ক্রীড়া ডেস্ক

লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট পান তেম্বা বাভুমা। চোট থেকে সেরে উঠতে সময় লাগায় জিম্বাবুয়ে সিরিজে তাঁকে ছাড়াই দল ঘোষণা করেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ)। এই সিরিজের জন্য অধিনায়ক করা হয় কেশভ মহারাজকে। তাঁর নেতৃত্বে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ৩২৮ রানের বড় জয় পেয়েছে প্রোটিয়ারা।
তবে দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা দলে আবারও দুঃসংবাদ। কুঁচকির চোটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক মহারাজ। এই অভিজ্ঞ স্পিনারের পরিবর্তে দলে ডাকা হয়েছে সেনুরান মুথুসামিকে। ৪টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে এ বাঁহাতি স্পিনারের। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ফিফটি করেন মহারাজ।
প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্যাট করার সময় চোট পান মহারাজ। চোটের পর পরই তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মহারাজ ছিটকে যাওয়ায় দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন উইয়ান মুল্ডার। প্রথম টেস্টে ব্যাটে-বলে দারুণ ভূমিকা রেখেছেন এই অলরাউন্ডার। দ্বিতীয় ইনিংসে খেলেছেন ক্যারিয়ারসেরা ১৪৭ রানের ইনিংস। প্রথম ইনিংসে বল হাতে নিয়েছেন ৪ উইকেট।
এ ছাড়া প্রথমে দলে যোগ দেওয়ার কথা থাকলেও পেসার লুঙ্গি এনগিদিকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যাতে প্রথম টেস্টে ভালো করা পেসাররা আরেকটি সুযোগ পান নিজেদের প্রমাণের। আগের টেস্টে কোরবিন বশ, কোডি ইউসুফ, কুয়েনা মাফাকা ও মুল্ডার পেস আক্রমণে ছিলেন এবং সবাই ছন্দে ছিলেন। আগামী রোববার একই মাঠে শুরু হবে শেষ টেস্ট।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের দল: উইয়ান মুল্ডার (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথিউ ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, কোরবিন বশ, টনি ডি জর্জি, জুবায়ের হামজা, কুয়েনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুয়ান-ড্রে প্রেটোরিয়াস, লেসেগো সেনোকওয়ানে, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরায়েন, কোডি ইউসুফ।

লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট পান তেম্বা বাভুমা। চোট থেকে সেরে উঠতে সময় লাগায় জিম্বাবুয়ে সিরিজে তাঁকে ছাড়াই দল ঘোষণা করেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ)। এই সিরিজের জন্য অধিনায়ক করা হয় কেশভ মহারাজকে। তাঁর নেতৃত্বে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ৩২৮ রানের বড় জয় পেয়েছে প্রোটিয়ারা।
তবে দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা দলে আবারও দুঃসংবাদ। কুঁচকির চোটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক মহারাজ। এই অভিজ্ঞ স্পিনারের পরিবর্তে দলে ডাকা হয়েছে সেনুরান মুথুসামিকে। ৪টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে এ বাঁহাতি স্পিনারের। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ফিফটি করেন মহারাজ।
প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্যাট করার সময় চোট পান মহারাজ। চোটের পর পরই তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মহারাজ ছিটকে যাওয়ায় দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন উইয়ান মুল্ডার। প্রথম টেস্টে ব্যাটে-বলে দারুণ ভূমিকা রেখেছেন এই অলরাউন্ডার। দ্বিতীয় ইনিংসে খেলেছেন ক্যারিয়ারসেরা ১৪৭ রানের ইনিংস। প্রথম ইনিংসে বল হাতে নিয়েছেন ৪ উইকেট।
এ ছাড়া প্রথমে দলে যোগ দেওয়ার কথা থাকলেও পেসার লুঙ্গি এনগিদিকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যাতে প্রথম টেস্টে ভালো করা পেসাররা আরেকটি সুযোগ পান নিজেদের প্রমাণের। আগের টেস্টে কোরবিন বশ, কোডি ইউসুফ, কুয়েনা মাফাকা ও মুল্ডার পেস আক্রমণে ছিলেন এবং সবাই ছন্দে ছিলেন। আগামী রোববার একই মাঠে শুরু হবে শেষ টেস্ট।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের দল: উইয়ান মুল্ডার (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথিউ ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, কোরবিন বশ, টনি ডি জর্জি, জুবায়ের হামজা, কুয়েনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুয়ান-ড্রে প্রেটোরিয়াস, লেসেগো সেনোকওয়ানে, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরায়েন, কোডি ইউসুফ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
৪৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে