরীর উইকেট হারিয়ে আরও বিপাকে পড়ে সফরকারীরা। ইনিংসের ৭৫তম ওভারের তৃতীয় বলে ইবাদতকে (৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আসিথা ফার্নান্দো।
৭৪.৩ ওভারে ৯ উইকেটে ২২৯ রানে পরিণত হওয়া বাংলাদেশের জন্য তখন অলআউট হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। এমন সময় তাইজুলই মূলত লঙ্কানদের অপেক্ষা বাড়িয়েছেন। সেখানে শ্রীলঙ্কার পিচ্ছিল হাতেরও অবদান রয়েছে। ৭৭তম ওভারের চতুর্থ বলে আসিথাকে তুলে মারার পর তাইজুল একরকম হতাশই হয়ে পড়েন। কারণ, মিড অফ থেকে দৌড়ে আসা কামিন্দু মেন্ডিসের হাতে যথেষ্ট সময় ছিল বল তালুবন্দী করার জন্য। কিন্তু কামিন্দু তা পারেননি। জীবন পাওয়া তাইজুল এরপর ৭৮তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে থারিন্দু রত্নায়েকের বলে ২টি চার মারেন। যার মধ্যে চতুর্থ বলে ৪টি তাইজুল মেরেছেন রিভার্স সুইপে।
তাইজুল যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে মনে হচ্ছিল কলম্বোতেই ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটিটা পেয়ে যাবেন তিনি। শেষ পর্যন্ত সেটা হয়নি। ৮০তম ওভারের তৃতীয় বলে সোনাল দিনুসাকে তুলে মারতে গিয়ে তাইজুল মিড উইকেটে দিনেশ চান্দিমালের তালুবন্দী হয়েছেন। ৬০ বলে ৫ চারে ৩৩ রান করা তাইজুল ফিরলে বাংলাদেশ ৭৯.৩ ওভারে ২৪৭ রানে গুটিয়ে যায়। সাদমানের ৪৬ রানই সফরকারীদের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিক। শ্রীলঙ্কার দিনুসা, আসিথা ৩টি করে উইকেট নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে লঙ্কানরা করেছে ১৬ রান।

বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না এনামুল হক বিজয়। নাজমুল হোসেন শান্ত গলে দুই ইনিংসে সেঞ্চুরির পর কলম্বোতে দ্বিতীয় টেস্টে দুই অঙ্কও ছুঁতে পারেননি। বিজয়-শান্তরা যেখানে ব্যর্থ, তাঁদের জন্য কলম্বো টেস্টে তাইজুল ইসলাম দৃষ্টান্ত হয়েই থাকবেন।
কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বিজয়-শান্ত মিলিয়ে রান করেছেন ৮, যার মধ্যে বিজয় বারবার জীবন পেয়েও রানের খাতা খুলতে পারেননি। বিজয়-শান্তর সম্মিলিত রানের চেয়ে তাইজুল বেশি রান করেছেন। শুধু ৩৩ রানের ইনিংস খেলাটাই নয়, তাইজুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন পরিস্থিতি বুঝে কীভাবে ব্যাটিং করতে হয়। যতক্ষণ ব্যাটিং করেছেন, আত্মবিশ্বাস নিয়েই খেলেছেন। ১০ নম্বরে নেমে তাঁর এমন দৃঢ় ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ স্কোর বোর্ডে তুলেছে ২৪৭ রান।
প্রথম ইনিংসে ৭১ ওভারে ৮ উইকেটে ২২০ রানে বাংলাদেশ আজ কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে। দিনের খেলা শুরুর চার ওভারের মধ্যে ইবাদত হোসেন চৌধুরীর উইকেট হারিয়ে আরও বিপাকে পড়ে সফরকারীরা। ইনিংসের ৭৫তম ওভারের তৃতীয় বলে ইবাদতকে (৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আসিথা ফার্নান্দো।
৭৪.৩ ওভারে ৯ উইকেটে ২২৯ রানে পরিণত হওয়া বাংলাদেশের জন্য তখন অলআউট হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। এমন সময় তাইজুলই মূলত লঙ্কানদের অপেক্ষা বাড়িয়েছেন। সেখানে শ্রীলঙ্কার পিচ্ছিল হাতেরও অবদান রয়েছে। ৭৭তম ওভারের চতুর্থ বলে আসিথাকে তুলে মারার পর তাইজুল একরকম হতাশই হয়ে পড়েন। কারণ, মিড অফ থেকে দৌড়ে আসা কামিন্দু মেন্ডিসের হাতে যথেষ্ট সময় ছিল বল তালুবন্দী করার জন্য। কিন্তু কামিন্দু তা পারেননি। জীবন পাওয়া তাইজুল এরপর ৭৮তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে থারিন্দু রত্নায়েকের বলে ২টি চার মারেন। যার মধ্যে চতুর্থ বলে ৪টি তাইজুল মেরেছেন রিভার্স সুইপে।
তাইজুল যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে মনে হচ্ছিল কলম্বোতেই ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটিটা পেয়ে যাবেন তিনি। শেষ পর্যন্ত সেটা হয়নি। ৮০তম ওভারের তৃতীয় বলে সোনাল দিনুসাকে তুলে মারতে গিয়ে তাইজুল মিড উইকেটে দিনেশ চান্দিমালের তালুবন্দী হয়েছেন। ৬০ বলে ৫ চারে ৩৩ রান করা তাইজুল ফিরলে বাংলাদেশ ৭৯.৩ ওভারে ২৪৭ রানে গুটিয়ে যায়। সাদমানের ৪৬ রানই সফরকারীদের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিক। শ্রীলঙ্কার দিনুসা, আসিথা ৩টি করে উইকেট নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে লঙ্কানরা করেছে ১৬ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
৯ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
২ ঘণ্টা আগে