ক্রীড়া ডেস্ক

নেপিয়ারে অসাধ্য সাধন করেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে প্রথম ১৫ ওভারে ৩ উইকেট খুইয়ে ফেলা নিউজিল্যান্ডের রান যেখানে ছিল মাত্র ৫৮, সেখানে তারা ৫০ ওভার শেষে তোলে ৯ উইকেটে ৩৪৪! যার জবাব দিতে এসে ভালো শুরু করলেও ২২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ২৭১ রানে অলআউট।
প্রথম ওয়ানডে ৭৩ রানে হারের পর দলের বোলিং নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে পাকিস্তান। আর সে ভাবনার কথা সংবাদমাধ্যমকে দলটির ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ। ২ এপ্রিল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সে ম্যাচে বোলিংয়ে পরিবর্তন আসার কথাও বললেন পাকিস্তানের ব্যাটিং কোচ, ‘পরের ম্যাচ কি করা যায়, তা নিয়ে ভাবছি আমরা। দেখব কোনো পঞ্চম বোলার কিংবা অলরাউন্ডার খেলানো যায় কি না, বা খেলালে কী লাভ হবে।’
প্রথম ওয়ানডেতে দুই খণ্ডকালীন বোলার বল করেছিলেন। অফ স্পিনার সালমান আলী আগা ৫ ওভার বল করেছিলেন, মিডিয়াম পেসার ইরফান খানও বল করেছিলেন ৫ ওভার। কিন্তু দুজনে রান দিয়েছেন ৬৭ ও ৫১! ১০ ওভার বোলিং করেও সালমান আগার সমান রানও দেয়নি পাকিস্তানের অন্য কোনো বোলার।
ব্যাটিং কোচ হলেও দুই খণ্ডকালীন বোলারের দেদারসে রান দেওয়াটা দাগ কেটেছে ইউসুফের মনে, ‘আমাদের দুই খণ্ডকালীন বোলার ১২০ রানের (১১৮) মতো দিয়েছে। এটা অবশ্যই ব্যয়বহুল ছিল। তবে এই দলটাকে নতুনভাবে গড়ে তোলা হয়েছে। তাই আমি মনে করি এই দল নিয়ে এখনই কথা বলা ঠিক হবে না। তবে এটা বলতে পারি, বোলিংয়ে আরও ভালো করার সুযোগ ছিল, তারা আরও ভালো বল করতে পারত।’
আরও ‘ভালো’ বোলিং যে করা যেত, সেটা স্কোরকার্ড দেখেও বোঝা যায়। অতিরিক্ত খাতে এদিন পাকিস্তান রান দিয়েছে ৪৩ টি। বোলারদের সমালোচনা করলেও ইউসুফ স্বীকার করে নিচ্ছেন, চমৎকার ব্যাটিং করেছেন মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল ও মুহাম্মদ আব্বাসরা। মার্ক চ্যাপম্যান এই ম্যাচে ১১১ বলে ১৩২ রানের ইনিংস খেলেছিলেন। মিচেল ৮৪ বলে ৭৬ এবং আব্বাস ২৬ বলে ৫২ রান করেছিলেন।

নেপিয়ারে অসাধ্য সাধন করেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে প্রথম ১৫ ওভারে ৩ উইকেট খুইয়ে ফেলা নিউজিল্যান্ডের রান যেখানে ছিল মাত্র ৫৮, সেখানে তারা ৫০ ওভার শেষে তোলে ৯ উইকেটে ৩৪৪! যার জবাব দিতে এসে ভালো শুরু করলেও ২২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ২৭১ রানে অলআউট।
প্রথম ওয়ানডে ৭৩ রানে হারের পর দলের বোলিং নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে পাকিস্তান। আর সে ভাবনার কথা সংবাদমাধ্যমকে দলটির ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ। ২ এপ্রিল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সে ম্যাচে বোলিংয়ে পরিবর্তন আসার কথাও বললেন পাকিস্তানের ব্যাটিং কোচ, ‘পরের ম্যাচ কি করা যায়, তা নিয়ে ভাবছি আমরা। দেখব কোনো পঞ্চম বোলার কিংবা অলরাউন্ডার খেলানো যায় কি না, বা খেলালে কী লাভ হবে।’
প্রথম ওয়ানডেতে দুই খণ্ডকালীন বোলার বল করেছিলেন। অফ স্পিনার সালমান আলী আগা ৫ ওভার বল করেছিলেন, মিডিয়াম পেসার ইরফান খানও বল করেছিলেন ৫ ওভার। কিন্তু দুজনে রান দিয়েছেন ৬৭ ও ৫১! ১০ ওভার বোলিং করেও সালমান আগার সমান রানও দেয়নি পাকিস্তানের অন্য কোনো বোলার।
ব্যাটিং কোচ হলেও দুই খণ্ডকালীন বোলারের দেদারসে রান দেওয়াটা দাগ কেটেছে ইউসুফের মনে, ‘আমাদের দুই খণ্ডকালীন বোলার ১২০ রানের (১১৮) মতো দিয়েছে। এটা অবশ্যই ব্যয়বহুল ছিল। তবে এই দলটাকে নতুনভাবে গড়ে তোলা হয়েছে। তাই আমি মনে করি এই দল নিয়ে এখনই কথা বলা ঠিক হবে না। তবে এটা বলতে পারি, বোলিংয়ে আরও ভালো করার সুযোগ ছিল, তারা আরও ভালো বল করতে পারত।’
আরও ‘ভালো’ বোলিং যে করা যেত, সেটা স্কোরকার্ড দেখেও বোঝা যায়। অতিরিক্ত খাতে এদিন পাকিস্তান রান দিয়েছে ৪৩ টি। বোলারদের সমালোচনা করলেও ইউসুফ স্বীকার করে নিচ্ছেন, চমৎকার ব্যাটিং করেছেন মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল ও মুহাম্মদ আব্বাসরা। মার্ক চ্যাপম্যান এই ম্যাচে ১১১ বলে ১৩২ রানের ইনিংস খেলেছিলেন। মিচেল ৮৪ বলে ৭৬ এবং আব্বাস ২৬ বলে ৫২ রান করেছিলেন।

ভারতের বিপক্ষে গতকাল বুলাওয়েতে জয়ের দারুণ সুবাস পাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হাতে ৮ উইকেট নিয়ে ৭০ বলে ৭৫ রানের সমীকরণ মেলানো তেমন একটা কঠিন কাজ নয়। কিন্তু ক্রিকেটকে কেন গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, সেটা আরও একবার প্রমাণ হয়েছে।
৩৮ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, সূচি দুই মাস আগেই প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে তত বেশি। এমনকি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে। তবে এমন কিছুতে রাজি নয় আয়ারল্যান্ড।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১৩ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১৩ ঘণ্টা আগে