Ajker Patrika

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আপডেট : ৩১ জুলাই ২০২২, ২০: ২৮
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। হারারেতে ১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট আর ১৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। এই জয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতা ফেরাল বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর আজ দ্বিতীয়টিতে শুরু থেকেই সতর্ক ছিল বাংলাদেশ। দুই ওপেনার মুনিম শাহরিয়ার ও লিটন দাসের উদ্বোধনী জুটিতে আসে ৩৭ রান। তবে প্রথম ম্যাচের মতো আজও ব্যর্থ হয়েছেন মুনিম। ব্যক্তিগত ৭ রানে বোল্ড হয়েছেন রিচার্ড এনগারাভার বলে।

তিন নম্বরে ব্যাটিংয়ে নামা এনামুল বিজয়ের ইনিংসেও ছিল প্রথম ম্যাচের ছাপ। ১৫ বলে ১৬ রান করা বিজয় রাজার বলে ক্যাচ দিয়ে ফিরেছেন। এর আগে ফিফটি তুলে নিয়েছেন লিটন দাস। শন উইলিয়ামসের বলে এলবিডব্লু হওয়ার আগে ৩৩ বলে করেন ৫৬ রান। বাকি কাজ সারেন নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। শান্ত শেষপর্যন্ত ১৯ রানে ও আফিফ ৩০ রানে অপরাজিত থাকেন।

এর আগে প্রথম ইনিংসেই জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল বাংলাদেশের বোলাররা। আরও নির্দিষ্ট করে বললে মোসাদ্দেক হোসেন। ২০ রান খরচায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার।

মোসাদ্দেকের ঘূর্ণিতে শুরুতে চাপে পড়ে জিম্বাবুয়ে। পরে সিকান্দার রাজা আর রায়ান বার্লের ৮০ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় স্বাগতিকেরা। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। আগের ম্যাচের ফিফটি করা রাজা এই ম্যাচেও করেছেন করেছেন ৬২ রান। তবে তাঁর ফিফটি অবশ্য দলের হার এড়াতে পারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত